আশা করি সবাই ভালো আছেন । আমি এবার ঠিক করেছি আপনাদের প্রত্যেককে সাইট ডিজাইনিং শেখাবো । একে একে সব পোষ্ট করব । একটা মিস করলেই আপনার লস । এটা প্রথম পোষ্ট । এই পোষ্টে আপনাদের শেখাবো Wapka এর table কোড । এই কোডে তিনটি অংশ 1. table 2. tr 3. td কোডটি হয় এরকম

</p><br />
<table width="100%"><br />
<tr><br />
<td>any content</td><br />
<td>content 2</td><br />
</tr><br />
<tr><br />
<td>content 3</td><br />
<td> content4</td><br />
</tr><br />
</table><br />
<p>
[br] part-1: table > কোডটিতে তিনটি অংশ টেবল টিআর টিডি তিন টাই গুরুত্ব পুর্ণ । টেবল কোডটা ব্যাবহার করা হয় এই সব কিছুকে একটা বক্সে রাখার জন্য । অর্থাৎ টেবল কোড এগুলোকে একটা সীমার মধ্যে রাখে । [br] part-2: tr > টিআর কোডটা ব্যবহার করা হয় কন্টেন্ট গুলোকে এক লাইনে রাখার জন্য । আপনি যখনই এইরকম

টি আর এর End tag

ব্যবহার করবেন তখন ওই লাইন শেষ হবে । তার পর আবার

head tag ব্যবহার করলে নতুন লাইন শুরু হবে । [br] part-3: td > টেবল কোডে টিডি কে ব্যবহার করা হয় আপনার কন্টেন্ট গুলো রাখার জন্য । টিডিতে আপনি লিঙ্ক টেক্স্ট পটো এড করতে পারেন ।[br] কিন্ত টেবল কোডে পরিপুণতা পেতে আপনাকে তিনটি অংশই ঠিক মত ব্যবহার করতে হবে । আপনি চাইলে আপনার টেবলকে রঙিন করে তুলতে বিভিন Div style, class ব্যবহার করতে পারেন । যেমন-
</p><br />
<table><br />
<tr><br />
<td><br />
<div class="clip"> Hi</div><br />
</td><br />
<td><br />
<div class="header">Everybody</div><br />
</td><br />
</table><br /> <p>

Leave a Reply