আসসালামু আইলাইকুম
আশা করি সকলে ভাল আছেন।আমিও মোটামুটি ভাল আছি।বেশি কথা বলতে চাই না আমরা আমাদের পোস্ট এর টপিক এ চলে যাই।
আজ আমরা কিভাবে টেলিগ্রামে প্রফেশনাল ভাবে বট তৈরি করে তা শিখবো।আশা করি সকলে প্রথম পর্ব পড়েছেন ও সেই মতো কাজ করেছেন।১ম পর্বে bot business app এর লিংক সকলে সেটা ডাউনলোড করে নিয়েছেন নিশ্চয়।
অ্যাপ ডাউনলোড করে ওপেন করলে নিচের মতো দেখতে পাবেন।

সব কিছু ফিল আপ করে সাইন আপ করে নিন।
তারপর বোট বিজনেস মিনিমাইজ করে টেলিগ্রাম এর বট ফাদারে চলে আসুন।
তারপর /mybots command লিখে পাঠিয়ে দিন।আপনার বট এর নাম আসবে আপনার বোট এর নামে ক্লিক করলে
নিচের ছবির মতো রিপ্লাই আসবে……

সেখান থেকে API Token অপশন টা সিলেক্ট করুন।তারপর নিচের ছবির মতো একটা টোকেন কোড দেখতে পাবেন টোকেন কোডে চাপ দিয়ে ধরে রেখে সেটা কপি করে নিন।

তারপর বোট বিজনেসে এ গিয়ে new bot অপশন এ ক্লিক করবেন নিচের ছবির মতো প্রথম বক্সে বোট এর নাম ও ২য় বক্সে বট ফাদার থেকে কপি করা API টোকেন টা পেস্ট করে দিয়ে Create এ ক্লিক করে দিন।

এবার

আমরা বোট এর কমান্ড এর কাজ শুরু করবো।
নিচের দেখানো ছবিটির অপশনে ক্লিক করুন।

তারপর নিউ কমান্ড এ ক্লিক করুন।এখানে আমরা প্রথম কমান্ড নেম দেবো /start
নিচে answer box দেখতে পাবেন।সেখানে আপনার যা ইচ্ছা লিখে দিন সাধারণত এই কমান্ডের রিপ্লাইতে ইউজারকে স্বাগতম জানানো হয়।আমি দিলাম welcome to our bot.

তারপরে বোট বিজনেস এর উপরের অপশন গুলো থেকে হোম সিলেক্ট করে নিন।তারপর lunch bot এ ক্লিক করে ৩০সেকেন্ড অপেক্ষা করুন।
তারপর নিচের মতো দেখতে পেলে বোট বিজনেস কেটে টেলিগ্রাম এ চলে আসুন।

আমরা যে start command add করলাম আসুন দেখি নেই কাজ করে কিনা।আপনার তৈরি করা বোটের ইউজার নেম(বট ফাদারে পেয়ে যাবেন) দিয়ে সার্চ দিয়ে বোট এ ডুকে স্টার্ট অপশন দেখতে পাবেন।
ক্লিক করার সাথে সাথে নিচের ছবির মতো আমাদের কমান্ড এর আন্সার দেখতে পাবেন।

আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে।অনেক কষ্ট করে টিউটোরিয়াল গুলা বানাই যদি কারো ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।কারো কোন প্রব্লেম হলে প্রথম থেকে ভাল করে পড়ুন তাছাড়া কমেন্ট করেও প্রব্লেম টা জানাতে পারেন।আগামী পর্বে দেখাবো কিভাবে ইনভেস্টমেন্ট বোট গুলা ডিজাইন করে ও কমান্ড বিন্যাস করে ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন। সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ।

12 thoughts on "আসুন প্রফেশনালভাবে টেলিগ্রাম বট বানানো শিখি পার্ট-২"

  1. Trickbd Support Moderator says:
    Well done.
    Keep it up.☺
    1. Shariful islam Shuvo Contributor Post Creator says:
      thank you so much bro
    2. Al Sayeed Author says:
      but ami to ai topic nia post kora start korci.
    3. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      apni manybot use korsen ami bot business use korsi 2tai different system e kaj korte hoy.
    4. Al Sayeed Author says:
      go ahead bro!
    5. Trickbd Support Moderator says:
      No problem.
      Keep going.
    6. Mk Khan Contributor says:
      hello!
      আমাকে ট্রেনের করে দিন।
    7. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      3ta man sommoto post kore trainer request korun
  2. atikraz Contributor says:
    চালিয়ে যান ভাই আপনার সাথেই আছি
    1. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      thanks bro
  3. ✅Asfi Sultan Author says:
    আপনি তো আসল কথাই বলেন নাই…..এখানে bot বানানো ফ্রি না। এরা iteration এর হিসাব করে। মানি নির্দিষ্ট পরিমান মেসেজ এর রিপ্লাই দেওয়ার পর bot বন্ধ হয়ে যাবে। এগুলা জেনে তারপর পোস্ট করা উচিৎ ছিল

Leave a Reply