কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন হয়তো আমার কোন টিউন দেখেন নি। তার কারণ হলো, পড়াশোনা আর নানা রকম প্যারাই টিউন করার মতো সময় পাই নি। তাই আজ হঠাৎ Notepad এ লিখতে বসে গেলাম। চলুন তাহলে মুল টপিকে নজর দিই।

আমরা সবাই কম বেশি Wapka এর সাথে পরিচিত। অনেকে শখের বসে সেখান থেকেই Html Coding এ পা ফেলা। অনেকে আবার নানা রকম সাইটের মালিকও ছিলো। Forum | Download | Wapka code | Wap-Master অনেকটা এই ধরনের। যারা একটু বেশি Expert তারা Chat Site ও বানিয়েছে। কিন্তু Wapka বিদায় নেয়ার সাথে সাথে আমরা ঝুকে পরি অন্যান্য সাইটের দিকে। তালিকার প্রথম স্থানে আছে WordPress। কারণ, এটা ডেভেলপমেন্ট করা খুবই সহজ।

কিন্তু আজকার টপিক এসবের সাথে পরিচিতি নয়। আজকে একটা গুরুত্বপর্ণ বিষয় শেয়ার করা। যখন Wapka ব্যবহার করতাম, তখন নিশ্চয় আপনি Wap-master সাইট সম্পর্কে জানেন। যেখানে আপনি মনের মতো Html + Css code সংগ্রহ করতেন। মানে সেসব সাইটে শুধু বিভিন্ন রকমের কোড শেয়ার করা হতো।

কিন্তু WordPress এ পা দিয়ে কাউকে এমন সাইট ডেভেলপমেন্ট করতে দেখি নি। কারণ, এখানে Domain | Hosting এর একটা ব্যাপারসেপার আছে। তাই সবাই মূলত ব্লগ সাইট বা তথ্য প্রযুক্তি ভিত্তিক সাইটের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকে। আর আমিই মনে হয় প্রথম এমন সাইট আপনাকে উপহার দিতে যাচ্ছি। যদিও এমন অনেক সাইট আছে, তবে সেগুলা প্রফেশনাল। যেমন- W3school | Codepen | github .

কিন্তু আমি আজ উপহার দিতে যাচ্ছি Wp-coder Master । যার মাধ্যমে আপনি সকল প্রকার কোড শেয়ার করার মতো একটা সুন্দর Website বানাতে পারবেন খুব সহজেই। নিচে ডেমো..

Wp Coder Master

 

এরকম সাইট কেন বানাবেন??

এরকম সাইট কেন বানাবো, প্রশ্ন আসতেই পারে। কেননা, আপনি যখন কোন Code Share করবেন। তখন তা অটোমেটিক ভাবে ডিটেক্ট করে নিবে যে এটি কোন Language Coding. তাছাড়া, এরকম সাইটে থেকে নতুন নতুন Inspiration or Idea শেয়ার করার কারনে প্রতিদিন ভালো ভিজিটর পেতে পারেন, যার ফলে Adsense পেতেও বেশি সময় লাগবে না। চলুন কিছু Screenshot দেখে নেই।
01
02

03
04
05
06
07

Wp master Theme Details

Code গুলো আপনি যেমন সুন্দর ভাবে শেয়ার করতে পারবেন। তেমনি সকলে খুব সহজেই বুঝে নিতে পারবে। তাছাড়া এর Header এবং Footer দেখার মতো। এই থিমটি SEO & mobile Friendly এবং 100% Responsive Theme.

Header

TrickFox

Footer

TrickFox

আজকের পর্বে এতটুকুই, যদি সারা পাই, বা কারো ভালো লাগে তাহলে 2 part এ থিমটা Development করা শিখিয়ে দিবো। আগ্রহীরা কমেন্ট করে জানাও। থিমটা ডেভেলপমেন্ট শিখতে চাও কিনা??

বাকি অংশ শেয়ার করার অপেক্ষায় রইলাম, সবাই ভালো থাকবেন। যদি কারো ইচ্ছা মতো WordPress theme চান তাহলে ফেসবুকে নক করতে পারেন। বা যেকোন সাইটের থিম পেতে নক করতে পারেন।

Popular Demo

15 thoughts on "WordPress এ কিভাবে Wp-Master কোড শেয়ারিং সাইট তৈরি করবেন.? Part-01"

  1. dj Contributor says:
    অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম ।
    1. ⚠ Error Format Author Post Creator says:
      Hmmm, bro
      Ektu late?
    1. ⚠ Error Format Author Post Creator says:
      Tnx bro
  2. Hasib106083 Contributor says:
    Upore pic gular mtw kmne code share kra jai??
    1. Hasib106083 Contributor says:
      I mean kmne omn dibo amr post e..omn rakhbte parbo…
    2. Hasib106083 Contributor says:
      Process? Plug-in ?
    1. ⚠ Error Format Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Sojib Contributor says:
    Good post next
    1. ⚠ Error Format Author Post Creator says:
      Wait for next part
  4. mostakin Contributor says:
    Coding হোক উন্মুক্ত। সুন্দর কিছু পোষ্টের মধ্যে একটি। যাদের কোডিং ভালো লাগে তাদের সুভিদারথে এই খান থেকে ডাউনলোড করতে পারবেন। https://filetheme.com enjoy the coding.
  5. Fahim Contributor says:
    next part

Leave a Reply