بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারন ২টি ওয়েবসাইট যার মাধ্যেমে ইমেজ জেনেরেট করে ছবি এনিমেশন  বানাতে পারবেন খুব সহজেই।
আমরা অনেকেই দেখেছি যে ছবি দিয়ে এনিমেশন বানিয়ে স্টোরি কার্টুন তৈরী করতে । আপনিও চাইলে তাদের মতো ভিডিও তৈরী করতে পারবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন
Leonardo.ai

এই ওয়েবসাইট দিয়ে আপনি  ফুল এইচডিতে ছবি জেনেরেটর করতে পারবেন।যা অনান্য AI ওয়েবসাইটের থেকে অনেক ভিন্ন ও আকর্শনীয়।
লিংকে ক্লিক করার পর ওয়েবসাইটে প্রবেশ হলে ওয়েবসাইটটিতে লগিন করে নিন ।লগিন করার জন্য Creat An Account এ ক্লিক করুন।

এরপর আপনার এ্যাপল আইডি বা  ই-মেইল/জি-মেইল আইডি দিয়ে লগিন করে নিন

লগিন করা শেষ হয়ে গেলে আপনাকে এই ওয়েবসাইটের একটি ইউজারনেম দিতে হবে ।ইউজারনেম টি অবশ্যই অক্ষর ও সংখ্যা মিলিয়ে দিবেন।আমি ইউজার নেম দিয়েছি Sohelarman4374।
ইউজার নেমের নিচে সবুজ টিক মার্ক উঠলে বুঝবেন আপনার ইউজার নেমটি ঠিক আছে।এরপর আপনার পচ্ছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দিন।তারপর Confirm বাটনে ক্লিক করে Next এ ক্লিক করুন।

লগিন সম্পূর্ন হয়ে গেলে আপনি এই ওয়েবসাইটে মোট ১৫০ কয়েন পেয়ে যাবেন ফ্রীতে।আপনি চাইলে টাকা দিয়ে তাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে নিতে পারবেন।

যেহেতু আমি ছবি জেনেরটর করবো তাই ইমেজ জেনেরেটে ক্লিক করলাম

এরপর Type to promote এই বক্সে আমাদের চাহিদা অনুযায়ী যেরকম ছবি চায় তা এইখানে লিখে দিলাম তারপর Generate এ ক্লিক করলাম


দেখুন আমার লেখা অনুযায়ী AI অনেক গুলি ইমেজ সাজেস্ট করেছে।এখন আমাদের পচ্ছন্দ অনুযায়ী যেকোন একটি ছবিতে ক্লিক করুন

এরপর ডাউনলোড আইকনে ক্লিক করুন ব্যাস ছবিটি ডাউনলোড হয়ে যাবে।

আমার ডাউনলোডকৃত ছবি

এখন আমরা এই ছবিটি এনিমেশন আকারে তৈরী করবো।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Leiapix.com

এই ওয়েবসাইটটিতে আপনি 2D ছবিকে 3D এনিমেশন আকারে তৈরী করতে পারবেন।
ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর Sign To Free তে ক্লিক করে আপনার ই-মেইল / জি-মেইল আইডি দিয়ে লগিন করে নিবেন।

এরপর ওয়েবসাইটের কিছু শর্ত আপনাকে দেওয়া হবে আপনি শর্ত মোতাবেক রাজি হলে টিক মার্ক এ ক্লিক করে Confirm এ ক্লিক করুন

এরপর Upload আইকনে ক্লিক করে আপনার জেনেরেট হওয়া ছবিটি আপলোড করে দিন

এরপর কিছুক্ষন সময় অপেক্ষা করুন

দেখুন আমার ছবিটি এনিমেশন হয়ে গেছে।এখন ছবিটি ডাউনলোড করতে Export এ ক্লিক করুন

এরপর Next এ ক্লিক করুন

আমরা এই ওয়েবসাইট থেকে ফ্রীতে 720p এ ভিডিও ডাউনলোড করতে পারবো ।এর বেশি এইচডিতে ভিডিও ডাউনলোড করতে চাইলে তাদের ওয়েবসাইটে নিদির্ষ্ট পরিমান টাকা দিয়ে সাবস্ক্রাইব করে নিতে হবে।

সবশেষে ভিডিওটি ডাউনলোড করার জন্য Save আইকনে ক্লিক করুন।ব্যাস ডাউনলোড হয়ে যাবে।

দেখুন আমার এনিমেশন হওয়া ছবিটি।

আপনি এই ২টি ওয়েবসাইটের মাধ্যেমে স্টোরি কার্টুন তৈরি করতে পারবেন এবং তাতে ভয়েজ মেকিং করে ইন্টারনেটের প্লাটফর্মে আপলোড করে মনিটাইজেশন পর্যন্ত পেতে পারেন। এই AI ওয়েবসাইটটি আমার কাছে বেস্ট ওয়েবসাইট বলে মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আপনাদের কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

6 thoughts on "অসাধারন দুটি AI ওয়েবসাইট যার মাধ্যেমে ইমেজ জেনেরেট করে ছবি এনিমেশন বানাতে পারবেন।"

    1. Sohelarman4374 Author Post Creator says:
      ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
  1. shuvoRaj Contributor says:
    Thanks man!❤️❤️
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Welcome bro
  2. Sohelarman4374 Author Post Creator says:
    ধন্যবাদ

Leave a Reply