নতুন পোস্টে স্বগত আপনাকে, আচ্ছা ধরুন আপনার একটা ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে সেখানে আপনি কন্টেন্ট বা পোষ্ট লেখেন। কিন্তু খেয়াল করলে দেখবেন আপনার সেই ব্লগ বা ওয়েব সাইট থেকে অনেকে আপনার লেখা কপি করে তাদের নামে চালিয়ে দিচ্ছে । বা তাদের ব্লগে নিজের নামে প্রকাশ করছে এটাকে বলা হয় “plagiarism” 

ব্লগ থেকে পোষ্ট কপি করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি?  

 ধরুন মাত্র আপনি পোষ্ট করলেন এবং মাত্র কপি করে নিজের ব্লগে ছাড়লো সে ক্ষেত্রে দেখা যায় তার পোষ্ট র‍্যাংকিং বেশি আপনারটা কম

হতে পারে গুগল মনে করতে পারে আপনি তার ব্লগ থেকে কপি করেছেন নানা প্রকার  ঝামেলা হয় আর বিশেষ করে কেউ চাইনা আমার  ব্লগ থেকে পোস্ট কপি করুক


plagiarism কি?

কোন ব্যাক্তি অন্যর লেখাকে নিজের নামে চালিয়ে দেওয়ার নাম plagiarism


আপনার লেখা কিভাবে সংরক্ষন করবেন?

আপনি ওয়ার্ডপ্রেস বা ব্লগার যেটাই ইউজ করেন না কেন আপনি ডাইরেক্ট কপি রোধ করতে পারবেন

 Note: আর যারা এমন কপি পোষ্ট  করেন তারা জেনে নিন যদি লেখক চান আপনার বিরুদ্ধে কপিরাইট মামলা করতে পারেন।  কিন্তু আমাদের দেশে কেউ এমন মামলা করবে আমার মনে হয় না আর আপনি যদি কারো পোষ্ট  কপি করেন তাহলে নিচে ক্রেডিট দিয়েদিন অর্থাৎ আসল লেখকের লিংক বা আসল পোষ্টের লিংক

এর জন্য আমাকে কি করতে হবে?


আপনি নিচের স্কিপ্ট আপনার ব্লগ বা ওয়েব সাইটের এর মধ্যে রাখলে কেউ আপনার সাইট থেকে কোন কিছু কপি করতে পারবে না। আর অবশ্যই মনে রাখবেন আপনার সাইটের বডি ট্যাগ এর মধ্যে রাখতে গিয়ে বডি এর মধ্যে অন্য কোন স্কিপ্ট এর মধ্যে রাখবেন না। যেটা করলে ভালো হয় এর পর নিচের স্কিপ্ট রাখলে

how To disable copy past on blogger 

আরও সহজ উপায় আপনি যদি ব্লগার.কম ব্যাবহার করেন তাহলে আপনি layout এ ক্লিক করে যে কোন একটা স্থানে রাখতে পারেন।
নিচে লক্ষ্য করুণ

আর যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট হয় তো এই কোড একই ভাবে আপনার ব্লগের বডির মধ্যে রাখুন যদি না পারেন তাহলে দয়া করে এই কীওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করুন “disable copy paste in wordpress”

 if(typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); } 

ধন্যবাদ সবাইকে

এখান থেকে এইচটিএমএল স্কিপ্ট ডাউনলোড করুন

Demo দেখুন Drive link



6 thoughts on "আপনার ওয়েবসাইট থেকে কেউ কিছুই কপি করতে পারবে না [টেক্সট কপিরাইট বন্ধ করুন]"

  1. Syntax Ghost Contributor says:
    Alternatives:

    CSS Code :

    body {user-select: none;}

    Add oncontextmenu=’return true’ in body tag

    1. Shakil khan Author Post Creator says:
      এই সাইটে কোড রাখার পর অর্ধেক হাওয়া হয়ে গেছে দয়াকরে লিংক থেকে ডাউনলোড করুন
  2. FAIHAD Contributor says:
    Good post

Leave a Reply