আসসালামুয়ালাইকুম!

PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-১) – শুরু থেকে পূর্ণাঙ্গ গাইড!
সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি! 🎉

আমরা এখনো জানি না, এই সিরিজে কতগুলো পর্ব হবে। তবে আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব বিস্তারিতভাবে বিষয়গুলো তুলে ধরতে এবং আমাদের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সংখ্যক পর্ব তৈরি করতে।

এই সিরিজে আমরা PHP এর সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক Laravel ব্যবহার করে TrickBD-এর মতো একটি ওয়েব অ্যাপ তৈরি করবো। আশা করছি, আপনি পুরো সিরিজে আমার সঙ্গেই থাকবেন।

প্রয়োজনীয় প্রস্তুতি:

এই সিরিজে প্রোগ্রেস করার জন্য আপনার একটি ডোমেইন, হোস্টিং এবং একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সুবিধা থাকা প্রয়োজন। আমরা সামনের পর্বগুলোতে ডেমো অ্যাপটি হোস্ট করার সময় এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো।

আজকের পর্বের মূল বিষয়:

আজকের প্রথম পর্বে আমরা TrickBD-কে রিসার্চ করবো। রিসার্চের মাধ্যমে আমরা চেষ্টা করবো আমাদের ওয়েব অ্যাপটির জন্য প্রয়োজনীয় ফিচার এবং ফাংশনালিটি ঠিক করতে।

আমাদের লক্ষ্য:

  1. সাধারণ ইউজার আমাদের অ্যাপে কী কী করতে পারবে।
  2. অ্যাডমিন প্যানেলের ফিচারসমূহ কী হবে।
  3. কোন কোন পেজ থাকবে।

Pages:

আমাদের অ্যাপে নিম্নলিখিত পেজগুলো থাকবে:

  • Home
  • Post Details
  • Category-wise Post
  • Search Result Page
  • User Dashboard
  • User Profile
  • User Post Create Page
  • User Notification List Page
  • Contact Us
  • Terms of Use
  • Privacy Policy
  • FAQ

User Features:

আমাদের অ্যাপের সাধারণ ব্যবহারকারীদের জন্য নিম্নলিখিত ফিচার থাকবে:

Authentication Feature:

  • লগিন
  • রেজিস্টার

User Post Management:

  • পোস্ট যোগ করা।
  • পোস্ট সম্পাদনা।
  • পোস্ট মুছে ফেলা।

Comment Management:

  • পোস্টে মন্তব্য করা।
  • মন্তব্য সম্পাদনা করা।
  • মন্তব্য মুছে ফেলা।

Post Interaction:

  • পোস্টে লাইক দেওয়া।
  • পোস্ট রিপোর্ট করা।

Admin Features:

অ্যাডমিন প্যানেলের জন্য থাকবে:

  • পোস্ট ম্যানেজমেন্ট।
  • ইউজার ম্যানেজমেন্ট।
  • রোল ম্যানেজমেন্ট।
  • মন্তব্য ম্যানেজমেন্ট।
  • পেজ কন্টেন্ট ম্যানেজমেন্ট।

কিছু পেজ/ফিচার/ফাংশনালিটি আমি লিস্ট করেনি। হয়তো মিস করা সেগুলো নিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে সামনে কাজ করবো!

সারসংক্ষেপ:

আজ আমরা TrickBD-এর কাঠামো বিশ্লেষণ করে আমাদের অ্যাপের প্রয়োজনীয় ফিচার এবং পেজগুলো চিহ্নিত করেছি। আগামী পর্বে আমরা বাস্তবায়নের কাজ শুরু করবো। আশা করছি, আপনি পুরো সিরিজে আমার সাথে থাকবেন।

পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ! 😊


6 thoughts on "PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-১) – পূর্ণাঙ্গ গাইড শুরু থেকেই!"

  1. Md Golam Rasul Contributor says:
    এটি সত্যি একটি ভালো বিষয় হবে।
    1. Hmm but ata try er jonno apnake domain er dorker porbe jar jonno apnake tk diye domain & hosting kinte hobe
    2. MD Kholil Author Post Creator says:
      @Md Golam Rasul আপনার আগ্রহ দেখে ভালো লাগছে! 😊
    3. MD Kholil Author Post Creator says:
      @HASANㅤONㅤFIRE দেখি ডোমেইন, হোস্টিং এর জন্য আমি কিছু করতে পারি নাকি …
  2. uiop7770 Contributor says:
    Lav ki hbe??
    1. MD Kholil Author Post Creator says:
      uiop7770 লাভ-লস আমিও এখনো বলতে পারছি না!
      তবে দেখি ফ্রিতে আপনাকে একটা script বানাই দিতে পারি নাকি!

Leave a Reply