আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । তো চলুন শুরু করা যাক …
প্রথম কথা হচ্ছে আপনি কেন সি-প্যানেল সম্পর্কে জানবেন, কি প্রয়োজন
অবশ্যই দরকার আছে , আমি কয়েকদিন আগে একটা পোষ্ট করেছিলা “ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ ক্যরিয়ার” নিয়ে ।
তো যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই সি-প্যানেল খুবই গুরুত্বপূর্ণ …
আপনারা যার আমার আগের পোষ্টটি দেখেন নি তারা দেখে আসতে পারেন , নিচে লিংক যুক্ত করে দেওয়া হল ।
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কি? এর ভবিষ্যৎ এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার – বিস্তারিত
শুধু যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ কাজ করবেন তারাই কি শুধু জানবেন সি-প্যানেল সম্পর্কে ??
অবশ্যই না , আপনি ও ধারনা রাখতে পারেন , কেননা ভবিষ্যতে আপনার ও নিজস্ব বা কোন প্রতিষ্ঠানের ওয়েব সাইট পরিচালনা করতে হতে পারে । তাই আগে থেকে ধারনা রাখলে আপনারই ভাল ।
তো চলুন শুরু করা যাক .. সি-প্যানেল কি / কেন ব্যবহার করা হয় ।
সি-প্যানেল হচ্ছে খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক ওয়েব হোস্টিং নিয়ন্ত্রণ প্যানেল বা কন্ট্রল প্যানেল। একটি ওয়েব সাইট এর পুর্ন নিয়ন্ত্রন থাকে সি-প্যানেলএ।
আপনারা নিচের ছবিটি দেখেই বিস্তারিত বুঝতে পারবেন
ছবিটি লক্ষ করলে দেখতে পারবেন , সি প্যানেল এ সবকিছুই আছে , ফাইল ম্যনেজার/ডাটাবেস ম্যানেজমেন্ট/ডোমেইন ম্যনেজার/ ইমেইল ম্যনেজার সহ আপনার সাইটের সব কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ।
আমরা এই সি-প্যানেলের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
তো চলুন আরো বিস্তারিত ভাবে জেনে নেই সি-প্যানেল সম্পর্কে
সি-প্যানেল বুঝতে গেলে আপনাকে ওয়েব সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে সেই সাথে কিভাবে সাইট তৈরি করা হয় সেটাও আপনাকে বুঝতে হবে , তো চলুন জেনে নেই কিভাবে একটি ওয়েব সাইট তৈরি বা ডেভেলপ করা হয় ।
একটি ওয়েব সাইট বানানোর কিছু ধাপ নিচে দেওয়া হলঃ
১।কোডিংঃ
প্রথমে কোডিং করা। কোডিং এর উপরে অনেক কিছু নির্ভর করে সাইটের ফিচার গুলো সব কোডিং দিয়ে যুক্ত হয়ে থাকে ,যদিও এখন সব রেডিমেট পাওয়া যায় । একটি সাইট দেখতে কেমন হবে , সাইটের কাঠামো কোডিং এর উপর নির্ভর করে থাকে ।
২।ডিজাইনঃ
তারপরের কাজ কোডিং গুলো সুন্দর ডিজাইনিং করে লুকিয়ে রেখে সামনে তুলে ধরা চমৎকার একটি সাইট। মানে আপনার করা কোডিং গুলোকে কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে সুন্দর ভাবে ডিজাইন করা । [আমার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট পোষ্টে এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে, দেখে আসতে পারেন ।
৩।ডোমেইন রেজিস্ট্রেশনঃ
ডোমেইন কি তা আপনারা সবাই জানেন , ডোমেইন হচ্ছে আপনার সাইটের নাম । যেমন আমাদের সাইটের ডোমেইন TrickBD.Com । আপনার পছন্দ মত যে কোন নাম আপনি যে কোন প্রতিষ্ঠান থেকে কিনতে পারেন ।
৪। হোস্টিং/সি-প্যানেলঃ
এবার যে মেইন বিষয় তা হল হোষ্টিং , মানে আপনার তৈরিকরা সাইটি একটি স্টোরেজে রাখা । আপনার সাইটি অনলাইনে না রাখলে তো সেটা আর কেউ দেখতে পারবে না । তাই যেখানে আপনার সাইটটি রাখবেন সেটাই হল হোস্টিং ।
আপনি কোন প্রতিষ্ঠান থেকে হোষ্টিং কিনলে তারা আপনাকে সি প্যানেল এর একটি গোপন পাসওয়ার্ড ও ইউসার নেম ও দিয়ে দিবে । যে টা দিয়ে আপনি সি-প্যানেল এ এক্সেস করতে পারবেন ।
সি-প্যানেল বা কন্ট্রোল প্যানেল হলো ওয়েব হোষ্টিং পরিচালনা করার জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এখান থেকেই আপনি আপনার ওয়েবসাইট সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রন করতে পারবেন ।
তো আশা করি মোটামুটি ধারণা পেয়েছেন সি-প্যানেল সম্পর্কে ।
এখন আপনার সি-প্যানেল এ লগিইন করলে আপনি নিচের মত একটি পেজ সামনে পাবেন …
আসুন বিস্তারিত ভাবে দেখে নেই সি প্যানেল এর কয়েকটি অংশঃ
1. Preferences (পছন্দসমূহ)
2.Mail (ইমেইল)
3.Files (ফাইল)
4.Logs (লগসমূহ)
5.Security (নিরাপত্তা)
6.Database (ডাটাবেস)
7.Domain (ডোমেইন)
8. Advanced(অগ্রসর)
9.Software/Service (সফটওয়্যার / সার্ভিস)
একটি সি-প্যানেল এ মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো থাকে । আপনি ইচ্ছা করলে আরো বিস্তারিত ভাবে দেখে আসতে পারেন সি-প্যানেল এর অফিসিয়াল ওয়েব সাইট (https://cpanel.net/) থেকে ।
ধন্যবাদ সবাইকে , পোষ্টটি পড়ার জন্য । আসলে জানার কোন শেষ নেই । খুবই সহজ ভাষায় পোষ্ট করা হয়েছে তার পরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট এ জানাবেন ।
ভালো থাকবেন সবাই , আমাদের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ
আমাদের সাথেই থাকুন । আমাদের ফেইসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল এ লাইক / স্যাবস্ক্রাইব করতে ভুলবেন না ।
ফেসবুক পেজঃ Trickbd – Know For Sharing
ইউটিউবে ট্রিকবিডিঃ Trickbd.com
দয়া করে আপনি একটু দেখেন না।
ইমেইল ডিলেট করে দিলে কি ইউজার নাম দিয়ে ট্রিকবিডি আইডিতে লগিন করতে পারব ?
আমি শিগ্রি ডিলেট কর দিব। চ্যাঞ্জ করার কোনো অপশন থাকলে খুবি ভাল হত।
বিস্তারিত আলোচনা করলে আমি এবং আরো অনেকেই খুব উপকার হতো,,,,ধন্যবাদ