হ্যালো বন্ধুরা
2024 সালে এসে আমরা চ্যাট জিপিটির নাম শুনিনি অথবা ব্যাবহার করিনি এমন মানুষ হয়ত পাওয়া যাবেনা, অনেকে আবার গুগল জেমিনি ব্যাবহার করেন ।
আর যারা ডেভেলপার আছেন তাদের তো নিত্যদিনের সঙ্গি এই চ্যাট জিপিটি। কিন্তু চ্যাট জিপিটির ফ্রী ভার্সনে কিছু সমস্যা আছে, যেমনঃ এটা রিয়েল টাইম ডাটা দিতে পারে না, বড় কোন লজিক বিল্ডিংকরতে পারে না, অনেক সময় context বুঝতে পারেনা, আরও অনেক সমস্যা।
তো আজকে আমরা কথা বলব কয়েক মাস আগে রিলিজ হওয়া Claude Ai নিয়ে, বিশেষ করে ডেভেলপারদের অনেক হেল্প করবে।
এটির model হচ্ছে Claude 3.5 Sonnet
এটির কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলঃ
তো এবার আসি কিভাবে এই ai ব্যাবহার করবেন
সর্ব প্রথম এই আপনার ব্রাউজারে caude ai লিখে সার্চ করুন, অথবা এই লিঙ্কে ক্লিক করুন https://claude.ai
তারপর লগিন পেজ এ নিয়ে আসবে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগিন করে নিন।
এরপর আপনার কাঙ্খিত prompt লিখুন, যেমন আমি লিখেছি html css javascript দিয়ে একটি calculator ক্রিয়েট করতে, generate হতে হতে আপনি ডানপাশে লাইভ প্রিভিউ দেখতে পাবেন।
আপনি কোডে ক্লিক করে কোড দেখতে পারেন, আর কপি বাটনে ক্লিক করলে কোড কপি হয়ে যাবে।
আপনি toggle করতে পারবেন
তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন;
আসসালামু আলাইকুম
You must be logged in to post a comment.
ফ্রী তে HTML, CSS, JS দিয়ে ওয়েব সাইট বানাতে পারবে? কি কি লিমিটেশন? কিছু বললেন না যে!
Limit khob kom, maybe 5bar help neya jai, etar ektai paid version,
খুব ভালো লেগেছে কিন্তু লিমিট কম
Limit kom and net speed ektu slow holei response korte pare na.