এই টিউটোরিয়াল এ আমি মাত্র ৪৯ টাকায় কিভাবে প্রিমিয়াম ডোমেইন কিনবেন তা জানাবো। এই ট্রিক টি ১০০%   কার্যকরী এবং আপনারা পোস্ট এর শেষ পর্যন্ত ফলো করলে অবশ্যই ৪৯ টাকায় ডোমেইন কিনে ফেলতে পারবেন। ডোমেইন এর সাথে যা যা থাকছে।

  • ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল
  • DNS ম্যানেজমেন্ট
  • যেকোন সময় রিনিউ / ট্রান্সফার করার সুবিধা
  • প্রাইভেট নেইমসার্ভার জেনারেট
  • ডোমেইন ফরওয়ার্ড / রিডাইরেক্ট
  • ডোমেইন লক & WHOIS প্রোটেকশন

এখানে বলে রাখা ভালো যে ডোমেইন গুলোর অরিজিনাল প্রাইজ ৯৯ টাকা। আমরা ৪৯ টাকায় কিভাবে কিনবো সেটাই এই আর্টিকেল এ আলোচনা করা হবে।

প্রথমে আমারহোস্টার অ্যাফিলিয়েট পেইজে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এফিলিয়েট সাইন আপ এ ৫০ টাকা বোনাস, এই বোনাস ব্যালান্স টাই আমরা কাজে লাগাবো ডোমেইন এর প্রাইজ কমানোর ক্ষেত্রে ?️

অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে

একই সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রাম টা অনেক ইন্টারেস্টিং, এখানে আপনি পেইজ এর ডিটেইলস গুলো পরে নিতে পারেন। অ্যাফিলিয়েট সাইনাপ করলে আপনি একটি ইউনিক লিঙ্ক পাবেন এবং হোস্টিং কিন্তে ইচ্ছুক এরকম কাউকে রেফার করলে সে যত টাকার সার্ভিস কিনবে আপনি সেটার ৩০%   কমিশন পাবেন। অর্থাত কেউ যদি আপনার রেফারেল এ ১০০০ টাকার কোন হোস্টিং প্যাক কিনে তাহলে আপনি সেখান থেকে ৩০০ টাকার মত পেয়ে যেতে পারেন।

৫০০ টাকা অ্যাফিলিয়েট ব্যালেন্স হলেই উইথড্র করতে পারবেন অথবা সেটা ব্যবহার করে আপনি কোন সার্ভিস কিনে ফেলতে পারেন। এখন আমরা বোনাস ব্যালেস দিয়ে ডোমেইন এর মূল্য কমিয়ে মাত্র ৪৯ টাকায় কিনবো।

যাহোক, অ্যাফিলিয়েট সাইনাপ এ ক্লিক করলে লগিন পেইজে চলে আসবেন। অর্থাত আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে লগিন করবেন অথবা রেজিস্ট্রেশন করে নিবেন নতুন একটা অ্যাকাউন্ট।

 

এরপর আমার হোস্টার প্যানেল এ চলে আসবেন। হিডার মেনু তে Affiliate এ ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েট অ্যাক্টিভেশন এর পেইজে চলে যাবেন। এখান থেকে আপনাকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে কিতে হবে স্কৃনশট অনুযায়ী।

 

অ্যাফিলিয়েট অ্যাকটিভেট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কমিশন ব্যালেন্স এ ৫০ টাকা দেখতে পারবেন।

এখানে আপনার যে ইউনিক রেফারেল লিঙ্ক আছে সেটাও পাবেন। এই লিঙ্ক আপনি যেকোন যায়গায় শেয়ার করতে পারেন যেমন আপনার ওয়েবসাইট / ইউটিউব চ্যানেল / ফেসবুক গ্রুপ পেইজ বা প্রোফাইল বা অন্য কোন প্লাটফর্ম। আরকি আপনার লিঙ্ক এ কেউ ক্লিক করে কোনোকিছু কিনলেই আপনি কমিশন পাবেন। আর এখানে সে ভিজিটর  এর কুকি ৬০ দিনের জন্য সংরক্ষিত থাকে, অর্থাত সাথে সাথে না কিনে  ৬০ দিনের মধ্যে কিনলেও আপনি ইকাম করতে পারবেন।

এরপর আপনি ডোমেইন রেজিস্ট্রেশন পেইজ এ আসবেন এবং আপনার পছন্দের ডোমেইন সার্চ করবেন। এখানে ৪৯ টাকায় XYZ, FUN, PW ডোমেইন গুলোই কেনা সম্ভব হবে যতদূর আমি দেখেছি।  তবে আপনার যা ৫০ টাকা কমিশন সেটা অন্য যেকোন সার্ভিস কেনার সময় এই অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন ডটকম এর প্রাইজ ৭৯৯ আর আপনি ৫০ টাকা কমিশন অ্যাপ্লাই করলে সেটা মাত্র ৭৪৯ টাকা হয়ে যাবে।

যাহোক ডোমেইন সার্চ করে কার্ট এ অ্যাড করে নেবেন।

আপনার হোস্টিং এর নেইমসার্ভার দিবেন। আমারহোস্টার ক্লাউড হোস্টিং এর নেইমসার্ভার দিলাম আমি। ক্লাউড হোস্টিং আপনি ফ্রী তে শুরু করতে পারেন। কোন সাইনাপ চার্জ নেই।

