গত পর্বে আমরা যে ব্লগ সাইটটি তৈরি করেছি, তার ডিজাইন এবং তাতে কিভাবে পোস্ট Publish করতে হয় তা নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে।
এর জন্য অবশ্যই আপনাকে আগের পোস্টটি সম্পুর্ন পড়তে হবে। পোস্টটি না পড়ে থাকলে নিচের লিংকে ক্লিক করুন ….
” নিজের Wifi Network এ তৈরি করুন Personal Blog সাইট | শুধু ১ মিনিটের ব্যাপার “
তো চলুন শুরু করি ….
HomepageDesign
Homepage এর সব ডিজাইন আর কোড index.html এ পাবেন।
তবে ওখানে যে about me, popular post আর blog post আছে ওগুলার জন্য আলাদা .html ফাইল রয়েছে।
index.html ওপেন করে Title & Footer এ আপনার নাম বসিয়ে দিন
about.html ও একইভাবে edit করতে হবে
WritingBlog
Blogs.html ফাইলে Blog এর Preview (Title, Description, Date, Author) ঠিক করার code পাবেন। তবে Full Blog, Blogs Folder এ পাবেন।
Blogs Folder এ একটা sample.html পাবেন। ঐ ফাইলে Title এর জায়গায় Post Title দিবেন আর Content এর জায়গায় Post লিখবেন। পোস্ট লিখতে কিছুটা HTML জানা লাগবে ?
ছবিগুলো Thumbnails Folder এ সেভ করে রাখবেন।
Extra Customizations
Website টি HTML দিয়ে তৈরি আর আপনি যাদি হালকা-পাতলা HTML জেনে থাকেন তাহলে অনেক কিছুই Change করতে পারবেন। যেমনঃ নতুন Page তৈরি, কালার Change অথবা Widget লাগানো ইত্যাদি।
শেষকথা
আসলে এগুলো সাধারণ মানুষদের জন্য না ? যাদের Web Designing নিয়ে আগ্রহ রয়েছে এবং যারা নিজের website তৈরি করা / HTML, CSS or Javascript শিখতে অনেক আগ্রহী তারা এই প্রজেক্টটা বাসায় ট্রাই করতে পারেন। এতে আপনি Web Developing নিয়ে ভালো ধারণা পাবেন ?
⚠️ যেকোন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন Telegram Channel এ (@mrasfi)। এছাড়া বিভিন্ন রকম Bot Trick Earning mod ইত্যাদি সম্পর্কে সবার আগে জানতে subscribe করে রাখুন আমার Telegram Channel ?
Tokhon onno app lagbe..
@nx-boy jeta bolse oitao hbe..
Pc er jonno alada lagbe.. Pc te r o valo website toiri kora jay XAMPP diye
https://trickbd.com/wordpress/536413
but hotspot on kore nijer wifi te kew connect korle browse korte parbe?