স্বাগতম আপনাকে আমার আজকের আরো একটি পোষ্টে।

আপনারা জানেন আমরা আমাদের এই সাইট একটি প্রযুক্তি বিষয়ক সাইটে। 

আমাদের সাইটে প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ক নানান পোস্ট করা হয় এবং ওয়েব ডিজাইনিং পোষ্ট ও করে থাকি।

আর তার ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়াপকিজ স্টাইকি ফুটার অ্যাড বসানোর কোড।

স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় ওয়াপকিজে
স্টাইকি অ্যাড কভার

আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ওয়াপকিজে ফুটারে ভাসমান অ্যাড বসাবেন।

তো কীভাবে বসাবেন সেটি বোঝতে পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

স্টাইকি ফুটার অ্যাড বসানোর সুবিধাঃ

ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর নানান সুবিধা আছে।

আপনি যদি আপনার সাইটে স্টাইকি অ্যাড বসান তবে আপনার সাইট থেকে ইনকাম বেশি হবে।

এমনকী অ্যাডে অনেক ক্লিক পড়বে এতে আপনার বিশাল ইনকাম হবে।

স্টাইকি অ্যাড বসানোর জন্য অ্যাডে অনেক ইমপ্রেশন হবে এতে করেও আপনার ইনকাম হবে।

আপনার ওয়েবসাইটের কোনো ডিজাইনের ক্ষতি হবে না বরং দেখতে সুন্দর ও আকর্ষনিয় হবে।

স্টাইকি ভাসমান অ্যাড বসানোর জন্য ওয়াপকিজে যে ডিফল্ট অ্যাড থাকে সেটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে।

কীভাবে স্টাইকি অ্যাড বসাবেনঃ

আপনার ওয়াপকিজ সাইটে স্টাইকি অ্যাড বসাতে প্রথমে আপনাকে একটি এইচটিএমএল কোড বসাতে হবে।

আপনার যদি প্রথমিক HTML সম্পর্কে ধারনা থাকে তবেও আপনি এই অ্যাড বসাতে পারবেন।

অ্যাড বসাকে আপনাকে কোনোকিছু কাষ্টমাইজ করতে হবে না শুধু নিচে থেকে স্টাইকি হওয়ার কোডটি আপনার সাইটে বসিয়ে দিবেন তারপর আপনার অ্যাডকোডটি বসিয়ে দিবেন তবেই কাজ হয়ে যাবে।

তো নিচে আমি কোডটি দিয়ে দিচ্ছি আপনি কোডটি কপি করে আপনার সাইটে বসিয়ে দিন।

কোডটি আপনার ইচ্ছামতো যেকোনো জায়গায় বসাতে পারবেন তবে এটি আপনি যেখানেই বসান নাকেনো এটি সরাসরি ফুটারে চলে যাবে।

কোডটি কপি করে নিনঃ

 <link href="https://maxcdn.bootstrapcdn.com/font-awesome/4.5.0/css/font-awesome.min.css" rel="stylesheet"><link rel="stylesheet" href="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/4.3.1/css/bootstrap.min.css"><div class="alert alert-dismissible fade show"role="alert"style="background-color:#fff;color:red;position:fixed;bottom:0px;"><b><iframe data-aa="1785996" src="//ad.a-ads.com/1785996?size=240&background_color=gba(13,203,239,0.7)&text_color=ffffff&title_color=d23f3f&title_hover_color=000000&link_color=37eca4&link_hover_color=000000" style="width:250px; height:60px; border:0px; padding:0; overflow:hidden; background-color: transparent;"></iframe></b><button type="button" class="close p-2 m-2"data-dismiss="alert"aria-label="Close"><i class="fa fa-times-circle" aria-hidden="true"></i></button></div>

কাষ্টমাইজঃ

আপনি ইচ্ছে করলে কোডটিকে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন।

আপনি কোডটির কালার পরিবর্তন, দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন সহ আরো অনেক কাষ্টমাইজ করতে পারবেন।

কোডটিতে আমার অ্যাডকোড দেওয়া আছে আপনি এটিকে রিপ্লেস করে আপনার অ্যাড কোড বসিয়ে দিবেন।

উপসংহারঃ

কোডটি আপনি ইচ্ছে করলে ওয়াপকিজ সহ আরো সকল সাইটেই ব্যবহার করতে পারবেন।

আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটেও ব্যবহার করতে পারবেন।

আর এই কোডটি আপনাদেরকে দেওয়া হচ্ছে আইটি হেল্পবিডি ১২ এর সৌজন্যে।

আমার আজকের দেওয়া কোডটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর যদি আপনি আরো সুন্দর ডিজাইনের কোড পেতে চান তবে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন।

অথবা আমাদেরকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।

যেকোনো প্রয়োজনে ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে মেসেজ দিন।
ফেসবুক পেইজে লাইক দিন


7 thoughts on "Wapkiz ওয়াপকিজ সাইটে স্টাইকি ফুটার অ্যাড বসানোর উপায় বিস্তারিত"

  1. Md. Redowan Islam✓ Contributor says:
    নতুন প্রশ্নোত্তর সাইট : ganbn.com
  2. Md. Redowan Islam✓ Contributor says:
    নতুন প্রশ্নোত্তর সাইট : http://ganbn.com
  3. Rasel+Ali Contributor says:
    Hoichoi account diben kew.Thanks
  4. Game Review Author says:
    ভাই আমি 1 মাস আগে আর ওয়াপকিজ ছাইটে এ-এ্যাড বসাইছিলাম। কিন্তু এখন পরর্যন্ত 0.00000 বিটিছি। এ্যাড বসার পর ছাইটে গেম আপলোড দিয়ে ছিলাম। আর তার ডাউনলোড কাউন্ট 40+
    কিন্ত এ্যাড কাউন্ট করেনা কেন? আপনার কোড টা বসালে কি 100% কাউন্ট হবে?
    1. Blogger+Rakib Subscriber Post Creator says:
      এখানে আমার অ্যাডকোড টা রিপ্লেস করে আপনার অ্যাড কোড বসিয়ে দিবেন।
  5. Game Review Author says:
    ভাই আমি আপনার কোড টা এখনো আমার ছাইটে এ্যাড করি নাই। আমার ছাইটে আগে থেকেই এ-এ্যাড বসা আছে। কিন্তু ভিজিটর কাউন্ট করে না। এটার সমধান দিতে পারবেন?
  6. Usman2 Contributor says:
    এই কোডে আমি আমার পছন্দের Gif কিভাবে লাগাবো

Leave a Reply