আমরা বাংলাদেশিদের একটা বিরাট অংশ ওয়াপকা ব্যবহার করি। এটি একটি ফ্রী সার্ভিস। যার মাধ্যমে আমরা ওয়েব সাইট বানিয়ে থাকি। ফ্রিতে হলেও এটি প্রতিটি সাইটের নিচে কিছু ওয়াপকা বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু হেড ট্যাগ এ সিএসএস পরিবর্তন করে আমরা বিজ্ঞাপন মুছে ফেলতে পারি। কিন্তু এটা ওয়াপকা এর শর্তবিরোধী। যা করা যাবে নাহ।
কিন্তু আমরা এই বিজ্ঞাপন মুছে ফেলি। এর অনেক কারন আছে। মাঝে অনেক বিরক্তিকর বিজ্ঞাপন দেখানো হয়। যা সাইটের কন্টেন্ট বিরোধী। আবার কখনো ১৮+ বিজ্ঞাপন দেখানো হয়। যা ব্যবহারকারী দের বিরক্ত করে ফেলে। তখন বাধ্য হয়েই বিজ্ঞাপন হাইড করে ফেলতে হয়।

কিন্তু ওয়াপকা এর ব্যাপারে কঠিন অবস্থান নিচ্ছে। যারা বিজ্ঞাপন মুছে ফেলছে তাদের হুশিয়ারী দিয়ে মেসেজ দিয়েছে । এখানে বলা হয়েছে যারা এই কাজ করবে তাদের প্রথমে ৭ দিন ও পরে আবার এই কাজ করলে আজীবন এর জন্য ব্লক দিবে । যা ব্যবহারকারী দের জন্য একটা হুমকি।
wapka ad ওয়াপকার মেসেজ টি দেখে নিন।

সবার আগে প্রকাশিত এখানে

tags : wapka ad disabel notification, wapka ad ad hide notification, case of wapka ad
মোট দেখা হয়েছে counter বার

Leave a Reply