HTML কি?

HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে আপনি যেকোনো তথ্য, ছবি এমনকি ভিডিওকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ পাবেন।
আর এই কাজটি করতে হলে আপনাকে একটা ওয়েব পেজ তৈরী করতে হবে। আর একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়েই ।
HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে Hyper Text Mark Up Language বলা হয়।
Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়।

একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে,
তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয় ।


নিচের স্ক্রিনশট এর কোডগুলো HTML কোড।


HTML এর ইতিহাস

মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট টিম বার্নাস-লী প্রথম HTML বা Hyper Text Mark Up Language টি তৈরি করেন।
এটি তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত দ্রুত পৃথিবীর বিভ্ন্নি স্থানে আদান প্রদানের ব্যবস্থা করা।
তারপর ১৯৯০ সালের দিকে NCSA কর্তৃক ডেভলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে।
১৯৯৭ এর জানুয়ারীতে W3C কর্তৃক প্রথম ডেভলপকৃত HTML3.2 প্রকাশিত হয়।
একই বছরে শেষে ডিসেম্বরে W3C HTML এর নতুন সংস্করণ HTML4.2 প্রকাশ করে। ২০১০ সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 জনসম্মূখে পরিচিতি লাভ করে।


Visit: ImtiazBlog.Com

8 thoughts on "জেনে নিন HTML কি? এবং HTML এর ইতিহাস।"

  1. Rumon Mahmud Contributor says:
    সম্পূর্ণ ফ্রিতে সকল প্রকার প্রিমিয়াম থিম পেতে প্রতিদিন ভিজিট করুন
    https://bdfirsttech.blogspot.com
  2. zihadul islam Contributor says:
    kono admin vai er dristi akorshon korshi,ami aakta post koreshi,pls!preview koren
  3. MD Shakib Hasan Contributor says:
    এতো ছোট পোস্ট
    1. Shakib Author Post Creator says:
      🙁

Leave a Reply