আমাদের অনেকেরই ওয়েবসাইট আছে, এছাড়া অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন শিখেন। একটি ওয়েবসাইট তৈরি করতে এইচটিএমএল এর ভূমিকা অনেক বেশি।

একটি ওয়েবসাইটকে সুন্দরভাবে ডিজাইন করতে এইচটিএমএল এর ভূমিকা অপরিসীম। শুধু ডিজাইন নয়, একটি ওয়েবসাইটের অনেক কাজে এইচটিএমএল প্রয়োজন হয়। তাহলে চলুন আজকে আমরা এইচটিএমএল সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

• এইচটিএমএল (HTML) কি?
HTML এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language। ওয়েব ডেভলপাররা ওয়েব ব্রাউজারে তথ্য প্রদর্শন ও ওয়েবপেইজে তথ্য উপস্থাপন বা ফরম্যাট করতে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে।

• এইচটিএমএল এর কিছু ফরমেট:
১. <b> Bold text </b>
২. <strong> Important text </strong>
৩. <i> Italic text </i>
৪. <em> Emphasized text </em>
৫. <mark> Marked text </mark>

৬. <small> Small text </small>
৭. <del> Deleted text </del>
৮. <ins> Inserted text </ins>
৯. <sub> Subscript text </sub>
১০. <sup> Superscript text </sup>

• এইচটিএমএল এর কাজ:
ওয়েব ডেভেলপাররা ওয়েব পেজে টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরম‍্যাট করতে এই ভাষা ব্যবহার করেন। এইচটিএমএল মূলত কতগুলো মার্ক-আপ ট‍্যাগের ধারা তৈরি হয়, যা ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করে।

এইচটিএমএল ফাইল সাধারণভাবে ওয়েব পেজ নামে পরিচিত। কয়েকটি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করা যায়।

যেকোন ধরনের “টেক্সট এডিটর” ব্যবহার করে ওয়েব পেইজের জন্য নিয়ম মাফিক লেখাসমৃদ্ধ (মানে, নির্দিষ্ট ট্যাগ) এইচটিএমএল ফাইল তৈরি করা সম্ভব।

• এইচটিএমএল কোথায় শিখবো:
আপনি চাইলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখে এইচটিএমএল শিখতে পারেন। তবে এইচটিএমএল যেহেতু সম্পূর্ণ লেখার উপর নির্ভরশীল, তাই আপনি যখন ভিডিও গুলো দেখবেন আপনার বোরিং মনে হবে। তাই ভালো কোন কোচিং সেন্টারে গিয়ে শিখতে পারেন। সেখানে অনেক মানুষ থাকবে, এতে আপনার বোরিং মনে হবে না। তবে উল্টাপাল্টা কোন কোচিং সেন্টারে গিয়ে অযথা টাকা নষ্ট করবেন না।

আপনি চাইলে আপনার উইন্ডোজ এর নোট প্যাড ব্যবহার করেও এইচটিএমএল লিখতে পারবেন। তবে এইচটিএমএল লেখার জন্য আলাদা কিছু সফটওয়্যার (যেমন: Simple Text, Emacs, VI EDITOR ইত্যাদি) থাকে, সেগুলো ব্যবহার করাই ভালো। কারণ এগুলোতে কিছু ফিচার থাকে, যেগুলো আপনার এইচটিএমএল এক্সপেরিমেন্টসকে আরও সহজ করবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

অনলাইন ইনকাম কি? কিভাবে অনলাইন ইনকাম করা যায়

ই-সিম (Embedded Sim) কি? ই-সিম এর সুবিধা এবং অসুবিধা What is esim in Bengla

6 thoughts on "এইচটিএমএল (HTML) কি? এবং এইচটিএমএল এর কাজ সম্পর্কে জেনে নিন"

  1. Luxman Author says:
    আরে ভাই এসব নিয়ে হাজার হাজার টিউটোরিয়াল আছে।তাই ব্যাতিক্রম কিছু নিয়ে পোষ্ট করেন।
    1. Md Nuhu Author Post Creator says:
      ok. thanks
  2. Shakib Contributor says:
    Great Post‼️
    1. Md Nuhu Author Post Creator says:
      Thanks
  3. Naim sdq ⚠ Author says:
    আপনি নতুন শিখলেন??

Leave a Reply