بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারন একটি AI দ্বারা পরিচালিত ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যেমে আপনারা যেকোন ভিডিওকে মাত্র এক ক্লিকে অসাধারন ভাবে শর্ট ভিডিও বানাতে পারবেন।

আর ঐ শর্ট ভিডিও গুলোর মাঝে অটোমেটিক ভাবে র্নিভুল সাব টাইটেল সহ অনেক সুন্দর ভাবে এডিট ভিডিও আপনাকে তৈরী করে দিবে AI.

শুনে নিশ্চয় অনেক অবাক হয়ে যাচ্ছেন ।প্রথমতো আমিও অনেক অবাক হয়ে গেছিলাম ।আরো বেশি অবাক হয়েছি যে আপনি এই ওয়েবসাইটটিতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড না করে শুধুমাত্র ভিডিওটির লিংক কপি করে ঐ ভিডিওটির অনেক গুলি শর্ট ভিডিও বানাতে পারবেন।

তাহলে চলুন এই অস্থির AI ওয়েবসাইটটি দেখে নেওয়া যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করুন Vizard.ai

এরপর এই ওয়েবসাইটটি ব্যাবহার করার জন্য আপনার জিমেইল অথবা ইমেইল দিয়ে একটিভ করতে হবে। এ জন্য আপনার কাংক্ষিত জিমেইল/ইমেইল আইডি দিয়ে ওয়েবসাইটটিতে লগিন করে নিবেন।

এখন আপনারা নিচে দেখুন দুটি টুলস রয়েছে যেখানে লেখা রয়েছে Paste Youtube Link here to get clips আপনি যদি ইউটিউব ভিডিও থেকে শর্ট ভিডিও বানাতে চান তাহলে ইউটিউবের ভিডিও লিংক কপি করে এই বক্সে পেস্ট করলেই শর্ট ভিডিও বানাতে পারবেন।
আর যদি আপনি আপনার নিজস্ব ভিডিও দিয়ে বানাতে চান তাহলে Upload এ ক্লিক করে আপনার ফাইলের ভিডিও আপলোড করে দিলেই হয়ে যাবে।

যেহেতু আমি ইউটিউব থেকে ভিডিও বানাবো তাই আমি ইউটিউবের একটি ভিডিওর লিংক কপি করে নিলাম

এরপর ঐ ওয়েবসাইটটিতে পেস্ট করে Get Clip এ ক্লিক করলাম

ক্লিক করার পর আমাকে এইখানে বলা হচ্ছে আমি কেমন ভিডিও বানাতে চাচ্ছি? এর জন্য আমাকে কিছু টুলসের ব্যাবহার করতে বলা হচ্ছে ।

এখন আমি ভিডিওর ভাষাটি ইংরেজি করে দিয়েছি।
বি:দ্র: এইখানে বাংলা কোন ভাষার কোন অপশন নেই তাই আমি বাংলা ভিডিও আপলোড করেনি।
এরপর আমাদের প্রতিটি শর্ট ভিডিও হবে ৩০-৬০ সেকেন্ড এর।আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সময় সিলেক্ট করতে পারবেন।
এখন আমাদের শর্ট ভিডিও বানানোর জন্য Continue তে ক্লিক করবো

দেখুন আমার ভিডিওটির কাজ অলরেডি AI শুরু করে দিয়েছে।এখন শুধুমাত্র একটু অপেক্ষা করা বাকি

এখন দেখুন আমার ১৩ মিনিটের ভিডিওটিতে মোট ৭টি শর্ট ভিডিও বানিয়ে দিয়েছে AI.

সেই সাথে ভিডিওর সাবটাইটেল ভিডিওর টাইটেল নামও তৈরী করে দিয়েছে।

এখন আপনি যদি মনে করেন আপনার ভিডিওর সাবটাইটেল বা কিছু এডিট করার প্রয়োজন রয়েছে তাহলে Edit এ ক্লিক করে এডিট করতে পারবেন ।আর যদি মনে করেন আাপনার ভিডিওটির সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে Exporte ক্লিক করতে পারবেন।

এডিট অপশনে কি কি টুলসের কাজ রয়েছে আপনাদের দেখানোর জন্য আমি এডিট বাটনে ক্লিক করলাম।

ভিডিও এডিট টুলসে আপনি আপনার শর্ট ভিডিওটির যে ক্যাটাগরি পাবেন।

সাব টাইটেল – অনেক সময় ভিডিওর সাথে সাবটাইটেল নাও মিল থাকতে পারে এজন্য আপনি ভুল শব্দ গুলি এডিট করতে পারবেন এবং সাবটাইটেল বিভিন্ন ইফেক্ট অনুযায়ী তৈরী করতে পারবেন।

ভিডিও টেমপ্লেট – আপনি আপনার শর্ট ভিডিওতে এক্সট্রা ভিডিও টেমপ্লেট ব্যাবহার করতে পারবেন।

মেডিয়া – আপনার শর্ট ভিডিওতে আপনার ফাইলের ছবি বা ভিডিও যোগ করতে পারবেন ওভারলে হিসেবে।

টেক্সট – ভিডিওর মাঝে লেখালেখির জন্য এই টুলসের ব্যাবহার করা হয়

ব্যাকগ্রাউন্ড – আপনি আপনার পচ্ছন্দ অনুযায়ী ভিডিওর ব্যাকগ্রাউন্ড চয়েজ করতে পারবেন।

ব্র্যান্ড(আপনার লোগো) – এই টুলসের মাধ্যেমে আপনি আপনার শর্ট ভিডিওতে আপনার নিজস্ব লগো বসাতে পারবনে।
ভিডিও এডিট শেষ হয়ে গেলে Export এ ক্লিক করবেন

Export এ ক্লিক করার পর দেখবেন নিচে ডাউনলোড অপশন রয়েছে ঐখানে ক্লিক করে আপনার ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।

সবশেষে আমাদের শর্ট ভিডিওটি এখন দেখে নেওয়া যাক

বি:দ্র: যেহেতু আমরা এই ওয়েবসাইটটি ফ্রি ব্যাবহার করেছি তাই আমাদের শর্ট ভিডিওটিতে তাদের ওয়াটার মার্ক থাকবে।আপনি যদি ওয়াটার মার্ক রিমুভ করতে চান তাহলে তাদের নিদির্ষ্ট প্যাকেজ থেকে তাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন।

খুব সহজেই অসাধারন ভাবে AI দিয়ে শর্ট ভিডিও বানানোর জন্য আমার কাছে এই ওয়েবসাইটটি বেস্ট মনে হয়েছে।আপনাদের কাছে কেমন লেগেছে অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

4 thoughts on "যেকোন ভিডিওকে শর্ট ভিডিওতে রুপান্তরিত করুন AI দিয়ে খুব সহজেই With Vizard Website"

  1. Abdus Sobhan Author says:
    vaiya apnar ending style ta copy korlam
    1. Sohelarman4374 Author Post Creator says:
      ??
  2. Shakib Expert Author says:
    osthir siteee
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Ji vai

Leave a Reply