ডোমেন হল ইন্টারনেটে একটি Address যা আপনার বা আমার জন্যে বিভিন্ন Website অ্যাক্সেস করা সহজ করে তোলে। উদাহরণস্বরূপ, “trickbd.com”-এইখানে “trickbd” হল নাম এবং “.com” হল ডোমেনের প্রকার৷
এটি কম্পিউটারের সংখ্যাসূচক ঠিকানাকে মানুষ এর জন্য ইজি করার জন্যে ব্যবহার করা হয় । আশা করি আপনারা বুঝতে পেরেছেন ।
একটি সাবডোমেইন হল একটি প্রধান ওয়েবসাইটের একটি শাখার মতো, এর সাহায্যে আমরা আমাদের মেইন ডোমেইন এর একটি পৃথক বিভাগ বা পরিষেবা প্রদান করতে পারি । উদাহরণস্বরূপ, “blog.example.com” এ “blog” হল “example.com” এর একটি সাবডোমেন।
এটি একটি বিশাল ওয়েবসাইট বা ডোমেনের কার্যক্রম গুলো কে সহজ এবং স্বতন্ত্র করতে সহায়তা করে থাকে ।
আসলে বন্ধুরা ডোমেইন কিনতে মুলত আপনাকে টাকা গুনতে হবে । তাই আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনারা ৩২০০০+ ডোমেইন এর সাব ডোমেইন ফ্রি তে এক্সেস করতে পারবেন।
এবং এই ডোমেইন গুলোর DA (Domain Authority) ও অনেক হাই। আপনি চাইলে টেস্টও করতে পারবেন ।
এখন কথা হচ্ছে আমরা এই ডোমেইন গুলো কি কি কাজে লাগাতে পারব !
১। যদি আপনার কোন সাইট কোন দেশ এ ব্লক হয়ে থাকে তাহলে সেই দেশে আপনি চাইলে আপনার সাইট এর এক্সেস এর জন্যে একটি সাবডোমেইন ফ্রিতে দিতে পারবেন । এই ডোমেইন গুলো ব্যবহার করে।
মূলত যাদের কন্টেন্ট কপিরাইটেড থাকে তাদের এইটা অনেক কাজে দিবে । যেমনঃ মুভি ডাউনলোড সাইট ।
২। আপনার একটি ব্লগার সাইট আছে । বা কয়েকদিন আগে যে exblog.JP সাইট বানালাম সেই সাইট এর URL forwarder করতে পারব এই সাইট ব্যবহার করে।
ফ্রি ভার্সনে আপনি শুধু A record এডিট করতে পারবেন , আর ডোমেইন ফরওয়ার্ড করতে পারবেন ।
তাই এই সার্ভিস গুলো দিয়ে যাযা করা যায় তাই করতে পারবেন ।
এবার আমরা মূল পোস্টে চলে আসি ।
এই ডোমেইন গুলো নেওয়ার জন্যে আমাদের নিচের সাইট এ যেতে হবে, এবং Signup করতে হবে । চলুন করে ফেলি ।
Website: https://freedns.afraid.org/
Sign Up এ ক্লিক করে ফর্মটি পুরন করুন ।
এবারে আপনার মেইল চেক করেন , একটি একটিভ করার লিংক পাঠানো হয়েছে ক্লিক করে একটিভ করবেন আপনার একাউন্ট ।
এখন দেখুন আপনাকে Subdomain add করতে বলছে ।
চলুন একটি সাবডোমেইন এড করে দেখা যাক ।
ওকে আমি আপনাদের এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ।
Type: A রাখবেন ফ্রি ভার্সনে A Record ছাড়া অন্য অপশন কাজ করবে না।
Subdomain: আপনার ওয়েব সাইট এর নাম লিখবেন।
Domain: এখান থেকে আপনি লিস্ট পেয়ে যাবেন কোন ডোমেইন এর আন্ডার এ আপনার সাব – ডোমেইন বানাবেন । বিশ্বাস করেন অনেক অনেক ডোমেইন আছে । যেগুলো অনেক জোস ।
এখানে নিচের স্কিনশট এ দেখুন
এখানে অল্প কয়েকটা দেখাচ্ছে আপনি Many many More এ ক্লিক করে বাকি ডোমেইন নাম গুলো দেখতে পারবেন।
Many many More এ ক্লিক করার পরে Shared Domain Registry তে ক্লিক করবেন তাহলে লিস্ট চলে আসবে।
এখান থেকে যেই ডোমেইন এর DA এবং স্প্যাম রেট কম সেটা সিলেক্ট করে নিবেন ।
আর ক্লিক করার সাথে সাথে সেটা আপনার লিস্টে চলে আসবেন ।
এবার আসুন বুঝি Destination কি । এখানে আপনার Hosting এর সি প্যানেল এ একটি IP পাবেন সেটা কপি করে পেস্ট করে দিবেন ।
এবার ক্যাপচা এন্ট্রি করে এড করলেই সার্ভার এ সাব-ডোমেইন এড হয়ে যাবে।
এই জিনিষটা আমি এক্সপ্লেইন করে দিলাম কারণ অনেকেই বুঝবে না ।
এবার আসি http to https করব কিভাবে এই টপিকটাতে ।
http to https redirection: একটি ফাইল create করুন file name: .htaccess
এর মধ্যে নিচের দেওয়া কোড পেস্ট করে দিন ।
RewriteEngine On
RewriteCond %{SERVER_PORT} 80
RewriteRule ^(.*)$ https://yourdomain.com/$1 [R,L]
হয়ে হেলো ।
এবার আমি আপনাদের প্রাক্টিক্যাল ভাবে ডোমেইন Forward করে দেখাচ্ছি।
এর জন্যে আপনাকে Web forward এ ক্লিক করতে হবে।
এর পরে আমরা Add a Web Forward এ ক্লিক করব।
নিচের লাইন গুলো ভালো করে পরবেন এবং বুঝবেন ।
হলুদ কালার করা যায়গায় আপনি আপনার মনমত সাইট নেম দিবেন ।
পিংক কালার করা বক্স থেকে মন মত ডোমেইন সিলেক্ট করে দিবেন , (যেই ডোমেইন এর আন্ডার এ সাব-ডোমেইন বানাতে চান আরকি)
কমলা কালার এর মধ্যে যেই সাইট এর মধ্যে রিডাইরেক্ট করতে চান তার নাম ।
আমি আমার https://themeplugin.exblog.jp এই সাইট এর জন্যে একটি সুন্দর Forward Domain Add করব।
ওকে আমার কাজ শেষ ।
এখন একটু সময় লাগবে এই জিনিসটা একটিভ হতে তাই অপেক্ষা করছি । আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন আমার Forward কাজ করছে http://themeplugin.mooo.com/
তো এই ছিল আজকের পোস্ট । আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে । এই জিনিস গুলো সিক্রেট জিনিস অনেকে আপনাদের কাছে এই সব এর জন্য টাকা চাইবে ।
আমার টেলিগ্রাম চ্যানেল: My Telegram Channel
You must be logged in to post a comment.
Nice post
Nice post
Vai ex blog er jnno adsense apply krsi 1 din sesh bt kuno email dilo na… Rqst a reke dise
same here
akhon vai kichu korar nai ektu wait koren
Good one
Video add korle aro valo kore bujte partam.
Acha eta te site open korte hole ki age kono site thakte hobe nki?
hmm age site na thakle ki vabe hobe !
একটাও কাজের না।
Misleading title!
আপনি সাবডোমেইন অ্যাড করেছেন, ভাইয়া, ডোমেইন না। পাঠককে বিভ্রান্ত করবেন না ?