আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি।

ইন্টারনেটে রয়েছে হাজার হাজার ওয়েবসাইট। আর সেই ওয়েবসাইটেরও রয়েছে নিজস্ব থিম। প্রত্যেকটি ওয়েবসাইট তাদের নিজস্ব থিম ব্যবহার করে থাকে।

আপনি হয়ত ইন্টারনেট জগতে ওয়েব ব্রাউজিং করার সময় নানারকম ডাউনলোড থিম দেখে থাকবেন। download theme ইউজ করে যেকোনো কিছু ডাউনলোড করা যায়। মুলত এই থিম গুলো তৈরি করা হয় ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য। আমাদের অনেক অনেক সময় নানা রকম জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড দিতে হয় (যেমনঃ মুভি, গান, ওয়াজ, পিডিএফ বুক ইত্যাদি) এগুলো ডাউনলোড দিতে আমাদের এই থিম গুলো সাহায্য করে।

আমাদের হয়তো অনেকেরই ওয়াপকিজ ওয়েবসাইট আছে। আর একটা wapkiz ওয়েবসাইটের প্রয়োজন হয় একটি থিমের।

wapkiz site কী?
wapkiz হলো এমন একটি ওয়েবসাইট যারা ফ্রী হোস্টিং এবং সাবডোমেইন প্রোভাইড করে।যাএ মাধ্যমে আপনি খুব সহজে একটি ওয়েবসাইট ক্রিকেট করতে পারবেন। এই সাইটে রেজিষ্ট্রেশন করলেই আওনি পেয়ে যাবেন ফ্রি হোস্টিং। এখানে রেজিষ্ট্রেশন করা খুবই সহজ আপনি নিচের দেওয়া লিনক থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিন যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে।

কিন্তু এক্টা থিম মেক করা এত সহজ ব্যাপার না। একটি থিম মেক করতে অবশ্যই আপনাকে নানারকম কোডিং জানতে হবে আপনাকে আয়ত্তে আনতে হবে জাভা প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং আরো অনেক কঠিন বিষয়গুলো। হয়তো আপনারা এগুলো খুব কম সময়ে আয়ত্তে আনতে পারবেন না।

কিন্তু আপনি wapkiz সাইডে এর জন্য এখন একটি থিম কিভাবে পাবেন? অবশ্যই আপনাকে একটি সুন্দর থিম পেতে হলে আমাদের এই টিউটোরিয়াল টি ভালো ভাবে পড়তে হবে। এখানে আপনি থিম টি ডাউনলোড করতে পারবেন।

আজকে আমি আপনাদের জন্য একটি ডাউনলোড ফুল থিম নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই থিমটিতে কি কি ফিচার থাকছে।

ক্রমিক যা যা থাকছে এই থিমে
থিম টি তে রয়েছে একটি সুন্দর হেডার। যা খুব সহজেই আপনার ভিজিটর দের আকর্ষিত করবে।
থিমটিতে দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের বডি যা থিমটির একটি আকর্ষণের মূল বিষয়
এই থিমটিতে রয়েছে একটি এডমিন পেজ। যেখানে এডমিনের সকল বায়ো আপডেট দেওয়া যাবে।
থিম টি তে রয়েছে লগইন এবং রেজিস্ট্রেশন পেজ। যার মাধ্যমে আপনার ভিজিটররা ওখানে রেজিস্ট্রেশন এবং লগইন করতে পারবে। এবং আপনি সহজেই আপনার সাইটের ইউজার দের তালিকা রাখতে পারবেন।
থিমটি তে রয়েছে ডাইরেক্ট ডাউনলোড লিংক।যার মাধ্যমে আপনারা নিজেরা এখানে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে যেকোনো কিছু।
থিমটিতে যোগ করা আছে আরো অনেক প্রয়োজনীয় সাইটের url লিংক। প্রতিদিনের জিবনে আমাদের লাইফে অনেক কিছু লাগে যা অনেকাংশে আমরা অনলাইন থেকে পাই। এই সব অনেক টুল এর লিংক এই থিম এর ফুটার এ দেয়া আছে। যেমনঃ অনলাইন স্কিন শর্ট টেকার, অনলাইন ডিকশনারী,রিংটোন মেকার ইত্যাদি।

তাহলে চলুন থিম টির কিছু স্ক্রিনশট দেখে আসি। এতে আপনি দেখতে পারবেন থিম টি কেমন। একদম নিচে আমি থিমটির লাইফ ডিমো দিয়েছি।

থিম টি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখনি নিচের ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Theme Description

Theme Name = SKSbd

Theme Types = downloading

Theme format = .wapkiztpl

Size: 75kb+


Demo link : click here

DOWNLOAD

আমাদের সাইটে প্রতিনিয়ত নানা রকম tips নিয়ে পোস্ট করা হয়।আশা করি সবাই আমাদের সাইট টি ভিসিট করুন।

আরো পড়ুন

আনলিমিটেট মেসেজ করুন বাংলাদেশি যেকোনো নাম্বারে যেকোনো মোবাইল দিয়ে!!!!!

কিভাবে কম্পিউটারে পপ আপ বিজ্ঞাপন বন্ধ করবেন

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

4 thoughts on "download করে নিন অসাধারণ একটা wapkiz download theme"

  1. Blogger+Rakib Subscriber says:
    ভালই কিন্তু এগুলোর চেয়ে আরো ভালো থিম আছে আমার কাছে।
    ডেমোঃ দেখতে পারেন।
  2. Nayon Contributor says:
    আমি যদি wapkiz এ ট্রিকবিডির মতো সাইট বানিয়ে একটি custom domain কিনে তারপর কপিরাইট মুক্ত পোষট করে adsence এর জন্যে এপলাই করি তাহলে কি আমি adsence পাব একটি যদি বলেন
  3. Azharul Islam Babu Contributor says:
    verifai base code ase ?

Leave a Reply