আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
একটা সময় ছিল যখন ইন্টারনেট বিশ্বে খুব একটা সহজলভ্য ভাবে ছিল না। তখন মানুষ তাদের বিনোদন এর জন্য রেডিও অনুষ্ঠান গুলো শুনতো।
সময় এর সাথে সাথে সেই রেডিও জগতের জনপ্রিয়তা গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
মানুষ বর্তমানে ইন্টারনেট মাধ্যমে মুহূর্তেই নিজের স্মার্টফোন এর মাধ্যমে বিনোদন গ্রহণ করছে।
তবুও অনেকই আছেন সেই পুরোনো সময়ের রেডিও অনুষ্ঠান গুলো মিস করেন তারা শুনে থাকেন রেডিও ইন্টারনেট এর মাধ্যমে।
কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যেই চ্যানেল খুঁজছেন সেটা পাচ্ছেন না, যদিও পাচ্ছেন ক্লিয়ার শুনতে পারছেন না।
আজকে আমি আপনাদের এমন এক ওয়েবসাইট এর ঠিকানা দেবো যার মাধ্যমে আপনি গুগল earth এর সহযোগিতায় স্যাটেলাইট এর মাধ্যমে বিশ্বের সকল রেডিও শুনতে পারবেন।
প্রথমে এই লিংকটি ওপেন করুন।
এইবার আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, আপনি এইখানে “press to start redio garden” লিখাতে ক্লিক করবেন।
এইবার আপনার সামনে সারা পৃথিবীর গোলাকার মুখমন্ডল চলে আসবে। আপনি যেই লোকেশনে আছেন সেখানে অটোমেটিক যেই রেডিও আছে সেটার অনুষ্ঠান শুনতে পারবেন।
এই যে সবুজ রঙের যেই সব ডট রয়েছে এইসব জায়গা তে ক্লিক করবেন, মূলত এইগুলো বিভিন্ন দেশ বা বিভাগের রেডিও চ্যানেল।
আপনি আপনার পছন্দ মত জায়গা তে ক্লিক করবেন সেখানে যেই চ্যানেল আছে সেই চ্যানেল গুলোর লাইভ সম্প্রচার একদম HD অডিও কোয়ালিটি তে শুনতে পারবেন।
তো, বন্ধুরা এইভাবে সারা বিশ্বের সকল অনুষ্ঠান একসাথে শুনতে পারবেন, একদম পছন্দ মত চ্যানেল ও পরিবর্তন করতে পারবেন ।
এই জন্য অবশ্যই আপনার ইন্টারনেট ডাটা অন রাখতে হবে।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য, দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।
পোস্ট লিংক: https://trickbd.com/android-tips/818676