এই নিয়ে পোস্ট আগেও হয়েছে। তবে সেই স্ক্রিপ্ট টির ডাউনলোড লিংক Expired হইছে! তাই আমি এটি নতুন করে আরেকটু বিস্তারিত ভাবে স্ক্রিপ্ট এর ৪ টি লিংক দিয়ে পোস্ট টি করলাম। পরবর্তীতে যাতে আর কাউকে এই স্ক্রিপ্ট নিয়ে পোষ্ট করা না লাগে।


আসসালামুয়ালাইকুম! trickbd তে এটা আমার প্রথম পোস্ট!
যদিও আমি ২০১৬ সাল থেকে ট্রিকবিডির সাথে আছি। আপনারা যারা ফ্রিবেসিক দিয়ে ফ্রিনেট চালাইছেন তারা আমাকে হয়ত চিনবেন। কারন আমি প্রথমে প্রক্সি সার্ভার মাধ্যমে ফ্রি ব্যাউজিং করে দিছিলাম এবং পরে আউয়াল ভাইয়ের কাছ থেকে স্ক্রিপ্ট কিনে ফ্রি ডাউনলোড ব্যবস্থা করেছিলাম। আমার সাইটগুলো নিয়ে ট্রিকবিডিতে কয়েকবার পোষ্ট ও করা হইছে।


দিন দিন ক্রিপ্টোকারেন্সি চাহিদা বাড়ছে। সেই সাথে ক্রিপ্টোকারেন্সি দামও বহুগুন বৃদ্ধি পেয়েছে। আজকে(27-02-22) ১ বিটকয়েন সমান ৩৩ লাখ টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টোকারেন্সি/বিটকয়েনের অনুমোদন দেয়নি।
এখন চাইলে এমন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওয়েবসাইট বানিয়ে ব্যবসা করতে পারেন।

ওয়েবসাইট বানাতে হলে অবশ্যই আপনার ডোমাইন & হোস্টিং থাকা লাগবে।

Demo link:

demo.parves.ml

স্ক্রিপ্ট ডাউনলোড লিংক:

1. Google Drive Link
2. One Drive link
3. Dropbox Link
4. Mega.nz Download Link


তিন ধাপে সাইট সেট আপ করব:
১. স্ক্রিপ্ট আপলোড
২. স্ক্রিপ্ট ইন্সটল
৩. গেটওয়ে & রেট সেটআপ


ধাপ ১

প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেলে লগইন করুন এবং File Manager যান।
তারপর public_html অথবা যে ফোল্ডারে আপলোড করতে চান।
ডাউনলোড করা স্ক্রিপ্ট সিলেক্ট করে আপলোড করুন।

100% হলে ব্যাকে এসে জিপ ফাইল Extract করুন। Extract complete হলে এমন দেখাবে।

আপনার স্ক্রিপ্ট ইন্সটল কম্পিলিট।

ধাপ ২

আবার আপনে হোস্টিং সিপ্যানেল থেকে নতুন ডাটাবেস, ইউজারনেম & পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে ডাটাবেসে এক্সসেস দিন।
এবার আপনার সাইটে যান, গেলে install.php নিয়ে যাবে & এমন
দেখতে পারবেন।


তারপর নিচের স্কিনসট এর মত করে আপনার ডাটাবেসের নাম, ইউজারনেম & পাসওয়ার্ড দিন এবং Title, Description, keywords,site name,site url address ভালোভাবে বসান।


এডমিন একাউন্ট এর জন্য ইউজার, পাসওয়ার্ড & ইমেইল দিন।

সবকিছু ঠিক থাকলে ইন্সটল সম্পূর্ণ হবে & এমন দেখাবে।
আপনার সাইট ভিজিট করে দেখুন প্রায় রেডি, এখন সুধু এক্সচেঞ্জ গেটওয়ে, রেট & লগো পরিবর্তন করলেই হবে।

ধাপ ৩

সাইট এডমিন প্যানেল এ লগইন করুন
url: yourdomain.com/admin
লগইন হলে ড্যাশবোর্ড দেখতে পাবেন
ড্যাশবোর্ড থেকে ডান কর্নার আইকন থেকে Gateways ক্লিক করুন।
এখানে দুইটা অপশন পাবেন Internal & External।
Internal এ বিটকয়েন সহ লাইটকয়েন এবং অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি সেট করতে পারবেন। আমি যেহেতু only TRX এক্সচেঞ্জ বানাব তাই External ক্লিক করলাম। ( External এ যেকোন ক্রিপ্টোকারেন্সি /ব্যাংক নাম দিতে পারবেন।)

