আমাদের সবার কমবেশী ওয়েব সাইট বা ব্লগসাইট আছে। আমাদের লক্ষ্য অনুযায়ী তেমনকোন ভিজিটর পাই না। এর কারণ একটাইআপনার সাইট সার্চ ইঞ্জনে সাবমিট বাপরিচয় করিয়ে না দেয়া। যদি আপনার সাইটসার্চ ইঞ্জিনে সাবমিট করা থাকেতাহলে হাজার হাজার ভিজিটর আনা সম্ভবআপনার সাইটে। তাই আমি আপনাদরকে এমনএকটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দেবযেখানে আপনি খুব ফ্রি এবং সহজে আপনারসাইটে ভিবিন্ন সার্চ ইঞ্জনে সাবমিট করেহাজার হাজার ভিজিটর আপনার সাইটেনিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করি।সার্চ ইঞ্জিন কি?সার্চ ইঞ্জিনকে তথ্য খোঁজার যন্ত্র বলতেপারেন। আপনার আম সম্পর্কে জানার দরকারবাংলাতে এবং ইংরেজিতে। আপনিকোন সার্চ ইঞ্জিনে গিয়ে Mango লিখেসার্চ করলে আম সম্পর্কে তথ্য এনে দেবে।সেখান থেকে আপনি আম সম্পর্কে জানতেপারবেন। আবার যদি বাংলাতে জানারদরকার হয় তাহলে “আম” লিখে সার্চ করলেআম সম্পর্কে তথ্য পাবেন। আবার ধরুন আপনারআমের ছবি দরকার। ঠিক একইভাবে ImageSearch এ গিয়ে আপনি একইভাবে আমেরহরেক রকম ছবি পেতে পারেন। এভাবেসার্চ ইঞ্জিন থেকে আমরা উপকৃত হয়েথাকি।সার্চ ইঞ্জিন আমার সাইট কিভাবে খুঁজেপায়?প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের একটি করেপ্রোগ্রাম আছে। যেটি সব ওয়েবসাইটেভিজিট করে সংরক্ষণ করতে থাকে তারডাটাবেজে। এই প্রোগ্রামকে বলে “বট”“BOT” বা রোবট। এই ডাটাবেজ থেকেই সার্চফলাফল দেখায়। এই বটগুলো আপনার সাইটেরকিওয়ার্ড ও কনটেন্ট এর উপর ভিত্তি করেতাদের ডাটাবেজে অর্ন্তভুক্ত করে। এজন্যসঠিক কি-ওয়ার্ড ব্যবহার করা উচিত। এসম্পর্কে আগের টিউনে বলেছি।বট কে আমার সাইট চিনিয়ে দিবকিভাবে?আপনার সাইট যদি সার্চ ইঞ্জিনের সার্চরেজাল্টে দেখাতে চান তাহলে অবশ্যইআপনাকে আপনার সাইটটি বট দিয়ে ভিজিটকরাতে হবে বা সার্চ ইঞ্জিনে সাইটটিসাবমিট করতে হবে। link↓

খো‌নে স্লিক করুন

/এক ক্লিকেপ্রায় ২০০ Search Engine এ Submit হবে। ক্লিককরার পর দেখবেন নতুন একটা সাইট ওপেনহয়েছে। সেখানে আপনি আপনার সাইটলিঙ্ক এবং ইমেইল এড্রেস দিন। সর্বশেষেসবগুলো সাইট এ ক্লিক মানে টিক চিহ্নদিয়ে সাবমিট করুন। দেখবেন সাবমিট হয়েযাবে।আপনার সাইটে ভিজিটর আসা শুরু করবে।আপনার সাইটকে পপুলার করার জন্য এর চেয়েভালো সুবিধা আমার কা‌ছে আর নাই।

এ রকম আরও টিপস পে‌তে আমার সাইট থে‌কে একবার ঘু‌রে আস‌বেন সৌজন্য আমার সাইট।

4 thoughts on "সম্পূর্ণ ফ্রি আর সব চাই‌তে সহজ উপা‌য়ে আপনার সাইটকে 200 Search Engine এ সাবমিট করুন। By Shakil !!"

  1. Shiblul Bari Contributor says:
    andoroid phona back camara ek satha 2 bar kmna open korbo. pls help meeeeeeeeee
    jamon hedan camara open kora rakse. eke satha main camara open kora video korbo.
  2. Shohagh Subscriber says:
    ভালো।।
  3. Alrt For all! Contributor says:
    Please help koren.ami seo korte partace na.help koren.
  4. Naeem TaLuKdEr Contributor says:
    atay kaj hoy na.

Leave a Reply