আসসালামু আলাইকুম ও আদাব

    আপনারা সকলে কেমন আছেন?

আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় সাইট কেউ ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।

একটা কথাঃ

আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে

একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

    আজকের পোষ্টঃ

আজ আপনাদের একটা নতুন পদ্ধতিতে ওয়াপকিজ এ সাইট বানানো শেখাবো।এই পদ্ধতি মাত্র ৩০সেকেন্ডে এটা পি এইচ পি সাইট বানাতে পারবেন।আসলে ওয়াপকিজ একটা সিস্টেম এড করছে যার মাধ্যমে আমরা সহজেই সাইট তৈরি করতে পারব।কিছুটা ব্লোগার ও ওয়ার্ডপ্রেস এর মতো টেম্পলেট আপলোড করার মাধ্যমে।এতে আমাদের সময় বাচবে এবং আমরা যারা নতুন তাদের কোনো সমস্যাই হবেনা।আমরা যে ধরনের সাইট বানাবো তার ডেমো
প্রথমেই নিচ থেকে ফাইলটা ডাউনলোড করে নিন।

Download

স্টেপ গুলো ফলো করুন

Menu Panel এ ক্লিক করুন

তারপর একটু নিচে গিয়ে Theme>>restore/backup এই অপশনটাতে ক্লিক করুন

তারপর ডাউনলোড করা ফাইলটা সিলেক্ট করে Submite করে দিন তারপর সাইট ভিজিট করে দেখুন হয়ে গেছে।

Powered By NkBD.Wapkiz.Com


……..

তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো পোষ্টে।

Contact Me On Facebook

.
জাভা ইউজাররা যেকোনো সমস্যায় ফেসবুকে আমাদের সাথে জইন দিন।।

J2ME-HELPING HAND

নতুন নতুন জাভা এপ,গেম,ওয়ার্ডপ্রেস মোড থীম,স্ক্রিপ্ট ও ওয়াপকিজ কোড পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Wapkiz.Com
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক দিয়ে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।

    খোদা হাফেজ

9 thoughts on "[NK Light – 19]ওয়াপকিজ এ মাত্র ৩০ সেকেন্ডে তৈরি করুন PHP স্টাইল সাইট।পেজ এ গিয়ে কোড পেষ্ট করার ঝামেলা ছাড়াই নতুন পদ্ধতিতে [First On Net]"

    1. Nabid Islam✅ Author Post Creator says:
      Thanks
  1. Naim Islam Contributor says:
    ভাই ওয়াপকিজে ফোরাম সাইট বানানোর ফুল টিউটোরিয়াল কি পাওয়া যাবে?
    1. Nabid Islam✅ Author Post Creator says:
      আপনি http://www.wikibn.com এই সাইট এ দেখতে পারেন।
  2. SOJIB MiA Contributor says:
    ফ্রি বেসিক এ এড করা কারও কাছে তুমিই থাকলে।। যদি তিনি বিক্রি করতে ইচ্ছুক থাকেন।। তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।।
  3. jeshan360 Contributor says:
    Good…..post….. !
  4. Media Contributor says:
    ?nice post

Leave a Reply