How To Get 12 Month VPS Hosting And Install Cyber Panel নিয়ে আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ-

 

How To Get 12 Month VPS Hosting And Install Cyber Panel আলোচনা শুরু করার আগে কিছু ব্যসিক জিনিস আপনার জানার প্রয়োজন আছে। যেমনঃ- 

VPS Hosting কি?

 

 

VPS = Virtual Private Server

 

Virtual Private Server টা হলো একটা ভার্চুয়াল মেশিন যা কিনা ইন্টারনেট হোস্টিং সেবা দেওয়ার জন্য বিক্রি করা হয়।

আর অন্যান্য হোস্টিং সার্ভিসের থেকে VPS Hosting এর মূল্য বেশী হয়ে থাকে সাধারণত। আর এটা অন্যান্য গুলোর থেকে ভালো পারফর্ম করে। যার ফলে আমি VPS Hosting টা কে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছি। 

What Is Cyber Panel:

 

 

 

Cyber Panel টা হলো ওয়েব হোস্টিং Control Panel সফটওয়্যার। এবং এর গ্রাফিকাল ইন্টারফেস রয়েছে পাশপাশি এটা অটোমেশন টুলস সরবরাহ করে থাকে। 

একটি ওয়েব সাইট হোস্ট করার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে৷ এটি একটি  কাঠামো ব্যবহার করে একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীকে টুলস এবং ফিচার গুলো নিয়ন্ত্রন করার ক্ষমতা দিয়ে থাকে।

 

 

 

আর এই CyberPanel ছাড়াও আপনি চাইলে CPanel, Plesk. Direct Admin, Webmin ব্যবহার করতে পারেন। 

তবে আমি CyberPanel সাজেস্ট করছি কারন এটা ফ্রি কোন এক্সটা চার্জের দরকার হয় না। আর আমার কাছে পার্সোনালি CyberPanel খুব পছন্দের। 

আশা করি VPS Hosting এবং CyberPanel সম্পর্কে ছোট খাটো ধারনা দিতে পেরেছি এবার চলুন আস্তে আস্তে মূল টপিকের দিকে যাওয়া যাক।

আমরা যেহেতু ওয়েবসাইট এবং এডসেন্স নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়েবসাইট হোস্ট রাখতে হবে।

সেক্ষেত্রে আমাদের যদি পার্সোনাল হোস্টিং থাকে তাহলে তো কথাই নেই এর উপর যদি হয় তা ১ বছরের জন্য ফ্রি সাথে 40 GB Storage,  Unlimited Database, Unlimited Email, Unlimited Website Host তাহলে তো সোনায় সোহাগা তাই না। 

আপনার মাসিক যে হোস্টিং খরচ টা আসতো তা বেচে গেলো।

 

 

 

How To Get 12 Month VPS Hosting And Install Cyber Panel

একবছরের জন্য যদি এই ফ্রি সার্ভিস টি নিতে চাই তবে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে।

 

  1. USA Number Verification
  2. Gmail Verification
  3. Card Verification 1 Time (1$)
 
নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনি Google Voice Number ট্রাই করতে পারেন যদি কাজ না হয় সেক্ষেত্রে পেইড নাম্বার ব্যবহার করতে হবে।
জিমেইল হলেই চলবে বাড়তি কিছু নিয়ে সমস্যা নেই।
আপনার একটা ইউ এস এর ব্যাংক একাউন্ট থাকতে হবে যেখানে ভার্চুয়াল কার্ড ও থাকে জাস্ট এক ডলার লোড করে নিলেই হবে।
 
ব্যাংকঃ Go2Bank/BlueBird/MoneyLion/Dave/Chime/Albert Etc আর এগুলো ক্রয় করা যায় একাউন্ট সো টেনশন নট।
 
এবার আমাদের প্রথম কাজ হলো নিচের লিংকে গিয়ে একাউন্ট করা। একাউন্ট করার সময় নাম্বার এবং কার্ড ভেরিফাই করে নিবেন সিম্পল স্টেপ। 
 
 

 

 
একাউন্ট খোলা থেকে শুরু করে নাম্বার এন্ড কার্ড ভেরিফাই হয়ে গেলে আমাদের কাজ শুরু এখন আমাদের সার্ভার বানাতে হবে এবং Cyber Panel ইন্সটল করতে হবে।
 
যেহেতু এটা অনেক লম্বা প্রসেস তাই স্ক্রিনশর্ট না দিয়ে সরাসরি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি দেখে নিন আর সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। 
 

 

 
 
Download
 
 
তাহলের আশা করি আজকে আমরা হোস্টিং একবছরের জন্য রেডি করে ফেলেছি এবার ওয়েবসাইট বানানোর পালা এবং এডসেন্স ট্রিক এর পরবর্তী স্টেপ।
 
তাই সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।
দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে অন্য কোন দিন।
চাইলে আমার ক্ষুদ্র ব্লগ থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।
লেখকঃ Cyber Prince

9 thoughts on "How To Get 12 Month VPS Hosting (133$ Free) And Install Cyber Panel ( Business Idea – 3 )"

    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  1. Sayem Contributor says:
    Vaiya onk din por dekha holo, good post.
    1. Cyber_Prince Author Post Creator says:
      Take Love Sir
  2. Mamun Ahmed Author says:
    FREE trail Service ki ekhon off kore dise?
  3. Sabbir Ahmed Author says:
    Oracle cloud er life time free trial newa jabe? /card pawar details jana jabe?
  4. Abir Islam Contributor says:
    vaiya bluebird er card ney na to..ki korte pari

Leave a Reply