আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে Wapkiz এ CSS ব্যাবহার করা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

আজ ওয়াপকিজে CSS শেখানোর ২য় পব । আগের দিনে CSS তৈরি করা শিখিয়েছিলাম । আজ এর কাজটা শিখিয়ে দেব । তাহলে অনেক কাজই তৈরি করতে পারবেন । তো চলুন শিখে নেওয়া যাক ।

» প্রথমে Panel mod এ যান ও Html code অপশনে ক্লিক করুন ।


» এখন আপনি আপনার কোডটি অথবা টেক্সট বসিয়ে দিন । যেমন আমি দিয়েছি ।

» তারপর Div class অপশনে আপনার দেওয়া classname দেখতে পারবেন । Classname টি সেলেক্ট করুন । যেহেতু আমি তৈরি করেছিলাম muhit দিয়ে । তাই আমি Muhit সেলেক্ট করেছি ।

» তারপর দেখুন CSS অনুযায়ী ব্যাকগ্রাউন্ড লাল ও ফন্ট সাদা হয়েছে ।


তাহলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ও ফন্টের জন্য কোন কোড বসাতে হয় নি । এভাবে অনেক Html এ একই CSS ব্যাবহার করতে পারবেন । এভাবে CSS তৈরি করুন ও Html এ ব্যাবহার করুন । প্রয়োজনে আপনি ডিজাইনের জন্য Div class দেখে CSS এডিট করতে পারেন । কোন সমস্যা হলে কমেন্ট করতে পারেন । পরবতীতে পবতে আর বিস্তারিত দেওয়া হবে । তখন ভালোভাবে বুঝতে পারবেন ।

আপনি চাইলে Div class সেলেক্ট করার পরিবতে কোডের আগে start tag( কোড start tag /div end tag ব্যাবহার করতে পারেন । এতেও CSS এর সুবিধা নিতে পারবেন ।

তো আজ এতটুকুই ছিল ।

5 thoughts on "ওয়াপকিজে CSS শিখুন (২য় পব)"

  1. Avatar photo Md Mahabub Khan Author says:
    ভাই এটা করে কি হবে
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      অনেকগুলো ডিজাইন সহজে করা যাবে ।
  2. Avatar photo Md Mahabub Khan Author says:
    artical-com.wapkiz.com এই সাইট টা আমি কিভাবে সাজাতে পারি?

    আমি সাইট টাকে ট্রিকবিডির মত করতে চাই।
    দয়া করে সাইটিতে দেখে ঘুরে আসুন কি কি কাজ করতে হবে।

  3. mrfarhanisrak Levi Author says:
    ব্লগার নিয়ে পোস্ট চাই।

Leave a Reply