আজ আমি দেখাবো কিভাবে আপনারা ডার্ক ওয়েবের মধ্যে নিজের একটি অটোমেটিক ট্রাফিক বোট/জেনারেট সাইট তৈরী করবো
.
ডার্ক ওয়েব/ডিপ ওয়েবের কথা তো অনেকেই শুনেছেন। এগুলো হচ্ছে ইন্টারনেটের অন্ধকার জগৎ। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার থেকে পুরোপুরি ভিন্ন একটি ইন্টারনেট জগৎ হচ্ছে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। ইন্টারনেট জগতের প্রায় ৯৫% জাইগা জুড়ে রয়েছে এই ডার্ক/ডিপ ওয়েব। এগুলোকে মূলত ইন্টারনেটের অন্ধকার জগৎ/কালো জগৎ বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
.
ডার্ক ওয়েব/ডিপ ওয়েবের নাম যেমন আমরা সকলেই প্রায় শুনেছি ঠিক তেমনি ভাবে অটোমেটিক ট্রাফিক বা ট্রাফিক জেনরেট এর কথাও কম বেশি সকলেই শুনেছি। অটোমেটিক ট্রাফিক জেনারেটর হচ্ছে এমন কি টুলস/সাইট/বোট যার মাধ্যমে নিজের ওয়েবসাইটে হাজার হাজার ভিজিটর ফ্রিতে নিয়ে নেওয়া যায়।
.
আপনারা অনলাইনে/গুগলে সার্চ করলে এরকম হাজার হাজার সাইট পাবেন যাদের থেকে আপনি আপনার ব্লোগে/সাইটে হাজার হাজার ভিজিটর অনায়েসে ফ্রি নিতে পারবেন। কিছু সাইট আপনার থেকে টাকা চাইবে আবার কিছু আপনার থেকে চাইবেনা।
.
তো আমরা যারা এসব সাইট থেকে ভিজিটর নেই তখন অনেকেরই ইচ্ছা হয় যেনো নিজস্ব এমন একটি ওয়েব সাইট থাকে। বাট হোস্টিং/ডুমেন/স্ক্রিপ্ট এসবের জন্য আর এগুলো তৈরী করা হয়ে উঠেনা। সো আজ আমি আপনাদের এই ইচ্ছাটা পূরন করে দিবো। আজ আমি এসব সাইট কিভাবে সিম্পলি তৈরী করবেন সেটা দেখিয়ে দিবো। বাট সেটা আমাদের এই সার্ফেস ওয়েবের মাধ্যমে না। আমি দেখাবো কিভাবে অন্ধকার জগতে বা ডার্ক ওয়েবের মধ্যে আপনারা এরকম সাইট সম্পূর্ন ফ্রিতে সিকিউরলি তৈরী করতে পারবেন। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…
.

.

Let’s Started:

.
সো প্রথমেই আপনারা কোনো প্রকার VPN ছাড়া যেকোনো প্রকার ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটটিতে চলে যান। তারপর উপরে Register অপশনে ক্লিক করুন। [ CLICK HERE অথবা এইখানে দিয়া Second Link এর মধ্যে ক্লিক করতে পারেন ]

.
তারপর সকল তথ্য দিয়ে একটি একাউন্ট খুলে নিন। একাউন্টে ইউজার নেম অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখবেন এবং পাসওয়ার্ড ৮ সংখ্যার দিবেন। তারপর একাউন্ট খুলা হয়ে যাবে। একাউন্ট হবার উপর স্কিন শর্টে দেখানো মার্ক করা লিংকটার মতো একটা লিংক পাবেন। আর সেটাই হচ্ছে আপনার সাইটের লিংক।

*

.
তারপর প্রায় ২/৩মিনিট অপেক্ষা করবেন। তারপর সেই সাইটে লগিন করবেন আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে। ২/৩মিনিট অপেক্ষা না করে লগিন করলে লগিন হবেনা।

.
তারপর উপরের দিকে File Menager নামে অপশন পাবেন সেটাতে ক্লিক করে দিবেন।

.
তারপর আপনাকে অটোমেটিক অন্য একটি ডিরেক্টরিতে নিয়ে যেতে পারে। সো আপনি Parent Directory তে ক্লিক করবেন। তারপর নিচের দিকে নামবেন এবং WWW নামে একটি ফোল্ডার পাবেন সেটাত ক্লিক করবেন বা অপেন করবেন।

.
তারপর WWW ফোল্ডারে আসার পর যতো ফাইল পাবেন সব ডিলেট করে দিবেন। কোনো এক্সট্রা ফাইল রাখবেন না এই ফোল্ডারের ভিতরে।

