আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
একটু চিন্তা করেন। আপনিও কি তাহলে! তাদেরই একজন…?
বর্তমানে কাতারে FIFA World Cup Match চলছে। সেখানে প্রায় ৩২টি দল খেলায় অংশগ্রহণ করছে। যে দল গুলো খেলা অংশগ্রহণ করছে তাদের অধিকাংশ হিন্দু, ইহুদি, খ্রিষ্টান, বোদ্ধা ইত্যাদি রয়েছে।
এখন আপনি আমি বাংলাদেশ থেকে তাদের খেলা দেখতেছি এবং তাদের সাপোর্ট করছি। হিন্দু, ইহুদি, খ্রিষ্টান বোদ্ধা এদেরকে আমরা বন্ধু বানিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি জেনে শুনে সাপোর্ট করেন আর না জেনে শুনে সাপোর্ট করেন। আপনি কিন্তু তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন।
আল্লাহ তায়ালা তাদের সাথে বন্ধুত্ব করতে তাদেরকে সাপোর্ট করতে নিষেধ করেছেন। আপনি একজন মুসলমানের সন্তান হয়ে নামাজ পড়ার সময় হয়ে উঠে না। দান করতে পারেন না টাকা কমে যাবে বলে। ইসলামিক কোন কাজে ঢাকলে আপনাকে খুঁজে পাওয়া যায় না। অথচ আপনি রাত ১টার সময় হিন্দু, ইহুদি, খ্রিষ্টানদের খেলা দেখেন।
আল্লাহ তায়ালা বলেন→ হে মুমিন। তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহন করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহন করলে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ যালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সুতরাং তুমি দেখতে পাবে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা কাফিরদের মধ্যে (বন্ধুত্বের জন্য) ছুটছে। তারা বলে, আমরা আশংকা করছি যে, কোন বিপদ আমাদের আক্রান্ত করবে। অতএব হয়ত আল্লাহ বিজয় বা তাঁর কাছে থেকে এমন কিছু দেবেন!! যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল সে জন্য লজ্জিত হবে। আর মুমিন গণ বলবে এরাই কি তারা। যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে, নিশ্চয়ই তারা তোমাদের সঙ্গেই আছে? তাদের আমলসমূহ নিস্ফল হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। (সূরা আল-মায়েদার (আয়াত ৫১-৫৩)
উপরের আয়াত দ্বারা আমরা স্পষ্টই বুঝতে পারছি আল্লাহ তায়ালা ইহুদি নাসারদের সাথে বন্ধুত্ব এবং তাদের সাপোর্ট করতে নিষেধ করেছেন। এখন আপনিই চিন্তা করেন এসব ফুটবল খেলার আপনি কি কাউকে সাপোর্ট করবেন। আর কি এসব সাধারণ খেলা নিয়ে কারো সাথে ঝগড়াঝাটি বা মারামারি করবেন। নিজেই নিজেকে প্রশ্ন করেন।
আপনি যদি একজন সত্যিকারে মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে উপরের আয়াত অবশ্যই বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। অতএব দুনিয়ার এই রংতামাশা ভুলে গিয়ে ইসলামের পথে আসেন। নামাজ পড়েন সত্যি কথা বলেন। আর এসব আজাইরা খেলাধুলা দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।
আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি
এইধরনের পোস্ট করার জন্য ধর্মীয় সাইট/পেজ আছে।
এসবের জন্য সাইটের কোয়ালিটি দিন দিন কমে যাচ্ছে।
যখন ১০ বছরের বাচ্চা ধর্ষিত হয় তখন কাউকে ইসলামি আইন টানতে দেখি না।
এত এত দূর্নীতি, খুন তখন কেউ এসব নিয়ে বলে না! বিশ্বনবী কি কাউকে কোনোদিন ঘৃণা করেছেন?
কাতারে এসে যে ১হাজার এর ও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন এটা কেন বলে না কেউ?
এমনটাতো নয় আমরা খেলা দেখার মাধ্যমে তাদের ধর্ম চর্চা করছি বা তাদের সংস্কৃতি চর্চা করছি।
সবক্ষেত্রে ধর্ম টেনে এনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবেন না।
ধর্ম একজায়গায় খেলা দেখা বা বিনোদন নেওয়া আরেক জায়গায়। আর যারা খেলা খেলা করে একদম মেতে ওঠে ঝ*গড়া ঝা*মেলা মা*রা*মা*রি করে তাদেরকে পাগ*লের কাতারে ফেলে দেন, তাদের নিয়ে কথা বলার কোন দরকার নেই।