আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভালই আছেন।

আজকে আলোাচনা করবো কিভাবে কোন প্রকার এপ্স ছাড়াই  ওয়েবসাইটের মাধ্যেমে যেকোন ঝাপসা ছবি ক্লিয়ার করবেন।

তো চলুন শুরু করা যাক।

যে কোন ব্রাউজারে গিয়ে প্রথমে নিচের লিংকে ক্লিক করুন Replicate Website

তারপর নিচের ছবির মতোন এই ছবিতে ক্লিক করুন

তারপর tencentarc/gfpgan এই লেখাতে ক্লিক করুন

তারপর Drop A File or Click to select এ ক্লিক করুন

তারপর Files এ ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করে দিন

ছবি সিলেক্ট করার পর Submite ক্লিক করে দিন

দেখুন আগের পিক থেকে অনেক ক্লিয়ার ও স্পষ্ট হয়ে গেছে ।

এখন আপনি  এই ছবিটি ডাউনলোড করতে চাইলে Download এ ক্লিক করুন

তারপর এই রকম আসলে ছবিতে 5সেকেন্ডের মতোন ক্লিক করে ধরে রাখুন

তারপর Download Image এ ক্লিক করুন ।

ছবিগুলো একদম ফুল এইচডিতে সেভ হবে।

 

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে

ফেসবুকে আমি

টেলিগ্রামে আমি

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন ।ধন্যবাদ

আল্লাহ হাফেজ।

3 thoughts on "কোন প্রকার এপ্স ছাড়াই যেকোন ব্লার ছবি ক্লিয়ার করুন Repilcate Website এর মাধ্যেমে।"

  1. Jahid Hassan Rinkq Contributor says:
    Khub Valo laglo vaia ? thanks
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Welcome
  2. Munjurul Contributor says:
    update ase naki

Leave a Reply