Gateway জায়গায় ক্রিপ্টোকারেন্সি নাম দিন। আমি দিলাম TRON TRX, Currency তে USD দিলাম, Minimum ১ ডলার দিলাম & Maximum 100 ডলার দিলাম।
রিজার্ভ আপনার কত স্টক আছে সেটা দিন। ফি দিতে চাইলে দিতে পারেন না চাইলে ০০ দিবেন।

এখানে লক্ষ করুন Field 1-10 পর্যন্ত দুইটা করে দেখতে পাবেন।
কেউ যদি TRX বিক্সি করতে চায় তাহলে Field 1 উপরের টা দেখতে পারবে এবং সেটা তাকে ফিলআপ করতে হবে & কিনতে চাইলে নিচের টা দেখবে, এখনে নিচের বক্সে আমার TRX রিসিভার এড্রেস দিলাম। বাকি ঘরগুলো ফাকা রাখতে পারেন।


এই গেটওয়ে সেন্ড & রেসিভ করতে চাইলে মার্ক করে দিন, সেন্ড /রিসিভ ডিফল্ট করতে চাইলে মার্ক করে দেন।
যে গেয়ওয়ে দিছেন গুগল থেকে সেটার আইকন ডাউনলোড করে সিলেক্ট করুন।

একই ভাবে বিকাশ নামে আরেকটি গেটওয়ে বানাতে পারেন।

এবার এক্সচেঞ্জ রেট দিলেই কাজ শেষ,
এখানে আপনি 1$ TRX = কত টাকা বিকাশে দিতে চান, আমি 1$=88 টাকা সেট করে দিলাম

এবং TRX বিক্সি করার ক্ষেত্রে ৯০ টাকা = ১$ সেট করলাম

এবার আপনার সাইট দেখুন রেডি এক্সচেঞ্জ করতে গেলে এমন আসবে।

এভাবে এক্সচেঞ্জ রিকুয়েস্ট আসলে আপনার জিমেইলে মেইল যাবে এবং সাইট এডমিন থেকে দেখতে পাবেন।

Logo পরিবর্তন করবেন যেভাবে:

হোস্টিং সিপ্যানেল থেকে ফাইল ম্যানাজার>public_html>[ যেখানে script আপলোড করেছেন> assets>images>logo.png ডিলেট করে আপনার লগোটি logo.png রিনেম করে আপলোড করুন।

কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ধন্যবাদ


11 thoughts on "নিজেই বানান ক্রিপ্টোকারেন্সি বাই-সেল (Cryptocurrency Exchange) ওয়েবসাইট ! ( Bit Exchanger v2 স্ক্রিপ্ট ফ্রি)"

  1. Raj Bro Contributor says:
    Onk agei share kora hoyeche. Trickbd te
    1. Parves Akando Author Post Creator says:
      ami jani & post er shurutei likhechi…
      oi post gulor download link expired hoye geche
  2. S Contributor says:
    Nice
  3. Minar123 Contributor says:
    Nice post
  4. justjibon Contributor says:
    ভাই, আপনার পোস্ট অনুযায়ী সব ঠিকমত করেছি, কিন্তু ধাপ ২ তে গিয়ে সব ঠিক দেয়ার পরেও যখন “install” এ ক্লিক করে পুরা পেজ সাদা হয়ে থাকে। কিছুই হয় না। কিভাবে ঠিক করতে পারি এটা??
    1. Parves Akando Author Post Creator says:
      apni ki database create korechilen?
  5. justjibon Contributor says:
    জি ভাইয়া। কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই একই সমস্যা হচ্ছে। কি করতে পারি একটু বলবেন?? টেলিগ্রামে যদি নক দিতেন উপকার হতো @JustJibon
  6. Levi Author says:
    সুন্দর।
  7. rafisarker8989 Contributor says:
    ভাইয়া আপনি (.ml) ডোমেইন কই পাইলেন?

Leave a Reply