সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।


জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Mt managet, NP manager And App Clone কিভাবে যেকোনো অ্যাপস বা গেম ওপেন করলে আপনার নাম আসবে এটা সেট করবেন।


আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

Dev tools pro ডাউনলোড লিঙ্কঃ(Telegram)


HTML tutorial

N——————————————————————————-S

MT Manager ডাউনলোড লিঙ্কঃ(Telegram)


HTML tutorial

N——————————————————————————-S

**কিভাবে Mt manager দিয়ে toast মেসেজ বা ওয়েলকাম ম্যাসেজ সেট করবেন। **

সব এপস গুলো লিংক থেকে ডাউনলোড করুন সব নতুন আপলোড করা হয়েছে।

প্রথমে উপরে ডাউনলোড লিংক থেকে dev tools pro এবং এমটি ম্যানেজারটি ডাউনলোড করে দুইটাই অ্যাপস ইনস্টল করুন তারপর dev tools pro অ্যাপসটি ওপেন করুন।

Layout inspects ক্লিক করুন।

আপনার কাছে পারমিশন চাইবে ওকে বাটনে ক্লিক করুন।

এই বাটন টি অন করে দিন।

তারপর ব্যাক করে আবার ওকে বাটনে ক্লিক করুন।

তারপরে এই বাটনটি অন করে দিন। এগুলো apps permission এগুলো অন করে দিতে হবে।

তারপর ব্যাক করে আবার Layout inspects ক্লিক করুন।

তারপর দেখবেন স্ক্রিনশটে দেখানোর মতন এরকম আসবে।

এবার আপনি যে অ্যাপসে এটা সেট করতে চান সেই অ্যাপসটি ওপেন করুন। আমি পানডা vpn সেট করতেছি এজন্য পানডা vpn ওপেন করতেছি আপনি যেটা তে সেট করতে চান সেটা ওপেন করবেন।

তারপর অ্যাপটি ওপেন হয়ে গেলে উপরের dev tools box এর current activity লাইনের ওখানে চেপে ধরুন। স্ক্রিনশটে দেখানো হয়েছে ওই ওখানে চেপে ধরুন।

তারপর দেখুন আপনার অ্যাক্টিভিটি টা কপি হয়ে গেছে। এবার এটা মিনিমাইজ করুন।

এমটি ম্যানেজারটি ওপেন করুন।

তারপর উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

extract apk তে ক্লিক করুন।

তারপরে দেখবেন আপনার ইনস্টল করা সবগুলো এপ্স আছে ওখান থেকে panda vpn ক্লিক দেন। আপনার যে অ্যাপসে সেট করার দরকার সেটাতে ক্লিক করবেন।

EXTRACT APK তে ক্লিক করুন।

Locate তে ক্লিক করুন।

panda vpn extract করাতে ক্লিক করুন।

view তে ক্লিক করুন।

classes.dex ক্লিক করুন।

dex editor Plus ক্লিক করুন।

Select all ক্লিক করে ok বাটনে চাপ দেন।

SEARCH বাটনে ক্লিক করুন।

Start a new search ক্লিক দেন।

Dev tools pro কারেন্ট অ্যাক্টিভিটি থেকে কপি করা টেক্সটি ওপরে পেস্ট করুন। তারপরে নিচের দেখানো স্থানগুলোতে ক্লিক করুন।

MainActivity তে ক্লিক করুন।

উপরের থ্রি ডট বাটনে ক্লিক করুন।

সার্চ অপশন এ ক্লিক করুন।

onCreate লিখে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।

.registers 2, .registers 5, .registers 6, .registers 40, .registers 50, যা থাকুক না কেন তার নিচে ক্লিক করুন।


➤কোড➤

const/4 v0, 0x1

const-string v1, “Md Abdus Sabur”

invoke-static {p0, v1, v0}, Landroid/widget/Toast;->makeText(Landroid/content/Context;Ljava/lang/CharSequence;I)Landroid/widget/Toast;

move-result-object v0

invoke-virtual {v0}, Landroid/widget/Toast;->show()V

এই কোডটি সম্পন্ন কপি করুন আমার নামের ওখানে আপনার ইচ্ছামতন টেক্সট দিবেন।

.registers নিচে এই কোডটি পেস্ট করুন।

তারপর উপরে সেভ বাটনে ক্লিক করুন।

তারপর দুই থেকে তিনবার ব্যাক করুন save exit ক্লিক করুন।

auto sign টিক দিয়ে ok বাটনে ক্লিক করুন।

তারপর আপনার কাঙ্খিত অ্যাপসটিতে ক্লিক করে ইন্সটল করুন।

অ্যাপসটি ওপেন হলে দেখবেন আপনার ওই টেক্সট টি শো করতেছে।





N——————————————————————————-S

NP Manager ডাউনলোড লিঙ্কঃ(Telegram)


HTML tutorial

N——————————————————————————-S

**কিভাবে NP manager দিয়ে toast মেসেজ বা ওয়েলকাম ম্যাসেজ সেট করবেন। **

উপরের ডাউনলোড লিংক থেকে এনপি ম্যানেজার টি ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন।

উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করে গেট এপিকে তে ক্লিক করুন।

তারপরে আপনি যে অ্যাপসে এটা সেট করবেন সেটা সিলেক্ট করুন।

EXTRACT APK তে ক্লিক করুন।

position ক্লিক করুন।

যদি এপিকে ফাইল না আসে এরকম ফাইল আসে তাহলে ওটাতে ক্লিক করুন।

কনভার্ট টু এপিকে তে ক্লিক করুন।


তারপর আপনার কাঙ্ক্ষিত আপসে ক্লিক করুন।

ফাংশন অপশন এ ক্লিক করুন।

one click inject function ক্লিক করুন।

insert a toest message ক্লিক করুন।

তারপর আপনি যে নামটা দিতে চান ওটা দিয়ে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন।

toest হওয়া এপিকে তে ক্লিক করুন।

তারপর আগের অ্যাপসটি আনইন্সটল করে এটা ইন্সটল করুন।

তারপর ওপেন করুন দেখুন আপনার নাম শো করবে।





N——————————————————————————-S

App Cloner ডাউনলোড লিঙ্কঃ(Telegram)


HTML tutorial

N——————————————————————————-S

**কিভাবে app Clone দিয়ে toast মেসেজ বা ওয়েলকাম ম্যাসেজ সেট করবেন। **

উপরের ডাউনলোড লিংক থেকে app Clone ডাউনলোড করে ইন্সটল করে ওপেন করুন।

যে অ্যাপসে সেট করতে চান ওটাতে ক্লিক করুন।

Cloning option ক্লিক করুন।

স্ক্রিনশটে দেখানো অনুযায়ী তিনটা অন করুন।

display options যান।

কিছু নিচে দেখুন ওয়েলকাম মেসেজ লেখা আছে ওটাতে ক্লিক করুন।

edit welcome message ক্লিক করুন।

আপনার ইচ্ছা মতন text লিখে ওপরে ব্যাক বাটনে ক্লিক করুন।

উপরে toast ক্লিক করে নিচে কত সেকেন্ড দিবেন ওটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন।

তারপর উপরে কোলন বাটনে ক্লিক করুন।

তারপর ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করুন।

ইনস্টল হয়ে গেলে ওপেন করুন দেখুন ওই নামটি শো করতেছে।


সকল প্রকার প্রিমিয়াম এপপ্স, প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়ার জন্য নিচের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন।


যোগাযোগঃ


23 thoughts on "শিখে নিন কিভাবে যে কোন অ্যাপস বা গেমস ওপেন করলে আপনার নাম আসবে। তিনটা নিয়ম দেখানো হলো।"

  1. Dalim CN Contributor says:
    Good post
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Tushar Ahmed Author says:
    প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম!
    যদি অ্যাপ ক্লোনার’এর মেথড’টা প্রথমে দিতেন তাহলে আর সবটুকু পড়তাম না। ??
    ধন্যবাদ সবুর ভাই। ❤️
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      ধন্যবাদ জানি এই জন্য লাস্টে দিছি।
  3. RIXBOYRINKU Contributor says:
    খুব ভালো লাগলো ভাইয়া??
    ধন্যবাদ ভাইয়া আপনাকে ??
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  4. PTX Master Contributor says:
    Aigula pri sokolei jane.. jai hok, good post
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      আজ গালি দিবেন না
  5. Abubokor Rio Contributor says:
    Great Post Legend?
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  6. RIXBOYRINKU Contributor says:
    আচ্ছা ভাইয়া আমি যদি lmc ক্যামেরা অ্যাপ টা করি তাইলে কি কোনো সমস্যা???
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      জানা মতে সব আপসে হবে
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  7. RIXBOYRINKU Contributor says:
    ভাইয়া অ্যাপ ক্লোনার অ্যাপ টা ওপেন হচ্ছে না ?
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      Google theke onno veraion download kore use koren
    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  8. Rifataslam Contributor says:
    ভাই সব বুঝলাম কিন্তু mod এপ্স গুলোর মধ্যে অনেক অনেক থাকে ওগুলো রিমুভ করবো কিভাবে এ নিয়ে একটা পোস্ট করেন। আর ভালো লাগে না ?
  9. Mohammad Rakib Hasan Author says:
    আপনার পোস্টে কমেন্ট করার জন্য কয়েক মাস পরে একাউন্টে লগইন করলাম।

    পোস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা পড়লাম, আসলেই এটা লেজেন্ডারি পোষ্ট ছিল।
    প্রথম উপায়টাকে খুব ঝামেলা পূর্ণ মনে হলো। দ্বিতীয় উপায়টা মনে হয় ঠিক আছে। আর “এপিকে ক্লোনার” অ্যাপ্লিকেশন টা প্রায় সময়’ই ক্রাশ করে।

    1. Md Abdus Sabur Legend Author Post Creator says:
      New ar akta post dichi ota dekhen
  10. Ronju370 Contributor says:
    রুট ডিভাইসের জন্য আডভান্স কিছু নিয়ে আসেন ভাই

Leave a Reply