হোস্টিং নিয়ে অনেকের অনেক রকম ভাবনা থাকে। কোন সাইট থেকে হোস্টিং নিব বা কোন সাইটের প্যাক গুলো বেশি সুবিধার হবে বা কার সাপোর্ট সিস্টেম কেমন।
মূলত এসব বিষয় মাথায় রেখেই একজনকে উচিত তার সাইটের জন্য হোস্টিং বাছাই করা।
আর এ সকল দিক বিবেচনা রেখেই একটি হোস্টিং সাইট আমার খুব ভালো লাগল, যেটি হলো Hoster Plan
সেই সাথে যেকোনো প্লানে ৫০% ছাড় নিচের কুপন কোড ব্যবহার করলে।এবং xyz ডোমেইন কিনুন মাত্র ৬৬ টাকায়
এখান থেকে কিছুদিন হলো আমি একটি হোস্টিং কিনে। খুব ভালো চলছে, সাথে তাদের সাপোর্ট সিস্টেম প্রায় মূহুর্তে যেকোনো প্রশ্নের সমাধান দিয়ে দেয়, তাই হোস্টিং আরো ভালো লেগেছে এবং মূলত এজন্যই আপনাদের মাঝে সেয়ার করা।
আমি যেই হোস্টিং কিনেছি সেটি ৫০০ এম্বি এর এবং ১ টি ডোমেইন এড করা যাবে, এবং সেরা ব্যাপার হলো ব্যান্ডওইথ ১০০ জিবি প্রতি মাস।
তাহলে চলুন এবার এই প্যাকেজ সিলেক্ট করে নিই। যার মূল্য ৮.২৫ ডলার ব্য ৭০০ টাকা।
যেহেতু আমার ডোমেইন কিনা আছে তাই আমি আমার ডোমেইন নাম বসিয়ে নিচ্ছি।
এবার Checkout বাটনে ক্লিক করে দিই।
এবার আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে দিলাম।
এবার পাসোয়াড, সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করি।
এবার রোবট ক্যাপচা পূরন করে Order Complete করিলাম।
এবার নিজে নিজেই পেমেন্ট পেইজে চলে যাবে।
আর তারই মধ্যে আপনার মেইলে একটি কনফার্ম মেইল চলে যাবে সেটির মাধ্যমে আপনার মেইল যাচাই করে নিবেন।
এবার আমার কাছে মনে হলো বিকাশে পেমেন্ট করা আমার জন্য সুবিধাজনক। তাই বিকাশকে বেছে নিলাম। ছাড়া আপনি চাইলে তাদের আরো পেমেনট মেথড আছে, যেমনঃ মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, পেপাল।
আপনার ইচ্ছা মত সিলেক্ট করে নিলেই হলো।
এবার বিকাশে পেমেন্টের পেইজ চলে আসল এবং আমি আমার সকল তথ্য দিয়ে পেমেন্ট করে নিলাম।
দেখুন আমার প্যাকেজ এক্টিভ হয়ে গেছে।
এছাড়া hoster plan এর আরো অনেক সুবিধা রয়েছে, যেমনঃ ডোমেইন ক্রয়, রিসেলার হোস্টিং ক্রয়, প্রাইভেট সার্ভার, সহ আরো অনেক সুবিধাজনক হোস্টিং প্ল্যান।
আরো বিস্তারিত দেখতে HhosterPlan.Com
আশা করি ভালো লেগেছে।
অনেকের অনুরোধে আমি আগামী পোস্টে দেখাব কিভাবে নিজেই নিজের ইমেইল স্পুফিং সাইট বানাতে পারবেন।তাই ট্রিকবিডির পাশেই থাকুন।
8 thoughts on "ওয়েব হোস্টিং নিয়ে আর কোনো চিন্তা নেই, দেখে নিন বছরের সেরা hosterplan.com থেকে মাত্র ৬৬ টাকায় xyz ডোমেইন এবং সকল অফারে ৫০% ছাড়"