Hello ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।

ঘরে বসে ভার্চ্যুয়ালি মসজিদে নববি ঘুরে দেখার জন্য সুযোগ করে দিয়েছে সৌদি আরব। এখন আপনারা ঘরে বসে মোবাইল এর মাধ্যমে ঘুরে দেখতে পারবেন মসজিদে নববি।আজকের আর্টিকেলে এটি নিয়ে মুলত আলোচনা করবো। দেখানো কিভাবে আপনারা ভার্চ্যুয়ালি মসজিদে নববী দেখবেন।

ভার্চ্যুয়ালি মসজিদে নববি দেখার সময় আজানসহ পবিত্র কোরআন তিলাওয়াত শোনা যাবে। মসজিদে নববি প্রাঙ্গণে থাকা উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে ঘুরে ত্রিমাত্রিক ছবি দেখা যাবে এবং দরকারি তথ্য পাওয়া যাবে ওয়েবসাইট থেকেই অর্থাৎ ভার্চ্যুয়ালি।

আপনারা চাইলে আরবির পাশাপাশি ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষাতেও তথ্যগুলো পড়তে পারবেন।

যেভাবে ভার্চ্যুয়ালি মসজিদে নববী দেখবেন

সর্বপ্রথম নিচের ওয়েবসাইট টি তে চলে যান।

ওয়েবসাইট লিংকঃ click here

ওয়েব সাইটে প্রবেশ করলে কিছুক্ষন লোডিং নেওয়ার পর আপনাকে মসজিদে নববীর সামনে গেটে নিয়ে যাবে।

তো এখান থেকে আপনারা নানা অ্যাঙ্গেল থেকে মসজিদে নববী দেখতে পারেন।

যা যা দেখা যাবে

  • মসজিদের ওপরের অংশ দেখা যাবে
  • সবুজ মিনারের বিভিন্ন অংশ
  •  মসজিদে নববির মিনার দেখা যাবে
  • পাঠাগার,
  • গ্যালারি
  • প্রদর্শনী কক্ষ
  • আল সালাম গেট
  • জিবরাইল গেট
  • আবু বকর আল সিদ্দিক গেট
  • আল রহমাহ গেট
  • উমর ইবনে আল খাত্তাব গেট
  • কিং ফাহাদ গেট

এছাড়াও আরও অনেক কিছু! 

আরো পড়ুনঃ Robi internet offer 2023 update code

আরো পড়ুনঃ ৭ দিনে মোট হওয়ার উপায়!

তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা সবাই একবার হলেও মসজিদ নববী ঘুরে দেখবেন হয়তো আমার অনেকেই এটিকে বাস্তবে দেখতে পারবো না কিন্ত ভার্চুয়াল দেখেই চোখের শান্তি।

আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো আর্টিকেলে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ।

4 thoughts on "ভার্চ্যুয়ালি মসজিদে নববি ঘুরে দেখুন!"

  1. Avatar photo Abubokor Neo Contributor says:
    The service is unavailable.
    1. Avatar photo SGR Author Post Creator says:
      Try latter
  2. Avatar photo Sayed Contributor says:
    Alhamdulliha awesome akta website
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    সত্যিই বেশ প্রশংসনীয়

Leave a Reply