———–
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আজকের পর থেকে ত আরো ভাল থাকবেন। কারণ আজ আপনারা শিখতে পারবেন যে,কিভাবে গুগলে সাইট সাবমিট করবেন।
ফেইসবুকে আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে, সাইট গুগলে সাবমিট করার জন্য।ফেইসবুকে জাভা ফ্যামিলি গ্রুপে অনেকেই পোস্ট করেছেন যে,সাইট যেন গুগলে এড করে দেওয়া হয়।কিন্তু একে একে ত সাইট গুগলে সাবমিট করা সম্ভব না।
তাই না?
অনেক সময়ের ব্যপার।
সেজন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি।আর ফেইসবুকে অনেকেই আছে, যারা সাইট গুগলে সাবমিট করতে পারে বলে, মানুষদের কাছ থেকে টাকা মেরেছেন।আমি নিজেই তার প্রমাণ পেয়েছি।সেজন্য কোনো উপায় না পেয়ে এই ট্রিকটি আমায় শেয়ার করতে হল।যেন আর কেউ না ঠকে।
অনেক কথা বলে ফেললাম, চলুন কাজের কথায় আসা যাক।
প্রথমে স্ক্রিনশটে দেখে নিন যে,আমার সাইট subrabd.ga গুগলে সাবমিট করা নেই।

এখন আপনার wapkiz সাইটে লগ ইন করুন।
তারপর প্যানেল এ ঢুকুন।
নিচে স্ক্রিনশট দেখে নিন।

তারপর submit your site to google এ ক্লিক করুন।
নিচের স্ক্রিনশট দেখুন।

নিচের স্ক্রিনশট এর মত একটি ট্যাব ওপেন হবে।

তারপর add a property তে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট দেখুন।

তারপর আপনার সাইটের নাম লিখে এড এ ক্লিক করুন।
এখানে আমি আমার সাইটের নাম লিখলাম।
নিচের স্ক্রিনশট দেখুন।

তারপর নিচের স্ক্রিনশট এর মত একটি পেজ ওপেন হবে।
ভেরিফিকেশন ফাইলটি ডাউনলোড করুন।বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।

তারপর আবার আপনার সাইটে ঢুকে google webmaster tool verify by file তে ক্লিক করুন।
বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট দেখুন।

তারপর আপনার ডাউনলোড কৃত কোডটি ভেরিফাই করার জন্য আপলোড করতে হবে।
বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।

তারপর আপনার ডাউনলোড কৃত কোডটি সিলেক্ট করুন।সিলেক্ট করার পর আপলোড এ ক্লিক করুন

তারপর আপনার আগের ট্যাবটি ওপেন করুন।যেখান থেকে html কোডটি ডাউনলোড করে ছিলেন।
তারপর i am not a robot এর পাশে ঠিক চিহ্ন দিয়ে ভেরিফাই করুন।
বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।

এই যে,দেখুন ঠিক চিহ্নটি দেখা যাচ্ছে।তারপর ভেরিফাইতে ক্লিক করলাম।

নিচের স্ক্রিনশটে দেখুন ভেরিফাই হয়ে গেছে।

ভেরিফাই হওয়ার পর সাইট গুগলে এড হতে কয়েক ঘন্টা সময় লাগবে।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
(বি.দ্র:অবশ্যই গুগল ক্রোম বা পাফিন ব্রাউজার ব্যবহার করবেন)
…………
পোস্টটি কেমন লাগল অবশ্যই জানাবেন।যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়,তাহলে অন্তত একটা লাইক দিয়ে যাবেন।
আপনারা যদি আমার পাশে থাকেন,
তাহলে পরবর্তীতে আরো ভাল পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করব।
……..
আর হ্যা, এই পোস্ট অন্যকোথাও করা হয় নি।পোস্টটি আমিই প্রথম করলাম ট্রিক বিডিতে।
কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন।
আর যারা বলবেন যে,এটা নিয়ে অনেক পোস্ট আছে।তাদের বলছি,আগে একটু গুগলে সার্চ দিয়ে দেখুন।wapka আর wapkiz. নাম দুইটা প্রায় একই রকম। তাই গুগলে সার্চ দেওয়ার পর গুলিয়ে ফেলবেন না।তাছাড়া গুগলে যেগুলো দেখতে পাবেন, সব wapka নিয়ে।wapka সাইট গুগলে এড করার সিস্টেম আলাদা।আর wapkiz সাইট গুগলে এড করার সিস্টেম আলাদা। পারলে এটাও মিলিয়ে নিয়েন।
……..
ধন্যবাদ……….
ফেইসবুকে আমি:- অন্তহীন উচ্ছ্বাস

