আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আগের এক পোস্টে ওয়েবস্টোরি কি এটা পোস্ট করেছিলাম?
না দেখে থাকলে দেখে নিন এখান থেকেঃ

Web Story কি? Web Story থেকে কিভাবে ইনকাম হয় ও এর মাধ্যমে কিভাবে Website এ ভিজিটর নেওয়া যায়? [Part – 1]

আজকের এই পর্বে দেখাবো কি করে ব্লগ সাইটের জন্য ওয়েবস্টোরি তৈরী করতে হয়।

ব্লগ সাইটে ওয়েব স্টোরী তৈরী করার জন্য প্রথমে আপনাদের এই ওয়েবসাইট যেতে হবেঃ

https://makestories.io/

এরপর এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে এটা ওয়েব ভার্সন একটি ওয়েবসাইট মোবাইলে স্ক্রিনে এটা সাপর্ট করবে না। তাই সব সময় খেয়াল রাখবেন যেন ডেস্কটপ মুডে থাকে।

নয়ত এমন এলার্ট আসবেঃ

সাইটে যাবার পর ডেস্কটপ মুড অন করুন।
যারা না পারেন তাদের জন্য দেখিয়ে দেওয়া হলঃ

এর পর signup for free

এখানে আপনার জিমেইল দিয়ে লগিন করে নিনঃ

এরপর টিউটোরিয়াল স্কিপ করে দিন

এখন আপনার স্টোরি টপিক সিলেক্ট করতে ও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করে দিন।

এরপর ড্যাশবোর্ডে চলে যান।

এবার ক্রিয়েট নিউ স্টোরি

এরপর আপনাদের সামনে সাদা একটি পেইজ আসবে এটাতেই আপনাদের স্টোরি টি সাজাতে হবে।
স্টোরি সাজানোর টিউটোরিয়াল অনেক পেয়ে যাবেন ইউটিউবে এটা পোস্ট আকারে দেওয়া সম্ভব হয় নি।
এখানে বিভিন্ন টেম্পলেটস দেওয়া আছে স্টোরির আপনারা নিজেরা তৈরী করতে না পারলে এসব টেম্পলেট ব্যবহার করতে পারেন।
আমি দেখানোর জন্য টেম্পলেট ব্যবহার করছি।

টেম্পলেট নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ

এগুলো হল টেম্পলেট

এখান থেকে আপনাদের পছন্দের টেম্পলেট বেছে নিন।

সিলেক্ট করতে + বাটনে ক্লিক করুন।

স্টোরী পাবলিশ করার জন্য মিনিমাম ৫ টা স্লাইড থাকতে হবে। স্লাইড বা পেইজ ৫ টা তৈরী করে নিবেন। একটা স্লাইডে স্টোরি পাবলিশ হবে না।

স্টোরির যেকোন এলিমেন্টসে লিংক বসানোর জন্য আপনি সেই এলিমেন্টসের উপরে ক্লিক করুন তারপর নিচের মত on click open link অন করে সেখানে শুধু লংক টা বসিয়ে দিন।

এখন কথা হল স্টোরি কিভাবে পাবলিশ করবো?

স্টোরি পাবলিশের জন্য পাবলিশে ক্লিক করুন।

এরপর আপনার নাম লগো ফাভিকন ইত্যাদি চাইবে সব দিবেন।

পরের ধাপে এসইও ইনফোর্মেশন দিতে হবে।

এর পরের ধাপে স্টোরি তে কি কি ভুল আছে তা শো করবে সেগুলো ফিক্স করে নিতে হবে

এরপর আপনার গুগল এনালিটিক্স একাউন্ট এর ট্রাকিং আইডি দিতে হবে।

আর যদি সাইটে এডসেন্স থাকে তাহলে এডসেন্স কোড বসাবেন

এর পরবর্তী ও শেষ ধাপে আপনাদের ডোমেইন যোগ করতে বলবে। আপনারা আপনাদের সাইটের ডোমেইন এখানে বসাবেন।

এরপর একটি সাব ডোমেইন নেইম বসাতে হবে আমি story দিলাম

এরপর আপনাদের দুইটি রেকর্ড দেওয়া হবে এই দুইটা রেকর্ড আপনাদের ডোমেইন এর ডিএনএস এ যোগ করতে হবে।

বাস এই কোড এখন আপনার সাইটের যেকোন জায়গায় ব্যবহার করুন।

ভাই লেখতে লেখতে হাত ব্যথা হইয়া গেলো ?।
যাই হোক যথেষ্ট বুঝানোর চেষ্টা করেছি তাও না বুঝাতে পারলে আমার অপারগতা। ইউটিউবে এ ব্যপারে অনেক হেল্প পেতে পারেন। আর না হয় আমাকে ইনবক্স করতে পারেন বুঝিয়ে দিবো ইনশা আল্লাহ। ?।

যেকোন ধরণের ওয়েবসাইট বানাতে চাইলে যোগাযোগ করুনঃ

  • আমার ওয়েবসাইট থেকে কিনুনঃ Hridoymini
  • আমার টেলিগ্রাম চ্যানেলঃ Hridoymini.com Web Sell
  • 30 thoughts on "Blogger সাইটের জন্য কি করে Web Story তৈরী করে তা সাইটে Add করবেন। [ part – 2 ]"

    1. Avatar photo Saif Contributor says:
      ধন্যবাদ শেয়ার করার জন্য।
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Welcome
    2. mrfarhanisrak Levi Author says:
      ব্লগারে Webstory বানালে নাকি amp ইস্যু দেখা দেয়?
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Amp use kori na bolte parina…
      2. mrfarhanisrak Levi Author says:
        Amp ইউজ না করেও দেখা দেয়।
      3. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Na
    3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      Share করে ভালো করেছেন,

      অনেক উপকার হলো

      1. mrfarhanisrak Levi Author says:
        কিভাবে উপকার হলো?আপনি ব্লগিং করেন??
      2. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Tnx
      3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
        You are welcome ?
      4. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
        Levi: ছোট খাটো করি ব্লগিং
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Tnx
      2. Avatar photo abir Author says:
        Welcome
    4. Avatar photo Shakib Expert Author says:
      thanks for share vai
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Welcome
    5. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
      share er jonno dhonnobad
    6. Avatar photo Shuvobd71 Contributor says:
      ধন্যবাদ ভাই সুন্দর করে পোষ্ট টা করার জন্য ?
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        ?????
    7. Avatar photo Md Mahabub Khan Author says:
      যদি ও আপাতত কাজে লাগেনি তবে শিগ্রই কাজে লাগবে ইনশআল্লাহ।
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Insha allah
    8. Avatar photo MD Tamim Ahmed Contributor says:
      next part kobe deben?
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Thanks
    9. Avatar photo anamika Subscriber says:
      ব্লগারের জন্য প্রিমিয়াম থিমস পাওয়া যায় কোথায়?
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Themeforest
    10. Avatar photo Mubassir Ahmed Siddique Contributor says:
      কন্টিনিউ পোস্ট করেন।
      1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
        Insha allah
    11. Avatar photo Minhaj sakib Expert Author says:
      webstory monitization process need

    Leave a Reply