আশা করি সবাই ভাল আছেন ,আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছি।

অনেকদিন পর লিখতে আসলাম। নিয়মিত লেখার ইচ্ছা হয়। কিন্তু বিভিন্ন কারণে ব্যস্ত থাকার ফলে লেখা হয়ে ওঠে না। বর্তমানে আমার পরীক্ষা চলতেছে। তারপরও আপনাদের ভালবাসায় লিখতে আসলাম। আশা করি সবার ভালো লাগবে।

বর্তমান বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। আর যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা অবশ্যই কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত আছেন। যেমন Facebook, Twitter, LinkedIn, Instagram ইত্যাদি।

এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকার জন্য আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং আমরা সকলেই চাই সেই একাউন্টের প্রোফাইলে আমাদের সুন্দর একটি ছবি থাকুক। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনাকে নাম এবং ছবির মাধ্যমে সকলেই চিনতে পারেন। তাহলে আমরা অবশ্যই চাইবো আমাদের Profile Picture টি একটু ইউনিক এবং প্রফেশনাল টাইপের হোক।

তাই আপনাদের কথা বিবেচনায়,আজকে আমি আপনাদের
শিখাবো“কিভাবে মাত্র এক ক্লিকেই 50+ প্রফেশনাল ডিজাইনের প্রোফাইল পিকচার তৈরি করবেন, তাও আবার কোন অ্যাপস ছাড়াই?” পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভালোভাবে পড়ুন। আশা করি সবাই বুঝবেন। কেউ বাজে মন্তব্য করবেন না। কোন ভুল থাকলে কমেন্টে জানাবেন।

Professional ডিজাইনের প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আমাদের একটি সাইটে যেতে হবে। তো আগে দেখে নেই সাইটটিতে আমরা কি কি সুবিধা পাব।

সাইটটির বৈশিষ্ট্য সমূহ:


❖ এটি সম্পূর্ণ AI দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইট।
❖ ওয়েবসাইটটি শুধুমাত্র প্রোফেশনাল টাইপের প্রোফাইল পিকচার তৈরি করার জন্যই তৈরি হয়েছে।
❖ কোনরকম ঝামেলা ছাড়াই এক ক্লিকেই Photo আপলোড দেওয়া যায়।
❖ এক ছবি একবার Upload দিয়েই 50+ ডিজাইন এর Profile Picture টেমপ্লেট দেখতে পারব।

❖ Upload করা ছবি নিজের ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবো।
❖ ছবির Background অটোমেটিক Remove হবে।
❖ তৈরিকৃত প্রোফাইল পিকচারটি হাই রেজুলেশন (HD Quality) তে ডাউনলোড করতে পারব।

এবার নিচের সাইটটিতে ক্লিক করুন।

PFP maker

তারপর Upload বাটনে ক্লিক করুন।

যে ছবি দিয়ে Profile Picture বানাতে চান সেটা সিলেক্ট করুন।

নিচের মত Generating Profile Pics… লেখা আসবে। একটু অপেক্ষা করুন।

এবার দেখেন ম্যাজিক। I am তো অবাক। এত কম সময়ে আর কম পরিশ্রমে এতগুলো প্রোফেশনাল টাইপের প্রোফাইল পিকচার বানিয়ে ফেললাম।

দেখুন কত চমৎকার সব Design।

ছবিকে কাস্টোমাইজ করতে চাইলে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন। আর নিজের মত করে কাস্টোমাইজ করে নিন।আপনি চাইলে Background এর কালার সিলেক্ট করে দিতে পারবেন।

অনেক দেখছেন ভাই। এবার Download করে নিন। নইতো হারিয়ে গেলে আর ফিরে পাবেন না।??

যে ছবিটি আপনি ডাউনলোড করতে চান সেটার উপর একটা ক্লিক করেন। দেখুন এরকম প্রিভিউ আসবে।

এবার এই Download বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

এবার নিশ্চিন্তে আপলোড করুন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সর্বোচ্চ Like, Comment পেয়ে বন্ধুদের তাক লাগিয়ে দিন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন।

আমার আগের পোস্ট:
নতুন কারিকুলাম-২০২৩ এর ৭ম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট নিয়ে নিন একদম ফ্রিতে [ Word+PDF editable]

ফ্রিতেই নিয়ে নিন নতুন কারিকুলাম-২০২৩ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট। [ Word+PDF]

4 thoughts on "Facebook, Twitter, Instagram এর জন্য মাত্র এক ক্লিকেই বানিয়ে নিন 50+ প্রোফেশনাল ডিজাইনের Profile Picture. তাও আবার কোন App ছাড়াই।"

  1. sojib204 Contributor says:
    good post
    1. Alimul Islam Author Post Creator says:
      Thanks
  2. Hs Habib Khan Contributor says:
    Onek sundhor vai
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ কিছুদিন ধরেই এমন কিছু লিখার ইচ্ছে ছিল

Leave a Reply