যদি পারেন, তাহলে আমার ছোট্ট সাইটটি একটু ভিজিট করে আসবেন।subrabd.ga

31 thoughts on "[hot post] wapkiz ইউজাররা কোথায়?দেখে নিন আপনাদের সাইট গুগলে কিভাবে সাবমিট করবেন?"

  1. Sahariaj Author says:
    ভালো ।তবে ওপাকিজ আর কত দিন চলবে তা ঠিক নেই তাই ওয়ার্ডপ্রেস অথবা Php নিয়ে পোস্ট করুন
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ভাই, ওয়ার্ডপ্রেস,php এই গুলা সম্বন্ধে ধারণা নাই।
      আস্তে আস্তে শেখার চেষ্টা করব।
  2. Rabbi5 Contributor says:
    ato hard,,,,ar cheye shohoj trick amar kase ase…..
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ভাই, wapkiz এই নিয়ম ছাড়া,হয় না।
      আমি অন্য উপায়ে ট্রাই করে দেখেছি।
      আর এটা হার্ড আপনাকে কে বলল?
      এটা শুধু কোডটা ডাউনলোড করে সাইটে আপলোড দিবেন। তাহলেই ত হল।পরে ভেরিফাই করে কয়েক ঘন্টা অপেক্ষা করবেন।
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. naeem69 Contributor says:
    osadaron post
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ, আপনার মূল্যবান কমেন্টের জন্য।
  4. Imran Subscriber says:
    Ro Kto Bassader Post Je Dekhbw !
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      বাচ্চাদের পোস্ট দেখার জন্য আপনাকে কে বলছে??

      এতই যখন আপনার সমস্যা, তাহলে আপনিই বড়দের পোস্ট করতে থাকুন না। ?

  5. Abrar Contributor says:
    vai…kicudin age trickbd te k jno wapkiz site create niye post korecilo…ami half kore baki ta korte pari nai smy er jnno…..oi post tar keu link dite parben vai.plzz
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ভাই,একটু কষ্ট করে খুজে দেখুন।
      আপনি যেই জায়গায়, আমিও সেই জায়গায়।
  6. Imran Subscriber says:
    এগলা পোষ্ট করার জন্য অন্য কোন সাইট বেছে নিন ট্রিকবিডি নয়।
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      তাই নাকি?
      তাহলে, আপনার মত আপনি পোস্ট করতে থাকুন।
      আমি সাপোর্ট টিমকে জিজ্ঞাসা করে দেখি,এই পোস্ট ট্রিক বিডিতে কেন করা যাবে না?
      ha ha ha……..
  7. Ashikur Contributor says:
    ভাই আগে wapka use করতাম।but wapka বন্ধ হওয়ার পর যখন wapkiz এ আসি।এখানকার নিয়ম wapka থেকে অনেক আলাদা।আমি কিভাবে wapkiz e ফোরাম সাইট বানাবো?কোনো বাংলা টিউটোরিয়াল লিংক আছে?
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      না।
      wapkiz এ ফোরাম সাইট বানানোর কোনো টিউটোরিয়াল নেই।

      সবার মতামত পেলে wapkiz এ ট্রিক বিডির মত সেইম সাইট বানানোর টিপস দিতে পারি।

    2. Tuner Author says:
      জ্বী, শুরু করেন…
    3. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      জ্বি,২/১ দিন পর থেকে পোস্ট করা শুরু করব।
      শুধু আপনাদের সাপোর্ট চাই
    4. Ashikur Contributor says:
      Ok vai
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ
  8. saifulrakib Contributor says:
    vai wapkiz diya website banaia ki income kora jai…
  9. saifulrakib Contributor says:
    kivaba income kora jai seta jodi boltan tahola khub valo hoto
  10. MD+Rakib+Hossen Contributor says:
    [url=http://rkbd.wapkiz.com]এখানে [/url]
  11. Md Omor Faruq Contributor says:
    Java phone parbo vai

Leave a Reply