ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
আপনারা অনেকে হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম এ বিভিন্ন কার্টুন দেখেছেন। আপনার নিজের ছবিকে কিভাবে কার্টুন টাইপ বানাবেন তাদের জন্যই আজকের পোস্ট। আজকে নিয়ে এসেছে একটি সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যাপ যেটি দিয়ে আপনারা আপনাদের ছবিকে কার্টুন লুক দিতে পারবেন।
সবচেয়ে মজার বিষয় এখানে বেশ কয়েকটি preview অপশন আছে।আর তারউপর এটি হচ্ছে একটি free to use ওয়েবসাইট।আপনাকে কোন রকার টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক
ওয়েবসাইটের নাম VIDNOZ
ওয়েবসাইটের লিংক এই খানে
এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট।প্রথমে আপনারা লিংক থেকে ওয়েবসাইটটি অপেন করে নিবেন। তাহলে নিচের মতো একটি ওয়েব পেজ লোড হবে।
আমি gmail দিয়ে একাউন্ট তৈরি করে নিলাম। এজন্য আপনার কোন পাসওয়ার্ডও দিতে হবে না। আপনারা শুধু gmail এর এখানে সিলেক্ট করলে হবে।
উপরের মতো একটি ওয়েব পেজ লোড হবে।সবার উপরে দেখেন কয়েকটি ফিচার দেয়া আছে। আপনারা টুলস এ ক্লিক করবেন
টুলসে ক্লিক করলে দেখবেন নিচের দিকে আছে ai cartoon অপশনটি। আপনারা সেখানে ক্লিক করে নিবেন।
এখন আপনার কাজ ফটো আপলোড করা যেই ছবিটি কার্টুন বানাতে চান। দেখুন আমি একটি ছবি আপলোড দিলাম।
এরপর জেনারেট এ ক্লিক করবেন। কিছুক্ষন সময় নিবে। তারপর দেখেন বেশ কয়েকটি preview দেখাবে।
আজ এই পর্যন্তই। আশা করি ভাল লাগবে। আপনাদের মতামত জানাতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন।পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।