আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন?
কোনো রকম ভূমিকা ছাড়ায় শুরু করছি।
যারা Exagear Windows Emulator নিয়ে করা আমার আগের পোস্ট টি পড়েননি, তারা আগেওটা পড়ে নিন, তাহলে এই পোস্ট বুঝতে সুবিধা হবে।
আগের পোস্ট লিংক Click Here
Installation Process
1. প্রথমেই Photoshop CS4 exe ফাইল টি ডাউনলোড করে নিন। Download Link
2. ডাউনলোড করা ফাইল টি অবশ্যই আপনার ফোনের Internal Storage এর Download Folder এ রাখতে হবে।
3. এবার Exagear Gold Application টি ওপেন করুন।
ওপেন করে মেনুতে ক্লিক করে নতুন একটি Containers ক্রিয়েট করে নিন। না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।
4. Container ক্রিয়েট হয়ে গেলে, এবার Containers টি Explorer এ রান করুন।
5. রান করার পর স্ক্রিনে Photoshop CS4 এর ফাইলটি দুবার ক্লিক করুন। অতঃপর স্ক্রিনশট অনুযায়ী কাজ করে ইন্সটল করে নিন।
6. ইন্সটল হয়ে গেলে Program থেকে Photoshop রান করুন,ব্যস কাজ শেষ।
কিভাবে যেকোনো Photo ওপেন করবেন?
1. প্রথমেই যে ছবিটি এডিট করবেন, সেটা আপনার ডাউনলোড ফোল্ডারে কপি করে নিন।
2. অতঃপর Photoshop রান করে, স্ক্রিন এ দুবার ক্লিক করুন, তাহলে ফটো সিলেক্ট করার অপশন এ চলে আসবে।
3. এখন ডাউনলোড ফোল্ডারে যাওতার জন্যে প্রথমে স্ক্রিনশট এর আইকনে ক্লিক করুন।
4. My Computer নামক ফোল্ডার দেখতে পাবেন, ওটাতে ক্লিক করুন। এরপর ‘D’ নামক ফোল্ডারে গেলেই ডাউনলোড ফোল্ডার পেয়ে যাবেন। যেখানে রাখা ছবিটিতে ক্লিক করে Open করলেই হয়ে যাবে।
আমি এডিট করে ট্রাই করেছি, কোনো প্রকার ল্যাগ পাইনি, সবকাজে পারফেক্টলি হচ্ছিল।
আপনার এক্সটার্নাল কিবোর্ড মাউস থাকলে একদম পারফেক্ট লি কাজ করতে পারবেন।
আর না থাকলে কম্পিউটার লে-আউট কিবোর্ড ডাউনলোড করে নিন এখান থেকে
আজ এই পর্যন্তই, পোস্টটি ভালো লাগলে একটি মন্তব্য করে জানাবেন।
আল্লাহ হাফেজ
আরও পড়ুন,
সেইভ করার ঝামেলা ছাড়া যেকোনো Whatsapp নাম্বারে চ্যাট করুন
PDF এর খুটিনাটি এর জন্যে আমার দেখা সেরা দুটি ওয়েবসাইট রিভিউ
আপনার স্মার্টফোন এর লুক পুরাতন নোকিয়ার লুক দিয়ে চমকে দিন সবাইকে
Bluetooth Speaker কে বানিয়ে ফেলুন Sound Amplifier [App Review ]
ইংরেজি ২য় পত্রের সিভি লেখা নিয়ে আর নয় চিন্তা [শিক্ষার্থীদের জন্যে]
দৈনন্দিনের হিসাব রাখার দারুণ একটি App [একের ভেতর অনেক]
Janale khusi hotam
আমি এখন পর্যন্ত Microsoft Office 2007, Avro Keyboard, Adobe Photoshop CS4, Microsoft Paint V2.0 রান করেছি কোনো প্রকার ল্যাগ ছাড়া।
যদি আপনার ফোন ২/৩২ হয়, এবং ভালো ব্র্যান্ডের (শাওমি,স্যামসাং) এবং ভাল একটি প্রসেসর হয় তাহলে ট্রাই করে দেখতে পারেন।
আমার ফোন টেকনো স্পার্ক ৬ (৪/১২৮) কোনো প্রকার ল্যাগ পাইনি