গত কয়েকপর্বে আমি মাইওয়াপব্লগ সম্পর্কে মোটা মুটি ধারনা দিয়েছিলাম। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই দুইটা হল category & file

Category কি
প্রথমেই মাইওয়াপব্লগে লগিন করে dashboard এ চলে যান। সেখানে প্রথম সারির মধ্যেই পাবেন category. এটি কি? এটি হল আপনার ব্লগ টি তে পোস্ট করার সময় এটা কোন ধরনের পোস্ট সেটা নির্বাচন করতে পারবেন। ধরুন আপনি gp এর নতুন অফার নিয়ে পোস্ট লিখবেন তাহলে আপনাকে gp offer নাম দিয়ে একটি category create করতে হবে। এরকম ভাবে আলাদা ধরনের পোস্ট এর জন্য আলাদা category বানাতে হবে। এটা বানানোর জন্য category তে ক্লিক করে প্রবেশ করুন। নিচের ফাকা বক্সে English এ ক্যাটাগরি এর নাম লিখুন। বাংলা এখানে allow নাহ। তারপর add এ দিলেই category বানানো হয়ে যাবে। এবার প্রয়োজন মত category বানান।

File Upload কি আমাদের পোস্ট করতে অনেক সময় কিছু image, audio, mp3, mp4 অথবা css ফাইল প্রয়োজন হয়। তাই এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আর
এটা সম্পর্কে আমরা মোটা মুটি পরিচিত। কারন আমরা অনেকেই অনেক জায়গায় ফাইল আপলোড করি। তাই এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই। তবে এখানে সব ধরনের ফাইল আপলোড করা যাবে নাহ। এখানে যে format এর ফাইল আপলোড করা যাবে তা হল
Supported Filetypes

Image Files: GIF, JPG/JPEG, PNG, ICO

File Audio: MP3, MID, AMR, WAV, AAC

Video Files: MP4, 3GP

Other Files: SIS, SISX, JAR, JAD, ZIP, RAR, NTH,

THM, PDF, APK, COD, CSS

আরেকটা কথা ৫ mb এর উপরে ফাইল আপলোড হবে নাহ।
ফাইল আপলোড করে আপনার ইচ্ছেমত নাম edit করতে পারবেন।

আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্ব এ কিভাবে post করতে হয় সেটা নিয়ে tune করব। তাই কোন পর্ব মিস করবেন নাহ।

মাইওয়াপব্লগ দিয়ে বানানো আমার সাইট। দেখে আসতে পারেন

আগের পর্ব মিস করলে কমেন্ট করুন। কমেন্টে লিংক শেয়ার করা হবে।

4 thoughts on "[part-3] আপনার নিজের ব্লগ সাইট বানান মাইওয়াপব্লগ এর মাধ্যমে"

  1. Nasir Uddin Nobin Administrator says:
    another comment
  2. Riyad164 Author says:
    part 2 er link dan vai.

Leave a Reply