ফ্রি ওয়েব সাইট তৈরি করার অসাধারন ফ্রি প্লাটফোর্মগুলো

ফ্রি ওয়েব সাইট তৈরি করার মাধ্যমে আপনি চাইলে অনেক টাকা আয় করতে পারবেন এবং অনেকেই করছে বর্তমানে।

ঠিক একই রকম ভাবে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যেহেতু আপনাকে ন্যূনতম একটূকু হলেও কিছু কোডিং এর ধারণার প্রয়োজন হয় ৷
সেক্ষেত্রে আমরা অনেকেই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রাধান্য দেই না ৷কিংবা অনেকেরই ভয় লাগে যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করব?
কারণ আমাদের প্রায় অনেকেরই কাছে কোডিং সম্পর্কিত ধারণা একেবারে স্বল্প বা নেই বললেও চলে।

তবে আপনি চাইলে কিছু ফ্রী ওয়েবসাইট বিল্ডার এর সহযোগিতায় খুব সহজে কিছু সময় ব্যয় করার মাধ্যমে কোনো রকমের এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কিংবা সিএসএস এর কোডিং ধারণা ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন তাও আবার হাইফাই কোয়ালিটি ফুল ওয়েবসাইট।

এক্ষেত্রে আপনাকে কিছু ফ্রি ওয়েবসাইট বিল্ডারের সহযোগিতা নিতে হবে তারপরে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করাতে হবে আপনাকে

তো বন্ধুরা কিভাবে তৈরি করবেন ফ্রি একটি প্রফেসনাল ওয়েবসাইট ওয়েবসাইট?

No 1: Wix

বর্তমান সময়ে এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার যার মাধ্যমে আপনি চাইলে যেকোন ধরনের ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ফ্রি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটটিতে লগইন করতে হবে এবং তারপর স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে৷ যেমন আপনি জিমেইল দয়ে লগিন করে তারপর কিছু স্কিপ্ট আপলোড দিয়ে ইনস্টল দিতে হবে ৷

১০ টি ওয়েবসাইট বিল্ডার এর সহযোগিতায় ফ্রি ওয়েব সাইট তৈরি করার অসাধারন একটা প্লাফোর্ম এটি |

এই ফ্রি ওয়েবসাইট বিল্ডারের সহযোগিতায় আপনি ফ্রী প্লান এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনি 500 টি ফ্রি টেমপ্লেট পাবেন।

এছাড়াও আপনি যদি চান আরও বেশি সুযোগ সুবিধা ভোগ করার তহলে আপনাকে পেমেন্ট করতে হবে ৷ তাদের মাসিক প্লেন গুলো ক্যাচ করে নিন, এক্ষেত্রে প্রতি মাসে আপনার খরচ হবে মাত্র 17 ডলার, যার মাধ্যমে আপনি অফুরন্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনিও ।

No 2 :wordpress

আপনি যদি ব্লগিং করতে চান তাহলে এটি আপনার জন্য সবচেয়ে ভালো প্লাটফর্ম হবে বলে আমি মনে করি ।

এতে আপনি যে কোন ধরনের প্লান ব্যবহার করেলে একটি সুন্দর কাস্টোমাইজেবল ডোমেইন নেম এবং ফ্রি হোস্টিং পাবেন যা আপনি চাইলেই সারা জীবনের জন্য ব্যবহার হবে ৷

এছাড়াও আপনি এখানে ফ্রিতে অনেক ধরনের কাস্টমাইজেবল টেমপ্লেট পাবেন যা বাকমূক্ট এবন নিয়মিত আপডেট হয়।

যেগুলো আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এবং এগুলো আপনার ওয়েবসাইটের একটি professional-looking দিবে আপনঅর সাইট কে ৷

No:3 Weebly

ফ্রি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম। যেটি আপনি একদম সহজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিগিনার যারা ওয়েবসাইট সম্পর্কে কোনরকমে ধারণা রাখেন না তাদের ক্ষেত্রে অহাধারন একটা সাইট ৷

এখানে যখনই আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনি ফ্রিতে একটি ডোমেইন পাবেন যার নাম ঠিক এরকম হবে।

www.yoursite.weebly.com

তবে যতক্ষণ পর্যন্ত আপনি কোন ডলার খরচ করতে চাইবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এটি সীমিত সুযোগ সুবিধার মাধ্যমে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ডোলার দিলেই হয়ে যাবেন আপনিও বোস ৷


no 4 : Strikingly

এই প্লাটফর্মে আপনি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাকে কোন ডলার খরজের দরকঅর নেই ৷

অর্থাৎ আপনি কোন টাকা-পয়সা খরচ করা ছাড়াই আপনার ওয়েবসাইটে যেকোনো ধরনের প্রোডাক্ট এর রিভিউ দেতি পারবেন ।


এছাড়াও আপনি ওয়েবসাইট সংক্রান্ত যে কোন তথ্যের জন্য সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা তাদের সাপোর্ট টিমের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। এতে করে আপনি আপনার সমস্যাগুলোর সঠিক সমাধান পাবেন।

No 5: Site 123

আপীনি যদি নতুন একটি ওয়েবসাইট তৈরি করার চিন্তাভাবনা করবেন তবেই আপনার জন্য এটা বেস্ট একটা সাইট হবে ৷

আপনি যে সমস্ত সাপোর্ট পাবেন তা অন্য ফ্রী ওয়েবসাইট বিল্ডার কাছ থেকে নাও পেতে পারেন এ সুবিধাগুলো ।

এক্ষেত্রে আপনি দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তাদের সাপোর্ট টিম একিটিভ থাকে ৷

আপনি যদি এখানে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম অনেকটা এরকম হব -www.yoursite.site123.me.



পস্টটি প্রথম প্রকাশিত হয় :freelancing24.com এ



 



সৈজন্য :JobKhujo.com





6 thoughts on "ফ্রি ওয়েব সাইট তৈরি করার অসাধারন ফ্রি প্লাটফোর্মগুলো"

  1. Nishan khan Subscriber says:
    Good Post Bro
    1. Nur Md Nirob Contributor Post Creator says:
      thnxx viya . Connect Me on Facebook.
    2. Nishan khan Subscriber says:
      Cheak Your Facebook
  2. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share

Leave a Reply