Assalamu Alaikum
আশা করি সবাই ভালো আছেন ।আজ আপনাদের শেখাবো কিভাবে নিজের নামে একটা ডাউনলোড সাইট খুলবেন ।
তো সরাসরি কাজের কথায় আসি ।
প্রথমেই বলে রাখছি মেগাবাইট স্বল্পতার কারনে টিটোরিয়ালটি জাভা দিয়ে করতে হয়েছে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
অনেক বড় টিটোরিয়ালের কারনে আমি পার্ট বাই পার্ট হিসেবে পোষ্ট করবো । আজকের আলোচনা এ্র্যাকাউন্ট তৈরী করা এবং পরের পার্টগুলোতে এডিটসহ আপলোড পর্যন্ত দেখানো হবে ।
প্রথমে এই লিংকে প্রবেশ করুন ।প্রবেশ করার পর নিচের মত আসবে ।এখন register এ ক্লিক করুন
username দিবেন আপনার সাইটের নাম অর্থাৎ যে নামে আপনি সাইট খুলতে চান ।এবং বাকি ঘরগুলো ঠিকঠাক মতো পূরন করুন এবং ক্যাপচার কোডটি নিচের ফাকা ঘরে লিখে টিক মার্ক দিয়ে creat new এ ক্লিক করুন ।
creat new এ ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে ।এখানে domain এ আপনার ইচ্ছামত একটা নাম দিবেন ।
domain দেয়ার পর নিচে দেখতে পারবেন একটা বক্স আকৃতির মাঝে wapkiz.com লেখা আছে এই লেখার মাঝে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত আসবে নিচের স্ক্রিনশটে অনেকগুলো অপশন দেয়া আছে এখানে আপনি আপনার ইচ্ছামত দিতে পারবেন । আমি wapkiz.com সিলেক্ট করলাম আপনি আপনার ইচ্ছামত সিলেক্ট করবেন ।।যেহেতু আমি wapkiz.com সিলেক্ট করেছি সেহেতু আমি আমার সাইট url বারে লিখে খুজে পেতে shohel.wapkiz.com লিখে এন্টার করতে হবে ।আপনাদের ক্ষেত্রেও একইরকম , তাই আপনাদের সুবিধামত দিবেন ।
এখন category করতে হবে আপনি যে বিষয় নিয়ে সাইট বানাতে চান সেই বিষয়ের ওপর ভিত্তি করে এই ক্যাটাগরী সিলেক্ট করতে হবে ।যেহেতু আমি ডাউনলোড সাইট বানাবো তাই আমি category>download সিলেক্ট করলাম ।
ক্যাটাগরী সিলেক্ট করার পর create now এ ক্লিক করুন ।
এখন আপনার এ্যাকাউন্ট অথবা সাইট খোলার কাজ আপাতত শেষ ।কিন্তু সাইটের কাজ এখনো শেষ হয়নি, বাকি আরও অনেক কাজ আছে ।
আগামী পর্বে সাইট এডিট করার টিটোরিয়াল দেবো ততক্ষন পর্যন্ত অপেক্ষা করে ট্রিকবিডির সাথেই থাকুন ।
আমি ছোট মানুষ তাই ভুল ত্রুটি হতেই পারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন এবং ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন ।
“””আল্লাহ্ হাফেজ”””
R apni post kora suro kora dilen
Wapkiz catagory thakle agei full tutorial ditham …….Wapkiz theke amar banano site : ahmedridoy.gq
ট্রিকবিডিতে ওয়াপকিজ সাইটের কোনো ক্যাটেগরি নেই, তাই বলছিলাম।
আর থাকলে আমিই ফুল টিউটোরিয়াল দিতাম, হুবুহু আমার সাইটের মতো দেখতে হতো ahmedridoy.gq
না বুজে এমন কথা বলবেন না, ধন্যবাদ।
আর হ্যা আপনার সাইট এর লিংক দেন
ডেমো না দেখে কিভাবে বিশ্বাস করি….