আশা করি সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি।

আশা করি,টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব।

বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে,আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার মুখে পড়ি যেখানেই জন্ম নিবন্ধন ছাড়া কোন কাজই হয় না। সরকারি ,বেসরকারি বিভিন্ন কাজে আমাদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই তাদের জন্ম নিবন্ধন হাতে পায়নি। যার ফলে তাদের বিভিন্ন কাজ আটকে রয়েছে। যেমন: অনেকেরই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করার জন্য জন্ম নিবন্ধন দরকার, আবার অনেকেরই বিভিন্ন কোম্পানিতে চাকরি করার জন্য জন্ম নিবন্ধন দরকার, এছাড়াও আরো বিভিন্ন অনলাইন কোম্পানি অথবা ওয়েবসাইটে আপনাকে জন্ম নিবন্ধন আপলোড দিতে বলা হয়। আমরা জানি,বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের জন্ম নিবন্ধন এর তথ্য দিতে হয়, কিন্তু সে জন্ম নিবন্ধন অনলাইনে নিবন্ধন করা থাকতে হয়।

তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে Fake জন্ম নিবন্ধন তৈরি করবেন তাও আবার নিজের মোবাইলেই। আমাদের আজকের এই জন্ম নিবন্ধন টি কোন সরকারি অথবা বড় ধরনের কোন প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে না।শুধুমাত্র ছোটখাট কোন কোম্পানি অথবা নিজে বন্ধুদের সাথে মজা করার জন্য এই জন্ম নিবন্ধনটি আপনি ব্যবহার করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক:
Fake জন্ম নিবন্ধন তৈরি করতে আমাদের যা যা লাগবে:
১. PixelLab অ্যাপস।
২. জন্ম নিবন্ধন. plp
৩. আপনার ইউনিয়নের সীল ও স্বাক্ষর।(আপনার ইউনিয়নের সিল ও স্বাক্ষর সংগ্রহের জন্য অন্য একটি জন্ম নিবন্ধনের স্বাক্ষরিত অংশটুকু স্ক্যান অথবা ফটো তুলে Remove.bg সাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন।)

==> এবার আসি মূল কাজে।
প্রথমে Pixellab অ্যাপ এ প্রবেশ করুন।

নিচের দেখানো 3 ডট মেনুতে ক্লিক করুন।

এবার open .plp file এ ক্লিক করুন।

তারপর ওপরে .plp লেখার উপর ক্লিক করুন।

এবার আপনার ডাউনলোড করা plp ফাইলটি সিলেক্ট করুন।

এখন OPEN AND ADD এ ক্লিক করুন।

এবার দেখুন সম্পূর্ণ জন্ম নিবন্ধনটি Show করবে। এখান থেকে উপরে দেখানো জায়গায় ক্লিক করুন।

এখন আপনি plp ফাইলের লেয়ার গুলি দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন স্ক্রল করে সেটা বের করুন।

আমি আপনাদের নাম পরিবর্তন করে দেখাবো। নিচের মত নাম যেখানে আছে সেই লেয়ার এর উপর ক্লিক করুন।

এবার নামের লেয়ারের নিচের দেখানো Edit বাটনে ক্লিক করুন।

তারপর আবার নিচের মত Edit বাটনে ক্লিক করুন।

এবার নাম পরিবর্তন করে নিচে দেখানো OK বাটনে ক্লিক করুন। দেখুন নাম পরিবর্তন হয়ে গেছে।এভাবে আপনি যতগুলা লেয়ার আছে সবগুলার তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনার প্রয়োজন মত তথ্য দিয়ে সবগুলা পূরণ করুন।

এবার আসি Singnature এবং সিল পরিবর্তনের পালায়। Signature এবং সিল পরিবর্তনের জন্য আমাদের আগের সিগনেচার এবং সিলের লেয়ার টি ডিলিট করে দিন।

এবার নিচের মতো প্লাস (+) বাটনে ক্লিক করুন।

তারপর from gallary তে ক্লিক করুন।

এবার Remove.bg থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সিগনেচার ফাইলটি মেমোরি থেকে সিলেক্ট করুন।

এবার নিচের মতো টিক(✓) চিহ্নতে ক্লিক করুন।

এবার সিগনেচার ফাইলটি সঠিক জায়গায় বসিয়ে নিন।
তারপর উপরে দেখানো Save বাটনে ক্লিক করুন।

এবার Save as image এ ক্লিক করুন।

সবশেষে SAVE TO GALLARY তে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

আশাকরি সবাই বুঝতে পারছেন। তবুও কেউ না বুঝলে কমেন্ট জানাবেন। কেউ বাজে মন্তব্য করবেন না।

[ বিঃদ্রঃ এই ফাইলটি আমার নিজের ডিজাইন করা। তাই ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই জন্ম নিবন্ধন টি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না।]

25 thoughts on "এবার ঘরে বসেই বানিয়ে ফেলুন নতুন ফরমেটের Fake জন্ম নিবন্ধন। তাও আবার Offline এই। [PLP file]"

  1. Mukhlesur Rahman Author says:
    অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করেছেন।☺️
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks ?
  2. M. M. Anik Contributor says:
    সত্যিই অসাধারণ পোস্ট। ধন্যবাদ
    1. Alimul Islam Author Post Creator says:
      আপনাকেও অসংখ্য ধন্যবাদ।??
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks bro??
  3. Jahid Hassan Rinkq Contributor says:
    ভাইয়া ডেথ সার্টিফিকেট plp ফাইল দিন প্লিজ
    1. Alimul Islam Author Post Creator says:
      Death certificate create kore post korbo insallah
  4. Jahid Hassan Rinkq Contributor says:
    অসাধারণ একটি পোস্ট করেছেন ভাইয়া ??
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks vaiya ??
  5. Jahid Hassan Rinkq Contributor says:
    আচ্ছা ভাইয়া plp ফাইল কি ফোন দিয়ে তৈরি করা যাবে??
    1. Alimul Islam Author Post Creator says:
      জি ভাইয়া, ফোন দিয়ে তৈরি করা যাবে। Pixellab অ্যাপ দিয়ে।
  6. Random Contributor says:
    মানসম্মত পোস্ট ?
    1. Alimul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ??
  7. lemon rakib16 Contributor says:
    Smart nid plp lagbe
    1. Alimul Islam Author Post Creator says:
      Make kore post korbo insallah ??
  8. Tech Tanvir Contributor says:
    অসাধারণ
    1. Alimul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ??
  9. tanvir4200 Contributor says:
    ফাইল তো ওপেন হয় নাহ, যেই ফোল্ডারে plp ফাইল টা রাখছি সেখানে গেলে ফাইল শো করে নাহ।
    1. Alimul Islam Author Post Creator says:
      Pixellab app theke try korun….na bujhle Facebook e message din…
  10. Pronab.bd Contributor says:
    Brother thanks
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks ?
  11. msayem440 Contributor says:
    Bai,, English e jonno format ta koi pabo,, English important
  12. Ariyan Alex Joy Contributor says:
    YouTube tutorial hole aro balo hoto. thanks
  13. SAJIM BOSS Contributor says:
    ভাইয়া ইংলিশ জন্ম নিবন্ধন PLP টা দিলে ভালো হতো

Leave a Reply