চেক আউট পেইজ এ ৯৯ টাকা দেখতে পারবেন কিন্তু পরের ধাপ এ আমরা সেটা ৪৯ টাকা করবো ?️

পরবর্তী পেইজ এ আপনাকে

  • Apply 50 Taka সিলেক্ট  করে দিতে হবে।
  • পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে, আপনি ম্যানুয়ালি বা আমারপে গেটওয়ে দিয়ে অটোমেটিক পেমেন্ট করতে পারেন।
  • Terms অ্যাক্সেপ্ট করে অর্ডর প্লেস করতে হবে।

এবার আপনি টোটাল পেয়্যবল অ্যামাউন্ট দেখতে পারবেন মাত্র ৪৯ টাকা।

এখন আপনি পেমেন্ট সম্পূর্ণ করলেই ডোমেইন অ্যাক্টিভেট হয়ে যাবে ?️

 

আশা করছি আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার মতে ডোমেইন গুলোর সর্বনিম্ন প্রাইজ এখন আমার হোস্টার ই দিচ্ছে। কোন সমস্যা হলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে নতুন নতুন পোস্ট নিয়ে আসব ইনশাল্লাহ। বিশেষ করে হোস্টিং সঙ্ক্রান্ত যেকোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন!

26 thoughts on "মাত্র ৪৯ টাকায় প্রিমিয়াম ডোমেইন কেনার ট্রিক ?️ FUN PW XYZ Domain Hack"

  1. D3* Contributor says:
    Oi balance diye akhon purchase kore jacche nah
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      টিউটোরিয়াল টি সম্পূর্ণ ফলো করুন অবশ্যই হবে। প্রথমে আপনাকে অ্যাফিলিয়েট এ সাইনাপ করে বোনাস কালেক্ট করতে হবে তারপর ডোমেইন অর্ডর করতে হবে।

      কোন সমস্যা হলে আমার হোস্টার এর লাইভ চ্যাট এ নক করুন তারা হেল্প করবে।

      আমাকেও ফেসবুক এ মেসেজ করতে পারেন।
      https://m.me/mroxidane

  2. Tech Noyon Contributor says:
    Wapka Tha Jha Hosting Deya hoi oi gola ki hosting ogola ki valo hosting
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      Wapka / wapkiz diye production site run korte parben na. Sudhu HTML CSS & some JS akdom newbie der jonne Wapka er moto site gula.
    2. Mr Oxidane Contributor Post Creator says:
      free konokichu na niye kichu taka khoroch kore premium service use korle better hobe.
  3. Tech Noyon Contributor says:
    Vai ami ekhon new seo and wp somporka kom darona kicu din jak shob kicu sheke ekdom ready hoiya wp tha direct transfer hobo ar wapka theke kicu halka income kore nibo eai website thar post gola tik asha kina dekhon tho keyword+other tik asha kina web: webmash.xyz
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      Ok sikhen, good luck ?️

      Website link comment e share korben na kindly, spam mark kora hote pare. Kono janar thakle amake fb te message koriyen.

  4. Tech Noyon Contributor says:
    Website tik acha ki
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      Ji thik ache
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      Thank you ?️
  5. Tech Noyon Contributor says:
    Vai amar site jebabe content oi vabe content likle adsense pabo ar on page seo hoise ki tik tak
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      Vai trickbd SEO category te dekhun onek helpful content paben inshAllah. Ami adsense SEO expert na tai bolte parchi na.
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      আপনি পোস্ট এ দেয়া পদ্ধতিতে অর্ডর প্লেস করুন যদি না হয় তাহলে একটি লাইভ চ্যাট, মেসেঞ্জার বা সাপোর্ট টিকেট ওপেন করুন কমিশন ব্যালেন্স কনভার্ট করে অর্ডর টোটাল আপডেট করে দেবে।

      https://panel.amarhoster.com/contact.php

  6. Sadaq Contributor says:
    সমস্যা তো ডোমেইন কেনা নিয়ে না, রিনিউ করতে তো বেশি খরচই লাগে। এটা কমানোর কোন উপায় আছে?
  7. Mr Oxidane Contributor Post Creator says:
    ভাই XYZ ডোমেইন এর রিনিউ সব জায়গাতেই বেশি। এই কোম্পানি শুধু প্রথম মাসে ১ ডলারে দেয় পরবর্তীতে মাসে বাড়িয়ে দেয়।

    এটা এভয়েড করতে সবথেকে ভালো হয় যদি আপনি .pw ডোমেইন ব্যবহার করেন। এটির রিনিউ চার্জ অনেক কম।

    এখানে ডোমেইন এর সব প্রাইসিং পাবেন।
    https://panel.amarhoster.com/domain/pricing

  8. Abu Sayed Contributor says:
    They are using null cpanel license!
    Verify here: https://verify.cpanel.net/app/verify?ip=amarhoster.com
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      Where did you get the cPanel* in domain?

      And cPanel licenses are not verified by the domain.

  9. Aburaihan22 Contributor says:
    Bangladeshi valo kono domain server ache ki bkash e payment kora jabe emon
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      জ্বি আছে।

      এখানে নিতে পারেন বিকাশ পেমেন্ট।
      https://amarhoster.com/

  10. Shawon460 Contributor says:
    ভাই এই ডোমেইন দিয়ে কি আমি smm প্যানেল চালাতে পারমু?

Leave a Reply