আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো অসাধারণ একটি ওয়েবসাইট সম্পর্কে যেখান থেকে আপনি ভিডিও ইডিট করার জন্য ভিডিও ওভারলে,সাউন্ড ইফেক্টস,ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিডিও এফ এক্স,ভিডিও টেম্পলেট, ভি এফ এক্স,পিকচার ডাউনলোড করতে পারবেন।যা একদম কপিরাইট মুক্ত।
আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি আর এইসব ভিডিও এডিট করতে আমাদের অনেক সময় ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য ভিডিও ইফেক্টস সহ মিউজিকের প্রয়োজন হয়।আর এই মিউজিক/ইফেক্ট গুলি আবার কপিরাইট হওয়ার কারনে ব্যাবহার করতে পারিনা।
তাই তাদের এই কপিরাইট জনিতো সমস্যার সমাধানের জন্য আজকে আমার এই পোষ্ট।আশা করি আপনাদের বিন্দু মাত্র হলেও উপকারে আসবে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ইফেক্ট ও সাউন্ড ট্রাক গুলো ডাউনলোড করবেন।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Videovo.net – Pixabay.com
ওয়েবসাইটে প্রবেশ করার পর start to free now তে ক্লিক করুন
এরপর আপনাকে এই ওয়েবসাইটে লগিন করতে হবে।আপনি চাইলে গুগুল আইডি বা ফেসবুক আইডি দিয়ে লগিন করতে পারবেন
এরপর উপরের ডানপাশে কর্নারে ৩ডটে ক্লিক করুন
এখানে আমাদের প্রয়োজন মতো ইফেক্টস গুলো ক্যাটাগরি অনুসারে সাজানো হয়েছে। তাই আমাদের যে ইফেক্ট গুলো প্রয়োজন আমরা ঐ ক্যাটাগরিতে ক্লিক করবো।
তো প্রথমে রয়েছে Templates.
ভিডিও ইডিটের জন্য আমাদের টেম্পলেট ভিডিও ব্যাবহার করতে হয়।
তাই আমরা প্রথমে Template আইকনে ক্লিক করলাম
এরপর আমরা কোন সফটওয়্যার বা কোন কোয়ালিটি অনুযায়ী টেম্পলেট ডাউনলোড করবো ঐ কোয়ালিটিতে ক্লিক করবো।আমি Adobe After Effect এ ক্লিক করলাম
দেখুন অনেকগুলো টেম্পলেট এইখানে দেখাচ্ছে।
টেম্পলেটটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করলেই অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে যাবে।
দ্বিতীয়তে রয়েছে Presets.
ভিডিও কালারফুল বা ওভারলি ব্যাবহার করার জন্য প্রিসেট ব্যাবহার করা হয়।
প্রথমে Preset এ ক্লিক করুন
এরপর আপনি কোন কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করবেন তা এইখানে বলা হবে আমি Adobe after effect এ ক্লিক করলাম
দেখুন অনেকগুলো Presets এইখানে রয়েছে।Presets গুলো ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করুন।দেখবেন অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে যাবে
তৃতীয়তে রয়েছে Audio.
ভিডিও এডিট করতে ও ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য সবাই ভিডিওতে বিভিন্ন সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করে থাকে।অডিও ক্লিপ ছাড়া বা ইফেক্টস ছাড়া মনে হয় ভিডিওটি একেবারে মৃত
তাই ভিডিও এডিট করার জন্য সবচেয়ে মিউজিক ও সাউন্ড ইফেক্ট এ বেশি গুরুত্ব দেওয়া হয়।
তো কি কি আছে এই অডিওতে চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে Audio আইকনে ক্লিক করুন
এরপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক চান তাহলে Royalty Free Music এ ক্লিক করুন।আর যদি সাউন্ড ইফেক্ট চান তাহলে Sound Effect এ ক্লিক করুন।
আমি Sound Effect এ ক্লিক করলাম
দেখুন অনেকগুলো সাউন্ড ইফেক্টস দেখাচ্ছে আপনারা এইখান থেকে সাউন্ড ইফেক্ট/ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো প্লে করে ডাউনলোড করতে পারবেন।
আর এই মিউজিক গুলো একদম কপিরাইট মুক্ত।
চতুর্থতে রয়েছে ভিডিও ক্যাটাগরি
আপনারা এই ক্যাটাগরিতে ভিডিও ভি এফ এক্স,ভিডিও ইফেক্ট, ভিডিও Overly, Motion Graphics, Footage ভিডিও ডাউনলোড করতে পারবেন।
তো প্রথমে Videoতে ক্লিক করুন
এরপর আপনার চাহিদামতো Footage বা Motion Graphics এ ক্লিক করুন।
দেখুন অনেকগুলো ভিডিও ইফেক্টস দেখাচ্ছে।আপনারা আপনার পচ্ছন্দ অনুযায়ী ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
পঞ্চম ক্যাটাগরিতে রয়েছে Images.
এই ক্যাটাগরিতে আপনি অনেকগুলো পিকচার ইমেজ ডাউনলোড করতে পারবেন । তো প্রথমে Images এ ক্লিক করুন
এরপর Graphic বা Photos তে ক্লিক করুন।
আমি Graphics এ ক্লিক করলাম।
দেখুন গ্রাফিক্স এর ইমেজ গুলো এইখানে দেখাচ্ছে।আপনারা আপনাদের পচ্ছন্দ অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন।
তা ছাড়া আরো অন্যান্য ক্যাটাগরি থেকে আপনারা বিভিন্ন টুলসের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করবেন।
এই গুলার বিশেষ ধারণা নিতে পারবেন।যা ঐ ক্যাটাগরিতে টিউটিরিয়াল ভাবে দেওয়া হয়েছে।
Motionarry ওয়েবসাইটে অটোমেটিক ডাউনলোড না হলে অন্যান্য ওয়েবসাইট গুলো ট্রাই করে দেখবেন।
কপিরাইট মুক্ত মিউজিক, ইমেজ,ভিডিও,সাউন্ড ইফেক্ট ব্যাবহার করার জন্য আমার কাছে এই ওয়েবসাইটটি আমার কাছে সেরা মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
3 thoughts on "কপিরাইট মুক্ত মিউজিক, ভিডিও, ইমেজ ডাউনলোড করুন অসাধারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে(Download copyright free music, videos, images from an motionarry website)"