আসসালামুআলাইকুম

হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আর ভালো না লাগলে তো ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই। যেখান থেকে আমরা নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পেয়ে যাই। তো যাই হোক বেশি কথা না বলে সরাসরি পোষ্টে চলে যাই।

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে এ বছর ৪৭ তম কেন্দ্রীয় পরিক্ষা অনু্ষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বেফাক বোর্ডের অধীনে প্রতিবছর অত্যন্ত সুসৃঙ্খল পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রায় ৩,২৫,৩২৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১,৩৪,৭২৩ জন ছাত্র এবং ১,৯০,৬০১ জন ছাত্রী। ৪৬ টি জোনে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ছিল প্রায় ২০৫৮ টি। এছাড়া সারাদেশে সুসৃঙ্খলভাবে পরিক্ষা সম্পাদনের লক্ষ্যে ৮০৫৫ জন নেগরান নেওয়া হয়েছে। যারা পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা পরিচালনায় দায়িত্বরত ছিলেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৭ তম কেন্দ্রীয় পরিক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামি ৩ এপ্রিল ২০২৪ ইং তারিখে। নির্ভরযোগ্য সূত্র থেকে তারিখটি জানা সম্ভব হয়নি।

বেফাক পরিক্ষার রেজিল্ট কিভাবে দেখবো

বেফাক পরিক্ষার রেজাল্ট অনলাইনে পাবলিশ করে । রেজাল্ট দেখতে প্রথমে নিম্নক্ত ওয়েবসাইটে প্রবেশ করুন। http://wifaqresult.com
তারপর নিম্নক্ত ফোর্ম দেখতে পারবেন।


প্রথমে সাল নির্বাচন করুন




অতঃপর আপনার জামাত বা শ্রেণী নির্বাচন করুন



আপনার রোল নাম্বার বসান এবং সাবমিট বাটনে ক্লিক করুন।



2023 সালের রেজাল্ট দেখতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন

https://wifaqedu.com



উপরের নিয়ম অনুসারে ফোর্ম ফিল আপ করলে রেজাল্ট দেখতে পারবেন।

এছাড়া বেফাক বোর্ড সম্পর্কিত তথ্য পেতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।

https://www.wifaqbd.org

2 thoughts on "বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৭তম পরিক্ষার ফলাফল যেভাবে দেখবেন"

  1. Sharif Contributor says:
    পোস্ট টি টপ এ আছে, তার মানে অনেক মাদরাসা ওয়ালারা ট্রিকবিডির সাথে আছে। ভালো লাগল বিষয় টা
    1. Nayeem24 Author Post Creator says:
      হুম

Leave a Reply