আপনারা কেমন আছেন?।আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন।আর ট্রিকবিডি এর সাথে থাকলে সবাই ভালোই থাকে।তাই আজকে আমি একটি এপ ডাউনলোড সাইট বানানোর টিউটোরিয়াল দিবো।

Let’s Start✌


আজকে শুধু হেডার আর ফুটার এর কাজ করব।আর হ্যা আমি ১০০% বলতে পারি যে আপনি যদি আমার পোস্ট অনুসরণ করেন তাহলে একটি ভালো সুন্দর সাইট বানাতে পারবেন।তাহলে কাজে নেমে যাই।

  • আপনার সাইটের এডমিন মুডে যান।এবং Edite site এ যান
  • এখন আপনি Add autocontent এ যান
  • তার-পর Top Item (header)এ যান।
  • তারপর আবার ইডিট সাইটে যান
  • এবার wml/xhtml code এ যান
  • এবং আমার দেওয়া কোডটি খালি বক্সে পেস্ট করে সাবমিট দেন

  • কোডটি নিতে ক্লিক করেন।আর হ্যা প্রথম বক্সের কোডটি নিবেন।
    ♦আপনার হেডার এর কাজ শেষ।
    ♦এখন আপনার ফুটার এর কাজ করতে হবে।

  • আবার Add autocontent এ যান এবং bottom item (footer) এ যান
  • একটা সদ্য খালি একটা পেইজ দেখবেন,
    তার পর Edite site এ যান
  • এবার wml/xhtml code এ যান
  • এবং আমার দেওয়া কোডটি খালি বক্সে পেস্ট করে সাবমিট দেন

  • কোডটি নিতে ক্লিক করেন।আর হ্যা দ্বিতিয় বক্সের কোডটি নিবেন।
    NB:২টা কোড এ আপনার কিছু চেঞ্জ করতে হবে যা আপনারা পারবেন।
    ——————–✌✌✌✌✌✌——————————–✌—————–
    ব্যাস,
    আপনার Header and footer এর কাজ করে ফেললাম।
    NEXT PART এ হোম পেজ এর কাজ করব।

    নেক্সট পাট কালকে দিবো।
    ভালো থাকুন সুস্থ থাকুন Trickbdএর সাথেই থাকুন।আর হ্যা তখন মন খারাপ হয় যখন কোডটি নিয়ে কমেন্ট না করে চলে যান। প্লিজ একটা কমেন্ট করেন।তাতে লেখকের মনোবল বৃদ্ধি পায়।

    10 thoughts on "আপনি নিজেই বানান একটি সুন্দর একটি এপ ডাউনলোড সাইট ParT – ২"

    1. MD_Tuofiq Contributor says:
      গুড পোস্ট…. ভাই এসব সাইড চালা মানে সময় নষ্ট করা…
    2. Avatar photo $hr@b0n Contributor Post Creator says:
      না ভাইয়া,
      আসলে এড লাগিয়ে আপনি কিছু আয় করতে পারবেন।
      আর হ্যা কমেন্ট করার জন্য ধন্যবাদ
    3. Avatar photo MD Kholil Subscriber says:
      R parle
      kholilbd25.gq
      site baniye dekhan
    4. Avatar photo Riadrox Legend Author says:
      এবার না হয় করছেন, ভবিষ্যতে কারও সাইট থেকে Css চুরি করার আগে জিগাইবেন। Modhax Wapka সাইট থেকে কপি করা তাই স্ক্রিনশটের অংশটি ব্লুর করে দিয়েছেন? আমি আপনাকে নিষেধ করছি না। এইসব চুরিচামারি করে ব্লুর করে দিয়ে, আমার সাইটের ক্রেডিট না দিয়ে ট্রিকবিডিতে পোস্ট করবেন না। কারণ একটাই এই কোডিংগুলো অনেক কষ্টের ফসল।
      1. Avatar photo $hr@b0n Contributor Post Creator says:
        ভাইয়া লাস্ট পুস্টে আপনার এবং আপনার সাইটের ক্রেডিট দিবো।
    5. Avatar photo Biplop Contributor says:
      Demo Den Na Kno Vai. Avaba Post Dela 1 Mas o Ses hoba na
    6. ধন্যবাদ অসাধারণ একটি পোষ্ট উপহার দেবার জন্য ★ ধন্যবাদ ভালো থাকুন থাকুন ট্রিকবিডির সাথে -থাকুন আজানা কে জানার ও জানানোর সাথে*
    7. Avatar photo Md. Alamin Author says:
      ভাই আর কয় টা পোষ্টে শেষ করবেন।
    8. Avatar photo RakibYT Contributor says:
      koi link to on how na

    Leave a Reply