*

.
তারপর ফাইল ডিলেট হলে আপনারা ব্রাউজারটি মিনিমাইজ করে দিবেন এবং নিচ থেকে আমার দিয়া এই ফাইলটি ডাউনলোড করে নিবেন। তারপর ফাইলটি Extract করে নিবেন। Extract করার সময় পাসওয়ার্ড চাইবে। সো পাসওয়ার্ড হিসেবে লিখবেন, ASSKICKER না বুঝলে স্কিন শর্ট গুলো দেখুন। আর ফাইলটি EXTRACT হয়ে গেলে একটি নতুন ফোল্ডার পাবেন এবং সেটার ভিতরে আরো নতুন ৩টা ফাইল পাবেন।
ডাউনলোডঃ


*

*

.
ফাইল Extract করার পর যে 3টা ফাইল আপনি পাবেন সেই ৩টা ফাইল একটা একটা করে ঐ সাইটের WWW ডিরক্টরিতে বা ফোল্ডারে আপলোড করে দিবেন। না বুঝলে স্কিন শর্ট দেখুন।

*

.
তারপর আপলোড হয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করবেন। কিন্তু এটা যেহেতু ডার্ক ওয়েবে তৈরী সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ORBOT VPN টি কানেক্ট করতে হবে। প্লে স্টোরে সার্চ করবেন অথবা এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর নিচের মতো কানেক্ট করবেন।

.
কানেক্ট হবার পর যেকোনো ব্রাউজার দিয়ে আপনার তৈরী সাইটটিতে ভিজিট করুন। ভিজিট করার পর নিচের মতো সব দেখতে পারবেন। কতো ভিজিটর নিবেন, কোন পোষ্টে/সাইটে নিবেন সেটা লিখে ইন্টার করবেন।
আমার ট্রাফিক বোট গুলোঃ


.
এটা কার্যকরি কিনা তার প্রুভ হিসেবে নিচের স্কিন শর্ট দেয়া আছে।যেহেতু ডার্ক ওয়েবে সব নিজস্ব সার্বার সেহেতু সেখানে নেট অনেকক স্লো কাজ করে। সেজন্য কেউ বিরক্তবোধ হবেন না। ধৈর্য ধরে কাজটা করবেন তাহলেই হয়ে যাবে।

*

*


ব্যাস এই ছিলো সকল নিয়মকানুন। কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।আর অনেকেরই হয়তো জানা আছে এই জিনিসটা, বাট যারা জানেনা তাদের জন্যই মূলত এটা পোষ্ট করলাম। । আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কথা বলবেন না।

নোটঃ কোনো ফাইল ইডিট করার ট্রাই করবেন না। যদি ইডিটিং নোলেজ থাকে তাহলেই কেবল ইডিট করবেন। নয়তো সাইট ইরোর আসবে। আর আপনার তৈরী এই সাইটটি থেকে যেকেউ লাইফটাইম ফ্রি ট্রাফিক নিতে পারবে। যেহেতু এটা ডার্ক ওয়েবের সাইট সেহেতু এখানে Orbot ভিপিএন কানেক্ট না করে কেউ ভিজিট করতে পারবেনা।


যেকোনো প্রয়োজনে,

  • টেলিগ্রাম গ্রুপঃ Join Now
  • মেসেন্জার গ্রুপঃ Join Now


Signing Out MEHTAN

29 thoughts on "তৈরী করে ফেলুন ডার্ক ওয়েবে নিজের একটি ওয়েবসাইট – পার্ট ১ | Traffic Bot Dark Web ?"

