webhostaeba আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি অনেকের কাছেই দেশি হোস্টিং এর কথা মাথায় আসলে এটিও আসে। কারন এদের সিস্টেম এবং প্রোডাক্ট কাস্টিং এবেলিটি খুব দারুন।

তাই আজকে দেখেনিন কিভাবে খুব সহজে এবং যথেষ্ট কম খরচে আপনার সাইটের জন্য হোস্টিং নিবেন। আর অনেকেই গুগল ব্লগারে আপনাদের সাইট রান করাচ্ছেন। তারা যত দ্রুত সম্ভব ব্লগার থেকে সরে আসুন। কারন এই ব্লগার গুগুলের এসিও তে রেংক ভালো দেয় না।

প্রথমেই Web Host Seba এর অফিশিয়াল সাইটে চলে যান। সেখানে গেলেই দেখতে পারবেন তাদের সকল প্রোডাক্ট এর ব্যপারে। যেমন .com ডোমেইন এর খরচ মাত্র ৭০০ রিনিউ খরচও কম।

আমার কাছে তাদের হোস্টিং প্যাকেজ গুলো খুব ভালো লেগেছে। যথেষ্ট কম দামে তারা তাদের সকল প্লানের সাথে দিচ্ছে:
20x Fast NVMe SSD | Bullet Proof Security | 100% Uptime | Free 30 Days Backup | Free SiteLock | Free SSL | DDOS Protection | Cpanel
হোস্টিং প্যাকেজ লিংক:
Best bd Web Hosting
আমার একটি মোটামুটি স্টোরেজ এর হোস্টিং লাগবে। তাই আমি ৫ জিবি ডিস্ক এবং ৫০০ জিবি মাসিক ব্যান্ডওইথ এর হোস্টিং নিব।

আমার কাছে নিজের ডোমেইন আছে। তাই আর নতুন করে ডোমেইন না নিয়ে আমার ডমেইন নাম লিখে ভেরিফাই করে নিচ্ছি।

এবার নরমালি চেকাউট করে দিচ্ছি।

এবার আমি আমার নাম, মেইল ঠিকানা, মোবাইল নম্বর, পাসোয়াড দিয়ে দিচ্ছি।

তাদের পেমেন্ট এ একাধিক অপশন রয়েছে। আমার বিকাশ ভালো লাগে কারন আমার পেপাল নেই। চোরকে বেধে মারলে সে বলে ব্যাথা পায় না কারন বাধার কারিনে সে লড়তে পারে না তাই আমার বিকাশের অবস্থা এমনি।

এবার চেকাউট করে নরমালি বিকাশ থেকে তাদেত পেমেন্ট করে দেওয়ার সাথে সাথেই এক্টিভ হয়ে যাবে আমার হোস্টিং।

দেখুন কিছু সময়ের মাঝেই আমার প্যাকেজ এক্টিভ করে দিয়েছে।

Webhostaeba এই কোম্পানিটাকে ভালো লাগার মূল করন হলো তাদের সারভার স্পিড অন্যদের ত্থেকে একধাপ এগিয়ে। এবং সেরা ব্যপার হলো সাপোট সিস্টেম। খুব আন্তরিক ভাবে তারা আমার একাধিক সমস্যার সমাধান দিয়েছে।
আশা করি এভাবেই আমাদের সাপোর্ট দিবেন এবং এভাবে চললে আপনাদের পরিবার আরো বড় হবে ইন শাহ আল্লাহ।
আজ এটুকুই। আগামীতে আরো নতুন কিছু নিয়ে হাজির হবো তাই থাকুন ট্রিকবিডির সাথে থাকুন আপডেটেট এবং web host seba চেক আউট করে আসুন। ধন্যবাদ।

7 thoughts on "সময়ের সেরা ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ নিয়ে এল webhostseba.com সাথে থাকছে আমার অভিজ্ঞতা"

  1. Zox Loop Author Post Creator says:
    tnq
  2. JonyKar2 Contributor says:
    যে জায়গাতে দাগ কেটেছেন তাতে তো কিছুই লেখা নেই
  3. Cyber mad Contributor says:
    Bro apnaka mail koresilam reply pai ni
  4. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply