আসসালামু-আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন
অনেকে মনে করে যে ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার একই জিনিস
তাদের কাজ ও একই। আসলে তাদের ধারণা পুরটাই ভুল।
ওয়েব ডিজাইনিং ও ওয়েব ডেভেলপিং দুটোই ভিন্ন জিনিস
এই পুরো পোস্ট টি পড়ার পর আশা করি আপনি ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপিং দুটো সম্পর্কেই একটি বেসিক ধারণা
পেয়ে যাবেন। আপনি ওয়েব ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপারই হন না কেন
আইটি কোম্পানি গুলার কাছে দুটোর মূল্যই অনেক।
তারা এমন এক ওয়েব ডিজাইনার চায় যে ওয়েব ডেভেলপিং ও পারবে বা এমন এক ওয়েব ডেভেলপার চায় যে ওয়েব ডিজাইনিং ও পারবে।
যাই হোক মুল কথাই আসি
আমাদের প্রথমে বুঝতে হবে যে ওয়েব সাইট কিভাবে তৈরি হয়।
যেকোনো একটি ওয়েবসাইট তৈরি করার সময় দুটো জিনিসের মেশাল থাকে
১) ডিজাইন ও
২) কোডিং

ডিজাইন যেটা সামনে দেখতে পারি এবং কোড যেটা ডিজাইন এর পিছনে থাকে বা চলে ।
আপনি আপনার এই দুইটি জিনিস দিয়েই একটি সাইট তৈরি করতে পারবেন।
আর এগুলো আপনি নিজেই করতে পারেন বা CMS এর মাধ্যমে করতে পারেন
CMS কি তা শেষে শেখানোর চেষ্টা করব।
এখন আসি ডিজাইনার ও ডেভেলপারকে কিভাবে আলাদা বলা যায় বা এদের কাজ গুলো কি কি ?
এবং এরা কি কি টুলস ব্যবহার করে সেই সম্পর্কে জানব:
প্রথমেই একটা বেসিক উদাহরণ দিই
আমরা যদি Facebook এর লগইন পেজে যেকোনো এক ব্রাউজার দিয়ে ঢুকি তবে একজন
ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার এর দুজনের কাজই দেখতে পাবো

লক্ষ করি,

লগইন পেজে আমরা যা কিছু দেখতে পাবো যেমন ওয়েব সাইটের লোগো থেকে শুরু করে শেষ পর্যন্ত
সব কিছুই ওয়েব ডিজাইনার এর কাজ
আর এগুলো করতে তারা অনেক কিছুই ব্যবহার করেছেন হয়তো
ওয়েব ডিজাইনারদের প্রয়োজনীয় কিছু টুলস ও ল্যাঙ্গুয়েজ নিচে দিলাম

Web Designer

Tools:
Photoshop, Sketch, Illustrator etc..

Languages:
HTML, CSS & JAVASCRIPT

তাছাড়াও ওরা যে সাইট গুলো বেশি ভিজিট করে সেগুলো হল:
Behance.net
Dribble.com

অপর পক্ষে একজন ওয়েব ডেভেলপার এর কাজ এই ওয়েব ডিজাইনার এর চেয়ে অনেক কঠিন হয়ে থাকে
তার কাজের উদাহরণ ও ঐ Facebook এর লগইন পেজ থেকেই শুরু করি

লক্ষ করি,

আমরা যখন আমাদের ফেসবুক আইডিতে লগইন করার জন্য আমাদের ইউজার-নেম এবং পাসওয়ার্ড ঐ লগইন পেজে দিই এবং
login বাটনটিতে ক্লিক করি তখন থেকে শুরু হয় আসল কাজ বা বলতে গেলে ওয়েব ডেভেলপার এর কাজ
যখনই আমরা আমাদের ইউজার-নেম এবং পাসওয়ার্ড ঐ লগইন পেজে দিই তখন ফেসবুক ঐ ইউজার-নেম এবং পাসওয়ার্ড
নিয়ে তাদের ডাটাবেজে চেক করে এবং দেখে ঐ তথ্যগুলা দিয়ে কোন আইডি রেজিস্ট্রেশন করা আছে কি না ?
যদি থাকে তবে তারা সেই আইডিতে ঢুকতে দেয় আর যদি ঐ ইউজার-নেম এবং পাসওয়ার্ড ভুল হয়ে থাকে তবে তারা আবার
লগইন পেজেই ব্যাক নিয়ে আসবে এবং Incorrect Password অর্থাৎ ভুল পাসওয়ার্ড দেওয়া হয়েছে এই কথা লেখা থাকে
এই যে কার্যপ্রণালীটি এটিই করে ওয়েব ডেভেলপার।
একজন ওয়েব ডেভেলপার এর কাজ একজন ওয়েব ডিজাইনার এর চেয়ে শতগুণে কঠিন
একজন ওয়েব ডেভেলপার এই কাজ গুলো করতে যেই টুলস এবং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে সেগুলো হল

Web Developer

Tools:
Test Editor, IDE, Browser, Ftp Clientd, Local Server, Browser Extensions

Languages:
HTML, CSS, JAVASCRIPT, PHP, RUBY, PYTHON, PERL etc..

