আসসালামুওয়ালাইকুম
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন । আজ পোস্ট করছি খুবই গুরত্বপূর্ন একটি বিষয়ে ।
যা হলো কল রেকর্ডিং এর সময় ওয়ার্নিং দেওয়া।
আমাদের মধ্যে অনেকেই আছি যারা গুগল ডায়ালার ব্যবহার করে থাকি
কিন্তু এই গুগল ডায়ালার ব্যবহার করে কল রেকর্ডিং করলে পড়ে যাই মহা মসিবত এ ।
ডায়ালার বলে দেয় “এই কল টি এখন রেকর্ড করা হচ্ছে”
যার জন্য অনেক সময় আমাদের লজ্জিত হতে হয় আবার , অনেক গুরত্বপূর্ণ বিষয় ও ভেস্তে যায় । আজ তার ই সমাধান নিয়ে এসেছি ,
এর জন্য সবার প্রথমে মোবাইলে থাকা প্লে স্টোর টি ওপেন করুন
এরপরে সেখানে ঢুকে সার্চ করুন “TTSLexx”
এর পরে সবার প্রথমে যেই এপ টি আসবে
সেটি ইনস্টল করতে হবে
তারপরে ওপেন করতে হবে
ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবো
এখান থেকে “Preferred Engine” এ ক্লিক করবো
ক্লিক করলেই এমন একটি ইন্টারফেস দেখা যাবে
এখান থেকে শুধু TTSLexx সিলেক্ট করে দিতে হবে
তারপর এমন একটি ওয়ার্নিং দেখাবে
এখানে ok তে ক্লিক করতে হবে
ব্যাস । কাজ শেষ
এখন আপনি নিশ্চিন্তে কল রেকর্ড করতে পারবেন
তো আজ এপর্যন্তই । দেখা হবে আগামীতে । আল্লাহ হাফেজ
Call record voice er jonno important call gula record partechilam na