আজ থেকে শুরু করলাম Html এর সম্পূন একটি ধারাবাহিক টিউন।।।।।।
এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে
H yper T ext M arkup L anguage.
এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি
সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন
তারপর জাভাস্ক্রিপ্টের পালা,
জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে
পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট তৈরী করতে পারবেন।

যে জিনিস লাগবে এইচটিএমএল শিখতে (অর্থ্যাৎ এইচটিএমএল কোড কোথায় লিখবেন)
নোটপ্যাড।

Notepad open করে তৈরী হোন। যেহেতু নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন পরে অন্য কোন এডভান্সড এডিটরে সুইচ করবেন যেমন Netbeans বা Dreamweaver. আর যদি ড্রিমওয়েভার এ কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাহলে এখনই শুরু করতে পারেন। উইন্ডোজে বাই ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম “Notepad++” এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন। এই যে
ডাউনলোড লিংক
এইচটিএমএল শিখতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকার-
এইচটিএমএল এলিমেন্ট (Element)
এইচটিএমএল ট্যাগ (Tag)
এইচটিএমএল অ্যাট্রিবিউট (Attribute)
এ শব্দগুলি সবসময় আসবে এবং এগুলির পরিষ্কার ধারনা থাকতে হবে।
HTML, XHTML এবং HTML5
HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। এইচটিএমএল ৫ এ এক্সএইচটিএমএল সকল নিয়ম অনুসরন করা হয়। কাজেই HTML 5 শিখলেই আগের ভার্সনগুলি অটোমেটিক শেখা হয়ে যাবে। তাই আমরাও ঐভাবে টিউটোরিয়ালগুলি দেব।
* W3C নামের এই সংস্থাটি HTML তৈরী এবং ম্যানেজমেন্ট করে।
* HTML 5 মুলত HTML ই তবে এখানে নতুন নতুন অনেক ট্যাগ এবং নিয়ম যুক্ত হয়েছে যেগুলির বর্ননা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলিতে প্রয়োজন অনুসারে দিয়ে দেব।

আমার সাইট লিংক ছাড়া যদি কার সাইটে এই পোষ্ট দেখি তাকে সেই রকম অপমান করব।

আমি প্রথম যেখানে শেয়ার করেছি এইচটিএমএল টিউটোরিয়াল

3 thoughts on "এইচটিএমএল টিউটোরিয়াল – ভূমিকা। পর্বঃ ০১"

  1. Jamal Uddin Author says:
    Bhai eita to webcoachbd.com theke copy kora, Same to same. Nije kicu edit kore extra dite parten tahole bhalo hoto,
  2. Mamun Al abdullah Contributor says:
    ভাই এইটা কি পিসির জন্য
  3. JH Tushar Contributor says:
    Trickbd akta chor

Leave a Reply