হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজকে চলে এলাম ৯৯ টাকায় একটি .Xyz Domain কেনার ছোট্ট ট্রিক নিয়ে ।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফ্রি Domain
এর মধ্যে সীমাবদ্ধ। 
যেমন .TK .Ga .CF .ML Domain.
সাইটের সুন্দর ডিজাইন যেমন Visitor দের আকর্ষন করে ঠিক তেমনি একটি Top Level Domain সাইটকে করে তুলে মানসম্মত। এছাড়াও Search Engine Free Domain থেকে  Premium Domain কে বেশী প্রাধান্য দিয়ে থাকে। 
তাহলে বুঝতেই পারছেন Top  Level Domain কেন বেশী জরুরী।
তাহলে এবার ৯৯ টাকা খরচ করে Top Level এর  একটি Domain কিনবো এবং সাথে বিকাশে Payment করবো চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংকে গিয়ে Registration করে ফেলুন।
Customer Sign up লিংকে ক্লিক করুন।

আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে Register করে ফেলুন।
এবার আপনি আপনার Domain Name দিয়ে Register বাটনে ক্লিক করুন।
দেখুন. xyz সহ আরো অন্যান্য Domain আর নাম এবং মূল্য আপনার সামনে তুলে ধরা হয়েছে আপনি চাইলে যে কোন Domain নিতে পারেন তবে আমি. xyz দিয়ে পুরো কাজটি সম্পূর্ণ করতে
যাচ্ছি।
একবছরের জন্য DNS Management এবং Email Forwading সম্পূর্ণ ফ্রি তাই টিক মার্ক দিতে ভুলবেন না যেন।

আপনি যদি Hosting সেবা ব্যবহার করে থাকেন তবে Nameserver পরিবর্তন করে নিতে পারেন কিংবা পরবর্তীতে ও এই কাজ করে নেওয়া যাবে।

সব কিছু ঠিক থাকলে Bkash নির্বাচন করুন এবং Complete Order বাটনে ক্লিক করুন।

এবার বিকাশে টাকা পাঠাতে হবে তাই আপনার Bkash এর সিম থেকে *247# Dial করুন।
Payment Menu নির্বাচন করুন।
এবার উল্লেখিত নাম্বার কিংবা অন্য যে নাম্বার আপনাকে দেওয়া হবে সেই Merchant একাউন্টে টাকা পাঠাতে হবে।
আপনার পাঠানো টাকার মূল্য ৯৯ করে দিয়ে সামনে অগ্রসর হতে হবে।
এরপর Reference এ আপনার Invoice কোড টি দিন যেমন আমার টা 14561 তেমনি আপনিও একটি নতুন কোড পাবেন তাই দিয়ে দিবেন ভুল হলে সমস্যা আছে কিন্তু ভাই।
এবার Counter Number 1 দিন।
সবশেষে আপনার Bkash একাউন্টের Pin নাম্বার দিয়ে সফলভাবে Payment করুন।
এবার একটি কাজ বাকী রইলো আর তা হলো
Bkash এর TrxID এর ঘরে আপনার TrxID টি বসাতে হবে। সেটা পাবেন আপনার মোবাইলে Payment সফল হলে যে Message টি আসবে সেখানে নিচে দেখুন আমার ম্যাসেজ টি।
সবশেষে Pay Now বাটনে ক্লিক করুন।

সব কিছু ঠিক মত করলে উপরের মত একটি Confirmation Message আপনার Mail একাউন্টে চলে যাবে। এবার আপনার Dashboard এ গেলে দেখতে পারবেন Domain টি দেখাচ্ছে প্রবেশ করুন।
দেখুন আমার ডোমেইন টি Active হয়ে গেছে এবার আপনারা যদি Nameserver পরিবর্তন করতে হয় তা Setting Icon এ ক্লিক করে করে নিতে পারবেন আর আপনার সাইট যদি Blogspot হয় তবে DNS Management এ গিয়ে Cname, A, txt Record  তৈরী করে ফেলতে পারবেন তবে যদি সমস্যা মনে করেন কমেন্টে জানবেন পরের পোষ্টে তা জানিয়ে দেওয়া হবে।
এবার নিচে রইলো আমার সাইটের একটি ScreenShort যেখানে আমি Domain টি ব্যবহার করেছি।
 Basic Blogger এর একটি কোর্স ফ্রিতে শেয়ার করতে যাচ্ছি তাই কেউ যদি ইচ্ছুক হয়ে থাকেন তবে যোগদান করার দাওয়াত রইলো।
তাহলে সম্পূর্ণ এবং সঠিক ভাবে আমরা একটি Domain কিনে নিলাম তাও আবার মাত্র ৯৯ টাকায় বিকাশ ব্যবহার করে।
যারা এখনো ফ্রি Domain ব্যবহার করছেন তারা চাইলে এবার সল্প মূল্যে এই Domain ক্রয় করে নিজের সাইট টির সাথে মানানসই করে নিতে পারবেন।
যদি স্যার আপনারা আমার এই লেখাটি পছন্দ করে থাকেন তবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু।
আর অন্য কথা হলো আমার আগের ফেসবুক আইডিটি কেউ রিপোর্ট করে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে তাই কেউ যদি আমাকে ফেসবুকে খুজে নিতে চান তবে আমার বর্তমান আইডিতে Friend Request পাঠানোর অনুরোধ রইলো।
অনেক কিছু বলে ফেললাম কোন কিছু ভুল করে থাকলে মাফ করে দেওয়ার অনুরোধ রইলো।
সবশেষে যদি সময় থাকে তবে ঘুরে আসতে পারেন আমার ক্ষুদ্র Blog থেকে।
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে সাথেই থাকুন।

26 thoughts on "আপনার সাইটের জন্য কিনে ফেলুন একটি .Xyz Domain তাও আবার বিকাশে মাত্র ৯৯ টাকায়"

    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ???
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ??
  1. Avatar photo Sajeeb Contributor says:
    Vai ami .com domain kinte chassi. kon site theke kinle valo hobe? r koto tk
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Avatar photo Cyber Prince Author Post Creator says:
    ধন্যবাদ ভাই আপনার আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। আপনি উল্লেখিত সাইট থেকেই কিনতে পারবেন কম দামে আর পোষ্টে দেখানো একই উপায়ে।
    @ Sajeeb ভাই
  3. Avatar photo Bevuty Mondal Contributor says:
    viya blogger a kivabe setup korbo seta jodi dekhaten tahola vlo hoto
  4. Avatar photo Cyber Prince Author Post Creator says:
    @ Bevuty Mondal ভাই আগামীকাল পাবেন।
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ
  5. Dinar Contributor says:
    ?সুখবর সুখবর সুখবর??যারা খেলাধুলায় বাজি ধরে আর্নিং করতে চান ??তাদের জন্য আজকের প্রোষ্ট??এপ্স লিংকঃhttps://play.google.com/store/apps/details?id=com.libc.liveplay24
  6. Dinar Contributor says:
    ?সুখবর সুখবর সুখবর??যারা খেলাধুলায় বাজি ধরে আর্নিং করতে চান ??তাদের জন্য আজকের প্রোষ্ট??এপ্স লিংকঃhttps://play.google.com/store/apps/details?id=com.libc.liveplay24
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ
  7. Avatar photo Zahid Khan Contributor says:
    Vai domain diye email forwading kora jabe
  8. Avatar photo Cyber Prince Author Post Creator says:
    জি ভাই করা যাবে।

Leave a Reply