আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে! আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালোই আছি। এবারে কাজের কথায় আসি?

আজকে আমি খুব সুন্দর একটি ওয়াপকা কোড শেয়ার করতে যাচ্ছি। যার নাম দেওয়া হয়েছে এডভান্স ওয়াপকা কাস্টম টপিক মেকার। এটি টেক্সট থেকে প্রথম Img বিবিকোড এর লিংক নিয়ে অটো থাম্বনেইল (Auto Thumbnail) সিস্টেম করে এবং এখানে ইউজার রা, বা Author গন, নিজেদের ফিলিংস শেয়ার করতে পারবেন। দেখুন আর চেষ্টা করুন?

কিছু ডেমো এবং ফিউচার দেখে নেই তাহলেঃ

ফিউচারঃ
১. সিলেক্ট ক্যাটাগরি সিস্টেম।

২. কমপক্ষে ২০০ শব্দের টেক্সট যেনো লিখতে হয়, সেই ফিল্টার! ২০০ শব্দের কম হলে পোস্ট পাবলিস হবে না!

৩. টেক্সট এর মাঝে কমপক্ষে একটি IMG BBCode দিতে হবে, যা অটোমেটিক ভাবে Thumbnail হয়ে যাবে। এর বিপরীত হলে পোস্ট পাবলিস হবে না!

৪. রোবট পরিহ্মা, অংক সমাধানের মাধ্যমে।

আরো অনেক ফিউচার আছে, যেমন কিছু চিহ্নিত শব্দ ব্লক করা আছে, আপনারা প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আরো অনেক ফিউচার আছে। ব্যবহার করলেই বুঝতে পারবেন। এবার চলুন, কোড গুলো দেখে নেই?

এখানে আমি কোড গুলোর স্ক্রিনশট শেয়ার করলাম। কেননা ট্রিকবিডিতে কোড শেয়ার করলে পরে সেটি ব্যবহারে ইরোর (Error) দেখায়। আমি নিজেও এই সমস্যা অনেক বার পরেছি, তাই আশাকরি এডমিন ভাই এই সমস্যাটির সমাধান বের করবেন?

  • Let’s Do This, চলুন শুরু করি তাহলে?
  • ১. প্রথমে একটি সিম্পল ফোরাম তৈরি করুন এবং এর ফোরাম আইডি নাম্বার মনে রাখুন, বা কোথাও নোট করুন?

    ২. তারপর একটি নতুন পেইজ তৈরি করুন, নাম দিন (Create New Post) এবং সেখানে নিচের কোডটি পাস্ট করুন?




    ৩. তারপর ফোরাম আইডি পরিবর্তন করুন এবং ক্যাটাগরি আইডি পরিবর্তন করুন?

    ৪. তারপর নিচের স্ক্রিপটি পাস্ট করুন!


    ৫. সর্বশেষে এই Css কোডটি পাস্ট করুন, সৌন্দর্য বৃদ্ধির জন্য।

    ★Great Job! আপনার কাজ শেষ। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ…!!

    এখানে কোড শেয়ার করলে, কাজ করবে না। তাই এখান থেকে কোড কপি করে নিন।

    যদি কোড কপি করতে লগিন চায় তাহলে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিন trickbdcheek

    ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আসতে পারেন?

    সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

    4 thoughts on "ওয়াপকা ইউজারদের জন্য কাস্টম টপিক মেকার, সাথে আছে অটো ফিউচার ইমেজ ও সিলেক্ট ফোরাম ক্যাটাগরি সিস্টেমের সুবিধা!"

    1. Jewel Shikder Jony Author says:
      এই কোডটির প্রয়োজন ছিলো, ধন্যবাদ।
      (Welcome to Author)
      1. jahidshk Author Post Creator says:
        thanks
    2. robishk Contributor says:
      এগিয়ে যান ভাই!
      1. jahidshk Author Post Creator says:
        hmm…

    Leave a Reply