তাছাড়াও ওরা যে সাইট গুলো বেশি ভিজিট করে সেগুলো হল:
Github.com
Stackoverflow.com

এখন এখানে প্রশ্ন হতে পারে যে ভাই

এগুলা না শিখে কি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে পারব না ?

আমার উত্তর হবে: জ্বী না । একজন প্রফেশনাল ডিজাইনার বা ডেভেলপার হতে হলে আপনাকে উপরের ঐ
টুলস ও ভাষা গুলো অবশ্যই শিখতে হবে
সব গুলোই শিখতে হবে এমনটি কিন্তু নয়

২য় প্রশ্ন হতে পারে যে ভাই আমি যদি এগুলো না শিখি তবে কি ওয়েব সাইট বানাতে পারব না ?

আমার উত্তর হবে: হ্যাঁ পারবেন এবং সেটা CMS এর মাধ্যমে তৈরি করতে পারবেন

৩য় প্রশ্ন: CMS কি?

উত্তর: CMS এর পূর্ণ রূপ হচ্ছে Content Menagment Sestem এটির সাহায্যে আপনি বিনা কোডিং জ্ঞানেই একটি সাধারণ ওয়েব সাইট সম্পূর্ণ রূপে বানাতে পারবেন
আমি আপনাদের আমার আগের পোস্টে বলেছিলাম যে Domain and Hosting কেনা হয়ে গেলে WordPress এর
মাধ্যমে আপনার সাইট আপনি কাস্টমাইজড করতে পারবেন। আসলে WordPress, Zoomla, Magenta, Blogger ইত্যাদি এগুলো হচ্ছে CMS

আর এগুলো দিয়েই আপনি আপনার সাইট টি কন্ট্রোল ও কাস্টমাইজড করতে পারবেন
বর্তমানে অনেক ওয়েব ডিজাইনার রয়েছে যারা ডেভেলপিং পারে না তারা তাদের ওয়েব সাইট তৈরি করার জন্য
Website design + CMS (WordPress, Zoomla, Magenta, Blogger….etc) এগুলোর মাধ্যমেই ডেভেলপিং ও করে
এবং অপর দিকে অনেক ওয়েব ডেভেলপার আছে যারা তাদের ওয়েব সাইট তৈরির জন্য
Website Develop + Framework (Bootstrap,Foundation…etc) এগুলোর মাধ্যমে ডেভেলপিং ও ডিজাইনিং করে থাকে
যাইহোক আমি আগেই বলেছি যে আইটি কোম্পানি গুলো এগুলো দেখে না
তারা তো একজনের মধ্যেই দুটোই দেখতে চায়
বর্তমানে যদি শুধু ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার এর জব ও ইনকাম এর দিকে নজর দেন তবে দেখতে পাবেন
নিচের মত কিছুটা

Jobs Available

Linkedin.com
Indeed.com
Monster.com
Naukri.com

ইত্যাদি সাইট গুলোতে কাজের মান
Web Debeloper 100%
Web Designer 60%

আবার যদি প্রফেশনালদের দেখেন
Salary Professionals (7-8 years) Experience
Web Developer 80,000 monthly salary
Web Designer 60,000 monthly salary

দেখা যায় একজন ওয়েব ডেভেলপার এর কাজ যতোটা কঠিন তাদের মান ও ততটায় বেশি
যাই হোক আশা করি এই পোস্টটি পড়ার পর কিছুটা হলেও আপনার উপকার হবে
বুঝতে না পারলে আবার পড়ুন
ইনশাআল্লাহ বুঝে যাবেন
ধন্যবাদ

আমার ফেসবুক আইডি Click here Bro ফেসবুক পেজ Click here Bro




































































4 thoughts on "ওয়েব ডেভেলপার ও ওয়েব ডিজাইনার কি একই ? Web Designer Vs Web Developer"

    1. Md Billal Hossain Author Post Creator says:
      tnq bro
  1. S.D.Hridoy Contributor says:
    Vai it bari webguru video lagbe…pls anybody help….download linkta deban kau??

Leave a Reply