আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই……
অনেকে হয়তো ভাবছেন নিজের নামে ডোমেন নিবেন। কিন্তু নিজের ক্রেডিত কার্ড নেই , এর জন্য হয়তো এখনো ডোমেন নিতে পাচ্ছেন না…
আজ আমি দেখাবো বাংলাদেশী সাইট থেকে কিভাবে নিজের নামে ডোমেন রেজিস্টার করবেন। কোন প্রকার ঝামেলা ছাড়া …
এর জন্য অনেক বাংলাদেশি প্রোভাইডর রয়েছেন
যেমনঃ technobd.com , alpha.net.bd , Hostbangla.com ইত্যাদি । এর মধ্যে technobd.com , alpha.net.bd এদের অনেক ভালো সার্ভিস প্রধান করে।
আমি alpha.net.bd থেকে ডোমেন নিয়েছি । technobd.com থেকে নিতে হলে NID কার্ড এর স্ক্যান কপি লাগবে বা student ID দিয়ে ও নিতে পারবেন ।
যে ভাবে কাজ করেবেন
- প্রথমে আমার দেওয়া ওয়েব সাইটে প্রবেশ করুন alpha.net.bd
- তার পর আপনার নিজের ডোমেন সার্চ করুন
- যদি আপনার সার্চ করা ডোমেন থাকে তা হলে Select দিবেন । তার পর নিচের মত আসবে এবার চেক আউট দিন
- তার পর নিচের মত পেজ আসবে সেখানে অনলাইন প্রেমেন্ট বিকাশ করে দিবেন… তার পর আপনার ইমেল পাসওয়ার্ড , ঠিকানা দিবেন তার পর pay online দিন
এবার নিচের মত পেজ পাবেন আপনার বিকাশ পারসলান account থেকে *২৪৭# ডায়েল করুন । তার পর ৩ নম্বের ওপশন টা সিলেক করুন । তারপর তাদের দেওয়া নাম্বার টা দিয়ে সেন্ড করুন ।। তারপর টাকা পরিমান দিয়ে সেন্ড করুন । তার পর রেফারেস থাকলে তা দিয়ে সেন্ড করুন। তারপর কাউন্টেন নাম্বার দিয়ে সেন্ড করুন । এবার আপনার পিন টি দিয়ে লেদেন সম্পন্ন করুন। এবার আপনি একটি মেসেজ পাবেন সেখানে TrxID পাবেন ।। তা কপি করে উপরের Bkash TrxID তে বসিয়ে দিয়ে কনফার্ম প্রেমেন্ট দিন… এবার ডেখুন আপনার মেলে একটা মেল আসবে… লেনডেন সম্পন্ন হলে… আপনি আপনার ডোমেন পেয়ে যাবেন। সমস্যা হলে ডোমেন রিসেলার দের কল করতে পারবেন। আপনার সমস্যার সমাধান খুব দ্রুত করে দিবেন । আজ এই পর্যন্ত কোন সমস্যা হলে অবশয়্যইয় কমেন্ট করবেন ।
ভাল লাগলে আমার ওয়েব সাইটে ঘুরে আসতে পারেন visite my site
WINDOWS 10 এ এটি কেমন কাজ করে ভালো নাকি আটকা আটকী করে ?