  1. Avatar photo basictech24 Contributor says:
    admin vai ami ekta post koresi please publish koren
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      Tader kasee mail koren.
    2. Avatar photo basictech24 Contributor says:
      tader mail account kotay pabo
  2. Rayhan Hosen Refat Author says:
    haha.same traffic bot নিশাত আহমেদ নিয়ন ভাই ট্রিকবিডি তে aro 3 years agei post kore felche??
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      এতো নেগেটিবিটি আসে কিভাবে ভাই মাথার মধ্যে? যত্তরসব ফাউল মার্কা লোক। পজিটিবলি নিতে শিখুন। নিওন ভাই এটা নিয়ে পুরোপুরি পোষ্ট করেনি। যাস্ট এজটা জিপ ফাইল & যাস্ট ২টা লাইন লেখে দিসিলো যে www ক্যাটাগরিতে ফাইলটা রাখতে হবে। এর বেশি কিছুনা। আর আমি পুরোটা নিজের ভাষায় লিখে পোষ্ট করছি। সো পার্থক্য তো আছে। আর আপনি সেটা পজিটিব না নিয়ে নেগেটিবলি ভুল ধরতেছেন। ফাউল কোনেকার।
    2. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      আর এখানে আমি কোনো খারাপ বা কপিযুক্ত বা কোনো হাইষ্যকর কিছু শেয়ার করিনি যে হাহা করতে হবে। এটা কেউ শেয়ার করেনি সো আমি করছি। এতোটুকুই।
    3. Rayhan Hosen Refat Author says:
      নেগিটিভ আপনি।আমি বলছি সেইম পোস্ট নিয়াম আগেই করে ফেলছে।
      আমি কি আপনাকে কোনো খারাপ কিছু বলছি।
      আজব পাব্লিক
    4. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      আপনি বলেছেন নিয়ন ভাই নাকি ৩বছর আগেই এটা পোষ্ট করছে। বাট আপনি তার একাউন্ট খুজে দেখুন। উনা যাস্ট একটা পোষ্টের মধ্যে নিচের দিকে ২টা লাইন লিখছিলেন & বলছিলেন এই স্ক্রিপ্ট টা www ফোল্ডারে আপলোড করলেই হবে। সো ওটা তো কোনো পোষ্ট হলোনা এই টপিকের উপর তাইনা? আমি তো পুরো পোষ্টটা সাজিয়ে নিজের ভাষায় লিখছি। সো এটাকে আপনি প্রথমেই হাহা বলে দিয়ে একটু অন্য ভাবে কমেন্টটা করছেন। তাই ওভাবে আমি বলছি।
    5. Avatar photo jahid71 Contributor says:
      Hm bro.. akdom ai hosting site ar post o disilo
  3. Avatar photo Nustat Jahan Author says:
    copy Post Tricknow24.Com
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      ??
      ঐ সাইটের অথরও আমিই। ঐ সাইটেও পোষ্টটা আমিই করছি। পারলে অথর আইডি & সব লিংক চ্যাক করেন।
  4. Avatar photo Labib Author says:
    Blogspot এর জন্য কোন Traffic Bot নাই (web)?
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      ব্লোগস্পটের জন্য নাই। বাট যদি থাকে তাহলে শিগ্রহী পোষ্ট করবো।
    2. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      ব্লোগস্পটে ট্রাফিক বোট তৈরীর নিয়মটা আপাদত খুজে পাইনি।
    3. Avatar photo shamimahmed Contributor says:
      আমার প্রায় ৬ বছরের একটা জিমেইল এর পাসওয়ার্ড ভূলে গেছি।?
      এখন কোনো ভাবেই এই জিমেইটা রিকভার করতে পারতেছিনা?
      জিমেইটা যে মোবাইল নাম্বার দিয়া ভেরিফিকেশন করছিলাম,,এই নাম্বারটা আছে আমার কাছে।
      রিকবারি দিলে এই নাম্বারে কোড আশে বাট কোড বসাইলেও কোনো কাজ হয় না।
      জিমেইলটা রিকবার করে দিতে পারেন তাইলে খুব খুব কৃতজ্ঞ থাকব।
      বি:দ্রঃ আমার জিমেইলে টু স্টেইফ ভেরিফিকেশন অন করা ছিলো।
      আমার ফেইজবুক আই ডি https://www.facebook.com/profile.php?id=100043100202502
  5. Avatar photo Abdus Sobhan Author says:
    http://www.trickwebbd.gq ai site ami 1 year age ai script diye baniyeci…
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      গুড। বাট যারা পারতো না বা জানতো না তাদের জন্যই এটা।
  6. Avatar photo shamimahmed Contributor says:
    আমার প্রায় ৬ বছরের একটা জিমেইল এর পাসওয়ার্ড ভূলে গেছি।?
    এখন কোনো ভাবেই এই জিমেইটা রিকভার করতে পারতেছিনা?
    জিমেইটা যে মোবাইল নাম্বার দিয়া ভেরিফিকেশন করছিলাম,,এই নাম্বারটা আছে আমার কাছে।
    রিকবারি দিলে এই নাম্বারে কোড আশে বাট কোড বসাইলেও কোনো কাজ হয় না।
    কেউ যদি জিমেইলটা রিকবার করে দিতে পারেন তাইলে খুব খুব কৃতজ্ঞ থাকব।
    বি:দ্রঃ আমার জিমেইলে টু স্টেইফ ভেরিফিকেশন অন করা ছিলো।
    আমার ফেইজবুক আই ডি https://www.facebook.com/profile.php?id=100043100202502
    1. Avatar photo Mehedi Hasan Ariyan Author Post Creator says:
      Amader messenger group e join hye bolen. hyto kew help krle krte pare.
    2. Avatar photo shamimahmed Contributor says:
      আচ্ছা ভাই
  7. Avatar photo jahid71 Contributor says:
    Download link kak kore na. faltu
  8. Avatar photo shamimahmed Contributor says:
    Trickbd তে যে এমন কেউ নাই! আমারে হেল্প করার জন্য!!!!!???????
  9. mrfarhanisrak Levi Author says:
    অসাধারণ।

Leave a Reply