হাতে তেমন সময় নাই তাই স্ক্রিনশট সহ দিতে পারলাম না। তবে আশা করি ভাল ভাবে বুঝাতে পারব।
এতেও যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুক এ ইনবক্স করিয়েন।
কথা বাড়াব না।
স্টেপ গুলো অনুসরণ করেন
১. এখানে যান প্রথমে।
২. তারপর কিছু বক্স দেখতে পারবেন
Name: আপনার নাম
password: আপনার পাসওয়ার্ড
Your site link: আপনার সাইট এর লিনক(http:// বাদে)
Fan page : আপনার ফেসবুক ফ্যান পেজের লিনক
Tag site : আপনার সাইট এর ডোমেন টা যেভাবে লেখেন

MP3 Art url: আপনার সাইটের জন্য একটা পিক এর লিনক

৩. এই স্টেপ টা অনেকে বুঝেনা।
সবার শেষে যে বক্স টার উপরে লেখা আছে
Token : Get Token
Get Token এ ক্লিক করুন
তারপর আপনার সাইট লিনক টা দিয়ে সাবমিট দিন।
ওইখান থেকে আপনাকে একটা টোকেন কোড দিবে।

৪. টোকেন টি কপি করে আগের পেইজ এ ফিরে আসুন এবং শেষের বক্স টা তে পেস্ট করে Get Your code বাটন এ ক্লিক করুন।
৫.এবার আপননাকে দেখাবে Registration Success
তার নিচে দেখুন কিভাবে কি করতে হবে কোন কোড কোথায় বসাতে হবে তা লেখা আছে।

তবুও আমি বলে দেই।

১।. আপনার সাইট এ গিয়ে প্রথমে দুইটা পেইজ খুলুন
তারপর পেইজ গুলোর ভিতরে গিয়ে Change Title এ
২ বক্স এ লিখুন একটি পেইজ এ cat এবং অন্য পেইজ এ search

২.তারপর Edit site>Global setting>Head tag Meta style এ গিয়ে ১ম বক্স থেকে পাওয়া কোড টি সাবমিট করুন।

৩. তারপর ২ য় বক্সের কোডটি আপনার সাইটের হোম পেইজে Edit site>wml/xhtml Code এ গিয়ে পেস্ট করে সাবমিট দিন

৪. আপনার বানানো Cat পেইজ এ গিয়ে ৩য় বক্সের কোডটি wml/xhtml বক্সে পেস্ট করুন

৫. এবার আপনার বানান Search পেইজ এ গিয়ে আগের নিয়মে ৪র্থ বক্সের কোড টি পেস্ট করে সাবমিট দিন
ব্যাস হয়ে গেলো আপনার Wapka অটো আপলোড সাইট

আপনার ইচ্ছেমত Heder & Footer ডিজাইন করে নিন

7 thoughts on "এবার আপনার Wapka সাইটেই বানিয়ে ফেলুন অটো আপলোড ডাউনলোড সাইট"

  1. Ft Farhad Subscriber says:
    হুম। দারুন পোস্ট।
  2. Mahmudul Hasan Naeem Contributor Post Creator says:
    ধন্যবাদ
  3. anisanik Contributor says:
    ধন্যবাদ
  4. Awal Molla Contributor says:
    Canch taitle paina
  5. rjsoton Contributor says:
    Ami parci na. Amake 1ta baniye diben plz

Leave a Reply