“[মেগা পোষ্ট] ঘরে বসে আয় করুন স্মার্ট উপায়ে” এই শিরোনামের একটা পোস্ট করেছিলাম আমি। সেখানে ওয়েব ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা সহ কোথায় থেকে শিখতে হবে সব কিছু আলোচনা করেছিলাম।
কিন্তু, অনেকেই ইংরেজি রিসোর্স থেকে শিখতে কুণ্ঠিত বোধ করছিল। তাই, আজ আমি বাংলাতে শুরু করে দিলাম HTML শেখার জন্য টিউটোরিয়াল। এর পরে ইনশাল্লাহ শুরু করব CSS টিউটোরিয়াল। যদি, আপনাদের সাড়া পায় তাহলে তারপরে শুরু করব তখন Bootstrap এবং Javascript টিউটোরিয়াল। তারপর, আপনাদের দেখাবো কিভাবে একটা থিম বানিয়ে সেটা বিক্রি করে টাকা আয় করতে হয়।
এই কোর্স টি মুলত ৭ দিনের স্টাডি প্ল্যান। এই কোর্স টিকে আবার https://w3schools.com/html এর বাংলা অনুবাদ ও বলতে পারেন। তবে, আমি এখানে নিজের ভাষায় সবকিছু উপস্থাপন করব।
নিচের সুচিপত্রটি W3schools এর HTML সুচিপত্র। এখানে আমি মোট ৭ দিনে শিখিয়ে দেবো HTML।
কোর্স সুচিপত্রঃ-
- ১ম দিন ঃ—
- HTML Introduction
- HTML Editors
- HTML Basic
- HTML Elements
- HTML Attribute
- ২য় দিন ঃ—
- HTML Heading
- HTML Paragraphs
- HTML Style
- HTML Formatting
- HTML Quotation
- ৩য় দিন ঃ—
- HTML Computer Code
- HTML Comments
- HTML Colors
- HTML CSS
- HTML Links
- ৪র্থ দিন ঃ—
- HTML Image
- HTML Table
- HTML List
- HTML Blocks
- HTML Classes
- ৫ম দিন ঃ—
- HTML Layout
- HTML Responsive
- HTML Iframes
- HTML Javascript
- HTML Head
- ৬ষ্ঠ দিন ঃ—
- HTML Forms
- HTML Forms Elements
- HTML Input Types
- HTML Input Attributes
- HTML5 Intro
- ৭ম দিন ঃ—
- HTML5 Support
- HTML5 Elements
- HTML5 Semantics
- HTML5 Migration
- HTML5 Style Guide
এখানে মাঝে বেশ কিছু এক্সারসাইজ পাবেন। যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে ঝালাই করে নিতে পারবেন।
HTML অর্থ Hypertext Markup Language
এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না মার্কাপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মাধ্যমে আপনি ওয়েব সাইট তৈরি করতে পারবেন। এটা দিয়ে কোন সাইটের মূল কাঠামো তৈরি করা হয়। আপনি আমার ওয়েব ডিজাইন সম্পর্কিত পোষ্ট পড়লেই সব কিছু বিস্তারিত জানতে পারবেন।
আর, এই HTML হল প্রযুক্তি জগতের সবথেকে সহজ কিন্তু শক্তিশালী একটা ভাষা।
তাহলে, আজই চলুন শুরু করে দেই “৭ দিনে শিখুন HTML”
এখন প্রশ্ন হতে পারে শিখতে গেলে কি কি প্রয়োজন হবে??
- প্রয়োজন হবে ইচ্ছাশক্তি।
- প্রয়োজন হবে ধৈর্য।
- প্রয়োজন হবে জানার ইচ্ছা।
- প্রয়োজন হবে একটা এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল অথবা একটা কম্পিউটার।
এর বেশি কিছু দরকার নেই।
তবে, নিশ্চয় একটা কথা মনে পড়ছে যে কোড কোথায় লিখবো??
হ্যাঁ, যদি আপনার ফোন হয় তাহলে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন “HTML Offline Code Editor” লিখে। যে এপ পছন্দ হয় ডাউনলোড করে নিন।
তবে, দেখবেন যে সেটা অফলাইনে কোড লেখার সুবিধা দেই কিনা। আর, কোড লেখার পরে সেটা দেখতে হবে যে কেমন হয়েছে সেজন্য আছে অনেক ব্রাউজার। আপনার ফোনে যে ব্রাউজার আছে সেটা তেই হবে।
কম্পিউটার এ শিখতে কিছুই লাগবে না শুধু একটা ব্রাউজার থাকলেই হবে। তবে, গুগল ক্রোম থাকলে ভালো না থাকলে ইন্টারনেট এক্সপ্লোরার ই যথেষ্ট। আর কোড লেখার জন্য আছে নোটপ্যাড।
তাহলে, সবকিছু রেডি করে ফেলেছেন বোধ হয়।
আপনাদের সাড়া পেলে ৭ দিনেই পর্ব পাবেন। অর্থাৎ, প্রত্যেকদিন একটা একটা করে পর্ব। আর, সাড়া যদি না পায় তবুও পোস্ট করব, তবে একটু দেরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে।
ধন্যবাদ সবাইকে!! হয়ত আমি অল্প কিছু হলেও আপনাদের শেখাতে পারবো।
আসসালামু আলাইকুম!! আমি শাহরিয়ার আহমেদ শোভন।
আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz
ফলো করবো 🙂
sikte
আমি থাকবো প্রথম থেকে শেষ প্রযন্ত??